চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন
চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার অন্তর্গত চুয়াডাঙ্গা শহরে অবস্থিত বাংলাদেশের প্রথম রেলওয়ে ষ্টেশন। ১৮৬২ সালে প্রতিষ্ঠিত এই ষ্টেশনটি গত ১৫৯ বছর ধরে নীরবিচ্ছিন্ন ভাবে চুয়াডাঙ্গা ও তার পার্শ্ববর্তী মেহেরপুর ও ঝিনাইদহ এলাকার লোকজনকে রেল পরিসেবা প্রদান করে আসছে।
ইতিহাস[সম্পাদনা]
১৮৫৯ সালে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কোম্পানি কোলকাতা-কুষ্টিয়া (জগতি) পর্যন্ত ব্রডগেজ ৫' ৪" সিঙ্গেল রেলপথ নির্মাণ কাজ শুরু করলে, একই বছর চুয়াডাঙ্গা স্টেশনের নির্মাণ কাজ শুরু হয় এবং এর কাজ শেষ হয় ১৮৬০ সালে। ১৮৬২ সালের ১৫ নভেম্বর কলকাতা-কুষ্টিয়া (জগতি) রেলপথে ট্রেন চলাচল শুরুর মাধ্যমে পূর্ব বাংলার (বাংলাদেশের) প্রথম রেলওয়ে স্টেশন হিসেবে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের কার্যক্রম শুরু হয়। এটি তৎকালীন পূর্ববঙ্গের (বাংলাদেশের) প্রথম এবং একমাত্র দুই প্লাটফর্ম বিশিষ্ট রেলওয়ে স্টেশন ছিল। একই সাথে ট্রেনের ইঞ্জিনে পানি সরবরাহের জন্য চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের পাশে বাংলাদেশের প্রথম ওভারহেড ট্যাংক ও স্টেশনের যাত্রীদের জন্য বাংলাদেশের প্রথম একটি ফুটওভার ব্রীজ স্থাপন করা হয়। ১৮৬২ সালের ১৫ নভেম্বর থেকে আজ অবধি চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন দুটি রেল লাইন ও দুটি প্লাটফর্মের মাধ্যমে চুয়াডাঙ্গা শহর ও তার পার্শ্ববর্তী মেহেরপুর ও ঝিনাইদহ এলাকার লোকজনকে পরিসেবা প্রদান করে আসছে।
১৯৪৭ সালে ভারত বিভাগের জন্য বঙ্গ প্রদেশের রেল যোগাযোগ ক্ষতিগ্রস্ত হয়। অবিভক্ত ভারতে ব্রিটিশ শাসনের সময়, নিয়মিত রাতব্যাপী কলকাতা, গোয়ালন্দ, ঢাকা ও নারায়ণগঞ্জের মধ্যে ট্রেন চলাচল করত। ভারত ভাগের পর ইস্ট বেঙ্গল মেইল, ইস্ট বেঙ্গল এক্সপ্রেস এবং বরিশাল এক্সপ্রেস - এই তিনটি ট্রেন, ১৯৬৫ পর্যন্ত দুই দেশের মধ্যে চলাচল করেছিল।
যাত্রীবাহী ট্রেন পরিষেবা[সম্পাদনা]
এই স্টেশনে খুলনা–রাজশাহী রুটের কপোতাক্ষ ও সাগরদাঁড়ি এক্সপ্রেস, খুলনা–ঢাকা রুটের চিত্রা সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস , খুলনা–চিলাহাটি রুটের রূপসা ও সীমান্ত এক্সপ্রেস, খুলনা–চাঁপাইনবাবগঞ্জ রুটের মহানন্দা এক্সপ্রেস, খুলনা–পার্বতীপুর রুটের রকেট এক্সপ্রেস ও খুলনা–গোয়ালন্দ ঘাট রুটের নকশীকাঁথা এক্সপ্রেস যাত্রাবিরতি দেয়।[১]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "চুয়াডাঙ্গা ট্রেনের সময়সূচি"। বাংলাদেশ রেলওয়ে। সংগ্রহের তারিখ ২০২১-০১-১৫।
বহিঃসংযোগ[সম্পাদনা]
উইকিমিডিয়া কমন্সে Category:Chuadanga railway station সম্পর্কিত মিডিয়া দেখুন।
- চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের সময়সূচী