হিন্দি ভাষা
হিন্দি | |
---|---|
हिन्दी হিন্দী | |
![]() দেবনাগরী লিপিতে "হিন্দি" | |
উচ্চারণ | হিন্দুস্থানী উচ্চারণ: [ˈɦin̪d̪iː] |
দেশোদ্ভব | ![]() |
জাতিতত্ত্ব | হিন্দুস্থানী (ঐতিহাসিক), ভারতীয় জাতির লিঙ্গুয়া ফ্রাঙ্কা |
মাতৃভাষী | ৩২,২২,৩০,০৯৭ [১] (২০১১)[২]
|
পূর্বসূরীরা | বৈদিক সংস্কৃত
|
দেবনাগরী লিপি দেবনাগরী ব্রেইল | |
সরকারি অবস্থা | |
সরকারি ভাষা | ![]() |
নিয়ন্ত্রক সংস্থা | কেন্দ্রীয় হিন্দি নির্দেশালয় (ভারত)[৩] |
ভাষা কোডসমূহ | |
আইএসও ৬৩৯-১ | hi |
আইএসও ৬৩৯-২ | hin |
আইএসও ৬৩৯-৩ | hin |
ভাষাবিদ তালিকা | hin-hin |
গ্লোটোলগ | hind1269 [৪] |
লিঙ্গুয়াস্ফেরা | 59-AAF-qf |
![]() |
হিন্দি ভাষা (हिन्दी) ভারতের অন্যতম সরকারী ভাষা। এই কেন্দ্রীয় ইন্দো-আর্য ভাষাটি মূলত উত্তর, মধ্য ও পশ্চিম ভারতের প্রায় ৬২ কোটিরও বেশি মানুষের মাতৃভাষা।
বিস্তার[সম্পাদনা]
হিন্দী ভাষার এর উৎপত্তি হয় দিল্লির খাড়িবুলি ভাষার সাথে আরবি, ফারসি ও তুর্কি ভাষার সংমিশ্রণে। মুসলিম শাসন উত্তর ভারতে বিস্তৃত হওয়া শুরু করলে এর মাধ্যমে স্থানীয় ভাষায় ফারসি শব্দ প্রবেশ শুরু হয়। সময়ের প্রেক্ষিতে উর্দু একটি স্বতন্ত্র ভাষা হয়ে উঠে। হিন্দি ভাষাও খাড়িবুলি থেকে উৎপত্তি লাভ করেছে।[সম্পাদনা]
লিখন পদ্ধতি[সম্পাদনা]
দেবনাগরী লিপিতে লেখা সাহিত্যিক বা লেখ্য হিন্দি ভাষায় সংস্কৃতের বড় প্রভাব রয়েছে।
উপভাষা ও অন্যান্য ভাষার সঙ্গে সম্পর্ক[সম্পাদনা]
দিল্লীর উত্তর ও পূর্বে প্রচলিত খাড়ি বোলি উপভাষা লেখ্য হিন্দির ভিত্তি। এছাড়া হিন্দির একটি উপভাষা ব্রজ ভাষায় ১৫শ শতক থেকে ১৭শ শতক পর্যন্ত গুরুত্বপূর্ণ সাহিত্য রচিত হয়। হিন্দির অন্যান্য গুরুত্বপূর্ণ উপভাষার মধ্যে আওয়াধি, বাঘেলি, ছত্তিশগড়ি, বুন্দেলি ও কনৌজি অন্যতম। তবে ছত্তিসগড়ি,ভোজপুরি সহ অন্যান্য স্বতন্ত্র ভাষাকে এটি রাজনৈতিকভাবে আগ্রাসনের শিকার করেছে।
স্বীকৃতি[সম্পাদনা]
উর্দু সহ অন্যান্য স্বতন্ত্রভাষা সমুহকে বাদ দিলে এর মাতৃভাষি দাড়ায় মাত্র ২৭ কোটি।যেখানে বাংলা মাতৃভাষি ৩০ কোটি। এখানে উল্লেখ্য যে ভোজপুরি,মৈথিলি ও ঝাড়খন্ডি ভাষাগুলোর হিন্দির চেয়ে বাংলার মিল বেশি।
ব্যাকরণ[সম্পাদনা]
হিন্দি ভাষার বিভক্তি ব্যবস্থা সংস্কৃতের তুলনায় সরল। বিভক্তির তুলনায় অনুসর্গই বেশি ব্যবহৃত হয়। হিন্দিতে দুইটি ব্যাকরণিক লিঙ্গ রয়েছে (গুজরাটি ও মারাঠিতে লিঙ্গের সংখ্যা তিন)। ক্রিয়াগুলোতেও বিভক্তির জটিলতা কম।
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Distribution of the 22 Scheduled Languages – India, States & Union Territories – 2011 Census" (PDF)।
- ↑ "Census of India: Abstract of speakers' strength of languages and mother tongues –2001"। www.censusindia.gov.in। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৯।
- ↑ "কেন্দ্রীয় হিন্দি নির্দেশালয়: পরিচয়"। ৪ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৮।
- ↑ হ্যামারস্ট্রোম, হারাল্ড; ফোরকেল, রবার্ট; হাস্পেলম্যাথ, মার্টিন, সম্পাদকগণ (২০১৭)। "Hindi"। গ্লোটোলগ ৩.০ (ইংরেজি ভাষায়)। জেনা, জার্মানি: মানব ইতিহাস বিজ্ঞানের জন্য ম্যাক্স প্লাংক ইনস্টিটিউট।
হিন্দু