নকশীকাঁথা কমিউটার
অবয়ব
নকশীকাঁথা কমিউটার | |
---|---|
সংক্ষিপ্ত বিবরণ | |
পরিষেবা ধরন | কমিউটার ট্রেন |
প্রথম পরিষেবা | ১৫ জুন ১৯৯৫ |
বর্তমান পরিচালক | বাংলাদেশ রেলওয়ে |
যাত্রাপথ | |
শুরু | খুলনা রেলওয়ে স্টেশন |
শেষ | কমলাপুর রেলওয়ে স্টেশন |
যাত্রার গড় সময় | ১১ ঘণ্টা |
পরিষেবার হার | দৈনিক |
রেল নং | ২৫/২৬ |
যাত্রাপথের সেবা | |
আসন বিন্যাস | আছে |
ঘুমানোর ব্যবস্থা | নাই |
অটোরেক ব্যবস্থা | নাই |
খাদ্য সুবিধা | নাই |
পর্যবেক্ষণ সুবিধা | আছে |
মালপত্রের সুবিধা | আছে |
কারিগরি | |
ট্র্যাক গেজ | ১,৬৭৬ মিলিমিটার (৫ ফুট ৬ ইঞ্চি) |
রেক ভাগকরণ | মহানন্দা এক্সপ্রেস |
নকশীকাঁথা এক্সপ্রেস (ট্রেন নাম্বার-২৫/২৬) বাংলাদেশ রেলওয়ের অধীনে চলা একটি মেইল ট্রেন।[১] ট্রেনটি খুলনা থেকে ঢাকা যেতে যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, মুন্সীগঞ্জ ও ঢাকা জেলাকে সংযুক্ত করেছে।
যাত্রাপথ
[সম্পাদনা]নকশীকাঁথা এক্সপ্রেস (খুলনা-ঢাকা) ও (ঢাকা-খুলনা) রেলপথে পদ্মা সেতু দিয়ে চলাচল করে এবং যাত্রাপথে থাকা প্রায় সকল স্টেশনে যাত্রাবিরতি দেয়।
স্টেশন তালিকা
[সম্পাদনা]নকশীকাঁথা এক্সপ্রেস যেসকল রেলওয়ে স্টেশন দিয়ে চলাচল করে নিম্নে কিছু স্টেশনের নাম উল্লেখ করা হলো:
- কমলাপুর রেলওয়ে স্টেশন
- গেন্ডারিয়া রেলওয়ে স্টেশন
- নিমতলা রেলওয়ে স্টেশন
- শ্রীনগর রেলওয়ে স্টেশন
- মাওয়া রেলওয়ে স্টেশন
- পদ্মা রেলওয়ে স্টেশন
- শিবচর রেলওয়ে স্টেশন
- ভাঙ্গা জংশন রেলওয়ে স্টেশন
- ভাঙ্গা রেলওয়ে স্টেশন
- পুখুরিয়া রেলওয়ে স্টেশন
- তালমা রেলওয়ে স্টেশন
- বাখুন্ডা রেলওয়ে স্টেশন
- ফরিদপুর রেলওয়ে স্টেশন
- আমিরাবাদ রেলওয়ে স্টেশন
- খানখানাপুর রেলওয়ে স্টেশন
- পাচুরিয়া জংশন রেলওয়ে স্টেশন
- রাজবাড়ী রেলওয়ে স্টেশন
- বেলগাছি রেলওয়ে স্টেশন
- কালুখালী রেলওয়ে স্টেশন
- পাংশা রেলওয়ে স্টেশন
- মাছপাড়া রেলওয়ে স্টেশন
- খোকসা রেলওয়ে স্টেশন
- কুমারখালী রেলওয়ে স্টেশন
- কুষ্টিয়া রেলওয়ে স্টেশন
- কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশন
- পোড়াদহ রেলওয়ে স্টেশন
- হালশা রেলওয়ে স্টেশন
- আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন
- মুন্সীগঞ্জ রেলওয়ে স্টেশন
- চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন
- দর্শনা জংশন রেলওয়ে স্টেশন
- দর্শনা হল্ট রেলওয়ে স্টেশন
- উথলী রেলওয়ে স্টেশন
- আনসারবাড়িয়া রেলওয়ে স্টেশন
- সাফদারপুর রেলওয়ে স্টেশন
- কোট চাঁদপুর রেলওয়ে স্টেশন
- মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন
- বারোবাজার রেলওয়ে স্টেশন
- যশোর জংশন রেলওয়ে স্টেশন
- রূপদিয়া রেলওয়ে স্টেশন
- সিঙ্গিয়া রেলওয়ে স্টেশন
- নওয়াপাড়া রেলওয়ে স্টেশন
- দৌলতপুর রেলওয়ে স্টেশন
- খুলনা রেলওয়ে স্টেশন
সময়সূচী
[সম্পাদনা]- নকশীকাঁথা এক্সপ্রেস খুলনা থেকে ঢাকা (কমলাপুর) এর উদ্দেশ্যে ছাড়ে রাত ১১ টা ৩০ মিনিটে, ঢাকা (কমলাপুর) পৌঁছায় সকাল ১০ টা ১০ মিনিটে।
- ঢাকা (কমলাপুর) থেকে খুলনার উদ্দেশ্যে ছাড়ে সকাল ১১ টা ৪০ মিনিটে, খুলনা পৌঁছায় রাত ১০টা ২০ মিনিটে।
সম্পর্কিত নিবন্ধ
[সম্পাদনা]বাংলাদেশের মেইল ও কমিউটার ট্রেনের তালিকা
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ব্যুরো, যশোর। "খুলনাগামী নকশীকাঁথা ট্রেন লাইনচ্যুত"। DailyInqilabOnline। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৭।