বিষয়বস্তুতে চলুন

১৪ আগস্ট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১

১৪ আগস্ট গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২২৬তম (অধিবর্ষে ২২৭তম) দিন। বছর শেষ হতে আরো ১৩৯ দিন বাকি রয়েছে।

ঘটনাবলী

[সম্পাদনা]
  • ১৪৩৭ - মুদ্রণ যন্ত্রের আবিষ্কার।
  • ১৫৫১ - তুরস্কের নৌবাহিনী ত্রিপোলি দখল করে।
  • ১৫৮৫ - রানি প্রথম এলিজাবেথ নেদারল্যান্ডসের সার্বভৌমত্ব খারিজ করে দেন।
  • ১৭৬২ - ইংল্যান্ডের নৌবাহিনী হাভানা দখল করে।
  • ১৭৯০ - সুইডেন ও রাশিয়া শান্তিচুক্তি করে
  • ১৮২৫ - বৃটিশ পদার্থ বিজ্ঞানী ও রসায়নবিদ মাইকেল ফ্যারাড অনেক পরীক্ষা-নিরীক্ষা ও গবেষণার পর অপরিশোধিত তেল থেকে পেট্রোল আবিষ্কার করতে সক্ষম হন৷
  • ১৮৪৮ - গঠিত হয় ওরেগন এলাকা।
  • ১৮৮৫ - জাপান জং প্রতিরোধক রং প্যাটেন্ট করে।
  • ১৯০০ - ২০০ মার্কিন নৌ-সেনা অবতরণ করে পিকিং দখল করে নিলে বক্সার বিদ্রোহের সমাপ্তি ঘটে।
  • ১৯১২ - মার্কিন মেরিন সেনা নিকারাগুয়া দখল করে।
  • ১৯৩১ - ইলা সেন ও মীরা দেবী নামে কুমিল্লার অষ্টম শ্রেণীর দুই ছাত্রী ব্রিটিশবিরোধী বিপ্লবী তৎপরতার অংশ হিসেবে কুমিল্লার ম্যাজিস্ট্রেট সিজি স্টিভেন্সকে গুলি করে হত্যা করে।
  • ১৯৪১ - রুজভেল্ট ও চার্চিল আটলান্টিক চার্টার নামক শান্তিচুক্তিতে স্বাক্ষর করেন।
  • ১৯৪৫ - দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্তিম পর্যায়ে জাপান রাশিয়ার কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করে।
  • ১৯৪৭ - ব্রিটিশ শাসন হতে পাকিস্তানের স্বাধীনতা লাভ।
  • ২০০৮ - গ্রীষ্মকালীন অলিম্পিকে পুরুষদের ১০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতা শেষ হয়। একই দিনে মহিলাদের ৮০০ মিটার, ১০০ মিটারপুরুষদের ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতা শুরু হয়। মহিলাদের ৮০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতা চলাকালীন, রেবেকা অ্যাডলিংটন ২০০০ সালের অলিম্পিকে সৃষ্ট ব্রুক বেনেটের অলিম্পিক রেকর্ড প্রাথমিক পর্যায়ের ৪নং হিটেই ৮:১৮.০৬ সময়ে ভাঙেন।

মৃত্যু

[সম্পাদনা]

ছুটি ও অন্যান্য

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]