যশোর জংশন রেলওয়ে স্টেশন
যশোর জংশন রেলওয়ে স্টেশন | |||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
বাংলাদেশের রেলওয়ে স্টেশন | |||||||||||||||||||||
অবস্থান | রেল রোড, যশোর যশোর জেলা, খুলনা বিভাগ ![]() | ||||||||||||||||||||
মালিকানাধীন | বাংলাদেশ রেলওয়ে | ||||||||||||||||||||
পরিচালিত | বাংলাদেশ রেলওয়ে | ||||||||||||||||||||
লাইন | দর্শনা–যশোর–খুলনা লাইন বেনাপোল-যশোর শাখা লাইন ঢাকা–যশোর রেলপথ | ||||||||||||||||||||
প্ল্যাটফর্ম | ৩ | ||||||||||||||||||||
রেলপথ | ৪ | ||||||||||||||||||||
ট্রেন পরিচালক | পশ্চিমাঞ্চল রেলওয়ে | ||||||||||||||||||||
নির্মাণ | |||||||||||||||||||||
গঠনের ধরন | মানক | ||||||||||||||||||||
পার্কিং | আছে | ||||||||||||||||||||
সাইকেলের সুবিধা | আছে | ||||||||||||||||||||
প্রতিবন্ধী প্রবেশাধিকার | আছে | ||||||||||||||||||||
ইতিহাস | |||||||||||||||||||||
চালু | ১৮৮৪ | ||||||||||||||||||||
পরিষেবা | |||||||||||||||||||||
| |||||||||||||||||||||
অবস্থান | |||||||||||||||||||||
![]() |
যশোর জংশন রেলওয়ে স্টেশন বাংলাদেশের খুলনা বিভাগের যশোর জেলার একটি আন্তঃনগর রেলওয়ে স্টেশন। এটি বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল ও খুলনা বিভাগের একটি জাংশন। ১৮৮৩ সালে ব্রিটিশ ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে এটি নির্মাণ করে। বাংলাদেশ সরকার ২০০৩ সালে স্টেশনটি পুনরায় নির্মাণ করে।[১]
অবস্থান
[সম্পাদনা]যশোর জংশন রেলওয়ে স্টেশন যশোর জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত।
ইতিহাস
[সম্পাদনা]কলকাতা থেকে শিলিগুড়ি সরাসরি যাতায়াত ব্যবস্থা চালু করার জন্য ব্রিটিশ সরকার ১৮৭৮ সালে চিলাহাটি-পার্বতীপুর-সান্তাহার-দর্শনা লাইন এবং ১৮৮৪ সালে কলকাতা থেকে খুলনার সাথে যশোর হয়ে রেলপথ নির্মাণ করে। এসময় যশোর রেলওয়ে স্টেশন তৈরি করা হয়। তবে ১৯৪৭ এ দেশ ভাগ হয়ে যাবার পর দুই দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাজশাহী রংপুরের সাথে তৎকালীন পূর্ব পাকিস্তানের খুলনার সাথে সরাসরি রেল যোগাযোগ ব্যাহত হয়। তাই খুব দ্রুত সময়ে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার দ্রুত দর্শনা জংশন থেকে যশোর পর্যন্ত নতুন রেলপথ স্থাপন করে[২] ১৯৫১ সালের মধ্যে।[৩] তখন থেকে যশোর জংশন স্টেশনে পরিণত হয়।
পরিষেবা
[সম্পাদনা]যশোর জংশন রেলওয়ে স্টেশন দিয়ে যেসব ট্রেন চলাচল করে নিম্নে তা উল্লেখ করা হলো:
- রূপসা এক্সপ্রেস
- সীমান্ত এক্সপ্রেস
- বন্ধন এক্সপ্রেস
- কপোতাক্ষ এক্সপ্রেস
- সাগরদাঁড়ি এক্সপ্রেস
- সুন্দরবন এক্সপ্রেস
- চিত্রা এক্সপ্রেস
- বেনাপোল এক্সপ্রেস
- রূপসী বাংলা এক্সপ্রেস
- মহানন্দা এক্সপ্রেস
- রকেট এক্সপ্রেস
- নকশীকাঁথা এক্সপ্রেস
- বেনাপোল কমিউটার
- খুলনা কমিউটার ও
- লোকাল ট্রেন।
সম্পর্কিত নিবন্ধ
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "বাস ধর্মঘটে যশোরে যাত্রীদের ভরসা ট্রেন"। Jugantor। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬।
- ↑ "প্রবল চাহিদার বিপরীতে রেল কেন জনবান্ধব হতে পারল না"। Jugantor। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৫।
- ↑ "রেলওয়ে - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬।