১৫ মার্চ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১০ ১১
১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮
১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫
২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১  

১৫ মার্চ গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৭৪তম (অধিবর্ষে ৭৫তম) দিন। বছর শেষ হতে আরো ২৯১ দিন বাকি রয়েছে।

ঘটনাবলী[সম্পাদনা]

জন্ম[সম্পাদনা]

মৃত্যু[সম্পাদনা]

  • ০০৪৪- রোমান জেনারেল ও রাজনীতিবিদ জুলিয়াস সিজার মৃত্যুবরণ করেন।
  • ০২২০ - চীনা যুদ্ধবাজ কাও কাও মৃত্যুবরণ করেন ।
  • ১৫৩৬ - অটোমানের সুলতান পারগালি ইব্রাহিম পাশা মৃত্যুবরণ করেন ।
  • ১৮৪২ - ইতালীয় সুরকার ও তাত্ত্বিক লুইজি চেরুবিনি মৃত্যুবরণ করেন ।
  • ১৯২১ - অটোমান রাজনীতিক ও অটোমান সাম্রাজ্যের ২৮১তম গ্র্যান্ড ভিজিয়েরের মুহাম্মদ তালাত পাশা মৃত্যুবরণ করেন ।
  • ১৯৩৯ - জলধর সেন, বাঙালি ভ্রমণ কাহিনী, রম্যরচনা ও উপন্যাস লেখক ও সম্পাদক। (জ.১৩/০৩/১৮৬১)
  • ১৯৬২ - নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ আর্থার হোলি কম্পটন মৃত্যুবরণ করেন ।
  • ১৯৮৪ - প্রখ্যাত বাঙালি দার্শনিক কালিদাস ভট্টাচার্য। (জ.১৯১১)
  • ১৯৯৭ - হাঙ্গেরিয়ান চিত্রশিল্পী ভিক্টর ভাসারেলয় মৃত্যুবরণ করেন ।
  • ১৯৯৮ - মালতী চৌধুরী,ভারতীয় বিশিষ্ট সর্বোদয় নেত্রী ও সমাজকর্মী।(জ.২৬/০৭/১৯০৪)
  • ২০০০ - শিল্প ও সাহিত্যজগতের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব লেডি রাণু মুখোপাধ্যায়। (জ.১৯০৬)
  • ২০০৪ - নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ রসায়নবিদ জন অ্যান্থনি পোপল মৃত্যুবরণ করেন ।
  • ২০০৮ - ছয়ের উদ্দিন আহমেদ, রংপুর অঞ্চলের একজন বাম ধারার রাজনীতিবিদ ও সমাজ সংস্কারক।
  • ২০১৫ - ভারতীয় লেখক ও সমাজ কর্মী নারায়ণ দেসাই মৃত্যুবরণ করেন ।

ছুটি ও অন্যান্য[সম্পাদনা]

  • বিশ্ব ক্রেতাসুরক্ষা দিবস
  • বিশ্ব প্রতিবন্ধী দিবস

বহিঃসংযোগ[সম্পাদনা]