বিশ্বনাথ সরকারি কলেজ
ধরন | সরকারি কলেজ |
---|---|
স্থাপিত | ১৯৮৫ |
ইআইআইএন | ১৩০২১৭ |
অধ্যক্ষ | মো. মানিক মিয়া (ভারপ্রাপ্ত) |
ঠিকানা | বিশ্বনাথ-রশিদপুর সড়ক, বিশ্বনাথ পৌরসভা , , |
শিক্ষাঙ্গন | পৌর শহর |
সংক্ষিপ্ত নাম | বিজিসি |
অধিভুক্তি | জাতীয় বিশ্ববিদ্যালয় ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট |
ওয়েবসাইট | ওয়েবসাইট |
বিশ্বনাথ সরকারি কলেজ সিলেট জেলায় অবস্থিত একটি সরকারি কলেজ।[১] আধুনিক সুযোগ সুবিধা সহ শ্রেণীকক্ষ, গবেষণাগার, গ্রন্থাগার এবং সাধারণ কক্ষ রয়েছে। কলেজ রাজনৈতিক অস্থিরতা থেকে মুক্ত ফলে কলেজটি উপজেলার অন্যতম কলেজের স্বীকৃতি পেয়েছে।
ইতিহাস
[সম্পাদনা]বিশ্বনাথের বিশিষ্টজনরা এলাকার ছেলে-মেয়েদের লেখা পড়ার কথা চিন্তা করে ১৯৮৫ সালে উপজেলা সদর ইউনিয়নের কারিকোনা গ্রামের দক্ষিণে বিশ্বনাথ ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করেন। এসময় কলেজের নাম করণ করা হয় বিশ্বনাথ কলেজ। এরপর সরকারিভাবে আরও দুটি ভবন নির্মাণ করা হয়। ইতোমধ্যে কলেজ কে ডিগ্রি করা হয়েছে। এ কলেজে পড়ালেখা করে বিশ্বনাথের অনেক কৃতি সস্তান সুনামের সঙ্গে সরকারি-বেসরকারি চাকরি ও রাজনৈতিক অঙ্গনে দেশ-বিদেশে সফলতার স্বাক্ষর রেখে চলেছেন। অবশেষে কলেজটি প্রতিষ্ঠার প্রায় ৩৩ বছর পর জাতীয়করণ হয়।[২]
প্রতিষ্ঠা
[সম্পাদনা]১৯৮৫ সালে বিশ্বনাথ উপজেলায় উচ্চ শিক্ষার হার বাড়াতে এবং নারী শিক্ষার উন্নতির লক্ষ্যে বিশ্বনাথের প্রবাসী ও দানশীল ব্যক্তিরা স্থাপন করেন বিশ্বনাথ কলেজ। কালের পরিবর্তনে যোগ্যতা অনুযায়ী বিগত সময়ে কলেজটি ডিগ্রিতে উন্নীত হয়।[৩]
অনুষদ সুমহ
[সম্পাদনা]- জাতীয় বিশ্ববিদ্যালয় (জাবি)'র অধীনে স্নাতক কোর্স
- বি.এ (৩ বছরের ডিগ্রি কোর্স)
- বি.এস.এস (৩ বছরের ডিগ্রি কোর্স)
- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট'র অধীনে উচ্চ মাধ্যমিক কোর্স
- মানবিক
- ব্যবসায় শিক্ষা
- বিজ্ঞান
ভবিষৎ পরিকল্পনা
[সম্পাদনা]ভবিষতে বিশ্বনাথ সরকারি ডিগ্রী কলেজটিকে একটি মডেল কলেজ হবে।
অবস্থান
[সম্পাদনা]বিশ্বনাথ কলেজটি বিশ্বনাথ হতে রশিদপুর রোডে বিশ্বনাথ পৌরসভায় অবস্থিত।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ বিশ্বনাথ ডিগ্রী কলেজ[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
- ↑ সরকারিকরণ হওয়ায় এলাকাবাসী আনন্দিত ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৫ আগস্ট ২০১৮ তারিখে অনাবিল সংবাদ | August 12, 2018
- ↑ বিশ্বনাথ ডিগ্রি কলেজ সরকারিকরণে আনন্দ, বিভিন্ন মহলের অভিনন্দন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ সেপ্টেম্বর ২০২০ তারিখে সিলেটভিউ২৪ডটকম | ১২ আগস্ট ২০১৮