সাপাহার সরকারি কলেজ
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
সাপাহার সরকারি কলেজ রাজশাহী বিভাগের নওগা জেলার সাপাহার উপজেলার অন্তর্গত একটি মহাবিদ্যালয়।[১]
ইতিহাস[সম্পাদনা]
কলেজটি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ জাতীয়করন করেন।
অবস্থান[সম্পাদনা]
কলেজটি সাপাহার সদর উপজেলা শহরের মধ্যেই অবস্থিত।
অবকাঠামো[সম্পাদনা]
সাপাহার সরকারি কলেজ এর ৩ টি ভবন রয়েছে। এছাড়াও একটি মহিলা হোষ্টেল এবং একটি পুরুষ হোষ্টেল রয়েছে। কলেজের ভিতরে সুবিশাল মাঠ, একটি মসজিদ এবং একটি পুকুর রয়েছে।
অনুষদ সমূহ[সম্পাদনা]
কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শাখায় পড়াশোনা করার সুযোগ রয়েছে। এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধীনে ৪ বছর মেয়াদী স্নাতক পড়ার ও সুযোগ রয়েছে।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "সাপাহার সরকারি কলেজ, নওগাঁ - হোম"। www.sapgc.edu.bd। সংগ্রহের তারিখ ২০২০-০৬-০৬।