৬ জুলাই

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(6 july থেকে পুনর্নির্দেশিত)
১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০
২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭
২৮ ২৯ ৩০ ৩১  

৬ জুলাই গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৮৭তম (অধিবর্ষে ১৮৮তম) দিন। বছর শেষ হতে আরো ১৭৮ দিন বাকি রয়েছে।

ঘটনাবলী[সম্পাদনা]

  • ১৪১৫ - চেক ধর্মীয় সংস্কারবাদী জান হুসকে ক্যাথলিক কাউন্সিল কর্তৃক জীবন্ত পুড়িয়ে হত্যা।
  • ১৫০৫ - সিকান্দার শাহ লোদির রাজত্বকালে ভয়ানক ভূমিকম্পে আগ্রা বিধ্বস্ত হয়।
  • ১৮৮৫ - বিখ্যাত ফরাসী চিকিৎসক ও বিজ্ঞানী লুই পাস্তুর রোগ প্রতিরোধক টিকা আবিষ্কার করেন।
  • ১৮৯২ - দাদাভাই নওরোজি ব্রিটেনে প্রথম ইনডিয়ান মেম্বার অব পার্লামেন্ট নির্বাচিত হন।
  • ১৯১৯ - বিশ্বের প্রথম বিমান 'ব্রিটিশ আর-৩৪' আটলান্টিক পাড়ি দেয়। লন্ডন থেকে নিউ ইয়র্ক যেতে সময় নেয় ১০৮ ঘণ্টা।
  • ১৯৪৪ - সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ রেডিও তে গান্ধীজিকে 'জাতির জনক' অভিধা প্রদান করেন।
  • ১৯৪৫ - নিকারাগুয়ার প্রথম জাতিসংঘের সনদ গ্রহণ।
  • ১৯৪৭ - সোভিয়েত ইউনিয়ন এ. কে. ৪৭ রাইফেল উৎপাদন শুরু করে।
  • ১৯৫২ - লন্ডন শহরে শেষবারের মতো ট্রাম চলাচল।
  • ১৯৫৩ - রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।
  • ১৯৬৪ - তিয়াত্তর বছর ব্রিটিশ অধিকারে থাকার পর মালাউই স্বাধীনতা লাভ করে।
  • ১৯৭১ - কামুজু বান্দার নিজেকে মালাবি’র আজীবন প্রেসিডেন্ট ঘোষণা।
  • ১৯৭৯ - মিশরে নীল নদের তীরে বিনানুল মূলক নামক গুহায় মিশরের ফেরাউন দ্বিতীয় রেমেসিসের মমি আবিষ্কৃত হয়।
  • ১৯৯১ - জার্মান টেনিস তারকা স্টেফি গ্রাফ পর পর তৃতীয়বারের মতো উইম্বলডন জেতেন।
  • ১৯৯৯ - ইসরাইলের পার্লামেন্টে এহুদ বারাককে প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন।
  • ২০২৩ - তামিম ইকবাল সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা দেন, যা পরবর্তীতে প্রত্যাহার করেছেন।

জন্ম[সম্পাদনা]

মৃত্যু[সম্পাদনা]

ছুটি ও অন্যান্য[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Bashar, Reazul (১১ এপ্রিল ২০১৩)। "Always in headlines"। bdnews24.com। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]