গফরগাঁও সরকারি কলেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গফরগাঁও সরকারি কলেজ
ধরনসরকারি কলেজ
স্থাপিত১৯৫০[১]
অধিভুক্তিজাতীয় বিশ্ববিদ্যালয়
অধ্যক্ষকাজী ফারুক আহমদ
শিক্ষার্থী৩,০০০+
অবস্থান, ,
শিক্ষাঙ্গনশহুরে
ওয়েবসাইটওয়েবসাইট

গফরগাঁও সরকারি কলেজ ময়মনসিংহ জেলার গফরগাঁও শহরে অবস্থিত একটি সরকারি কলেজ। শহরের কলেজ রোডে পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে এই কলেজটির অবস্থান। এই কলেজটি ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হয়, ১৯৬৫ সালে ডিগ্রি কলেজে রূপান্তর এবং ১৯৮৫ সালে জাতীয়করণ করা হয়। গফরগাঁওয়ে উচ্চশিক্ষা বিস্তারে এই কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।[২][৩]

ইতিহাস[সম্পাদনা]

৬৮ বছর আগে গফরগাঁওয়ে শিক্ষাকে বিস্তৃত করার উদ্দেশ্যে এই কলেজ স্থাপিত হয়। কলেজটি ১৯৬৫ সালে ডিগ্রী কলেজে উন্নীত হয়। ১৯৮৫ সালের ১লা জুলাই কলেজটি সরকারিকরণ করা হয়।[১]

প্রাতিষ্ঠানিক ব্যবস্থা[সম্পাদনা]

কলেজের কলাভবন

কলেজে বিভাগের সংখ্যা ১৪ টি। বর্তমানে শিক্ষকের সংখ্যা ৪৮ জন। বর্তমানে ১ জন অধ্যাপক, ৪ জন সহযোগী অধ্যাপক, ৫ জন সহকারী অধ্যাপক এবং ১৮ জন প্রভাষক পাঠদান করেন।

আবাসন[সম্পাদনা]

ছাত্রীদের আবাসন ব্যবস্থার জন্য একটি ছাত্রী হোস্টেল আছে।

গ্রন্থাগার[সম্পাদনা]

কলেজের গ্রন্থাগারটি প্রায় ৬,০০০ এরও অধিক পুস্তক দ্বারা সমৃদ্ধ ।

প্রাণ বৈচিত্র্য[সম্পাদনা]

গফরগাঁও সরকারি কলেজে শতাধিক প্রজাতির বৃক্ষ, লতা গুল্ম রয়েছে। এই কলেজে বাংলাদেশের সংরক্ষিত কুম্ভি উদ্ভিদ রয়েছে। এছাড়াও রয়েছে অরবরই, অর্জুন, আতা, আমলকি, আঁশফল, কদম, কনকচূড়া, কলকে, কামিনী, কেয়া, কৃষ্ণচূড়া, করমচা, কাঠ বাদাম, কাঁঠাল, গগন শিরীষ, গোলাপজাম, চাপালিশ, চালতা, ছাতিম, জারুল, জয়তী, জাম, জামরুল, ডালিম, ডুমুর, ডেউয়া, তমাল, তাল, তেঁতুল, দেশি আমড়া, নাগলিঙ্গম, নাগেশ্বর, নিশিন্দা, নারিকেল, পলাশ, পেয়ারা, বট, বকুল, বিলিম্বি, মুচকুন্দ, মেন্দা, মনকাঁটা, মহুয়া, যজ্ঞডুমুর, লুকলুকি, লিচু, লোহাকাঠ, শরিফা, সফেদা, সুপারি ইত্যাদি।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "গফরগাঁও সরকারি কলেজ" [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "গফরগাঁও সরকারি কলেজ"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৩১ জুলাই ২০১৯। ৩১ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৯ 
  3. "গফরগাঁও সরকারি কলেজে উপবৃত্তি নিয়ে ঘাপলা | কালের কণ্ঠ"Kalerkantho। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-৩১ 
  4. ডেস্ক, ফিচার (২০২০-০৫-০৯)। "সবুজে ঘেরা গফরগাঁও সরকারি কলেজ"দৈনিক অধিকার (Bangla ভাষায়)। ঢাকা: অধিকার মিডিয়া লিমিটেড।