আলু পরোটা
উৎপত্তিস্থল | ভারত, পাকিস্তান |
---|---|
প্রধান উপকরণ | আলু, আটা, ময়দা, মাখন বা ঘি |
আলু পরটা (হিন্দি: आलू पराठा, মারাঠি: बटाटा पराठा , উর্দু: آلو پراٹھا ) হল একটি ভারতীয়[১] ও পাকিস্তানি খাবার যেটি সারা ভারত ও পাকিস্তানের মধ্য-পশ্চিম ও উত্তর অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় জলখাবারের খাদ্য পদের মধ্যে অন্যতম একটি।[২]
আলু পরোটা বানানোর প্রণালী
[সম্পাদনা]উপকরণ
[সম্পাদনা]ভালো করে চটকে নেয়া সিদ্ধ আলু ২ কাপ, ময়দা পরিমাণ মত, ভাজা জিরাগুড়ো ১ চামচ, ধনে পাতা কুচি ১ মুঠো, ৩ টি কাঁচা লঙ্কা কুচি, লবণ, চিনি, তেল, ঘি, খাবার সোডা ১ চিমটি (ইচ্ছামত), ৪ টেবিল চামচ মাখন, ধনিয়া পাতা।
প্রস্তুতপ্রণালী
[সম্পাদনা]প্রথমে পরিমাণ মত ময়দা নিয়ে এতে সামান্য চিনি-লবণ-খাবার সোডা ও ৪ টেবিল চামচ তেল দিয়ে মিশিয়ে ময়ান দিয়ে রাখুন। আবার অন্য একটি পাত্রে সিদ্ধ করা আলু,সামান্য লবণ,ধনে পাতা কুচি,কাঁচা মরিচ কুচি,ভাজা জিরাগুড়ো দিয়ে ভালো করে মেখে নিন। এবার এতে অল্প অল্প করে ময়ান দেয়া ময়দা মিশিয়ে মাখতে থাকুন যতক্ষণ না বেশ শক্ত খামির হয়। এবার খামিরটি থেকে পরোটার লেচি কেটে নিন। একটু মোটা করে পরোটা বেলে নিন। একটি বাটিতে অর্ধেক অর্ধেক করে ঘি ও তেল মিশিয়ে রাখুন। এবার মাঝারি আচে ননস্টিক তাওয়া চুলে গরমে বসিয়ে দিন,গরম হয়ে গেলে পরোটা দিয়ে প্রথমে এপিঠ-ওপিঠ করে একটু সেকে নিন। পরিমাণ মত তেল ও ঘি এর মিশ্রণ দিয়ে দু পিঠ লালচে করে ভেজে তুলুন। আর হ্যা চুলার আচ যেন কখনই খুব বেশি না হয় কারণ ঘি উচ্চ তাপে রান্না হলে আর সুগন্ধ একেবারেই নষ্ট হয়ে যায়,এবং এটি অতি দ্বাহ্য তাই পাত্রে আগুন লেগে যেতে পারে। তাই একটু সাবধানতা অবলম্বন করে গরম গরম আলু পরোটার স্বাদ নিন।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Breakfast like a king: Here's how to make Aloo Paratha"।
- ↑ Anu Canumalla (১৬ অক্টোবর ২০০৮)। Paakam: Everyday Indian for a Vegetarian Lifestyle। AuthorHouse। পৃষ্ঠা 75–। আইএসবিএন 978-1-4685-8061-7। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৩।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- আলু পরটা রন্ধন প্রক্রিয়া। ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১ অক্টোবর ২০১৫ তারিখে
খাদ্য বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |