বিষয়বস্তুতে চলুন

জানুয়ারি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
উত্তর গোলার্ধে তুষারপাত

জানুয়ারি খ্রিস্টীয় বর্ষপঞ্জীর প্রথম মাস জানুয়ারি। এ মাসে মোট ৩১ দিন। উত্তর গোলার্ধের শীতলতম মাস এটি, আর দক্ষিণ গোলার্ধের উষ্ণতম মাস। অধিবর্ষ না হলে যে বার দিয়ে জানুয়ারি শুরু হয়, সে বার দিয়েই অক্টোবর শুরু হয়। আর অধিবর্ষ হলে জানুয়ারি, এপ্রিলজুলাই একই দিনে শুরু হয়।

জানুয়ারি মাসের নামকরণের ইতিহাস

[সম্পাদনা]

জানুয়ারি মাসের নামকরণ করা হয়েছে রোমান দ্বার দেবতা "জ্যানুস" (Janus)-এর নামে। জ্যানুস ছিলেন শুরুর এবং পরিবর্তনের দেবতা, যার দুইটি মুখ ছিল—একটি ভবিষ্যতের দিকে এবং অন্যটি অতীতের দিকে। রোমান ক্যালেন্ডারে জানুয়ারি প্রথম মাস হিসেবে সংযুক্ত হয় খ্রিস্টপূর্ব ৭১৩ সালে। রোমান রাজা নুমা পম্পিলিয়াস এই পরিবর্তনটি করেন।[]

গুরুত্বপূর্ণ দিনসমূহ

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "January"Wikipedia। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২৫

বহিঃসংযোগ

[সম্পাদনা]