২৯ আগস্ট
<< | আগস্ট | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ | ||
২০২৩ |
২৯ আগস্ট গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৪১তম (অধিবর্ষে ২৪২তম) দিন। বছর শেষ হতে আরো ১২৪ দিন বাকি রয়েছে।
ঘটনাবলী[সম্পাদনা]
- ১৮২৫- পর্তুগাল ব্রাজিলের স্বাধীনতা স্বীকার করে নেয়।
- ১৮৩১- মাইকেল ফ্যারাডে তড়িৎচুম্বকীয় আবেশ আবিষ্কার করেন।
- ১৮৩৫ - অস্ট্রেলিয়ার মেলবোর্ন নগর স্থাপিত হয়।
- ১৮৪২ - নানকিন চুক্তি স্বাক্ষরের মাধ্যমে অ্যাংলো-চীন যুদ্ধ শেষ হয়। চুক্তির শর্ত অনুসারে হংকং ভূখণ্ড ব্রিটেনকে লিজ দেওয়া হয়।
- ১৯৪৭- ভীমরাও রামজি আম্বেডকরকে ভারতীয় সংবিধান খসড়া সমিতির সভাপতি করা হয়।
- ১৯৫৩ - সোভিয়েত ইউনিয়ন হাইড্রোজেন বোমার বিস্ফোরণ ঘটায়।
- ১৯৫৬ - খাদ্যের দাবিতে ঢাকায় ‘ভুখা মিছিল’ হয়।
- ১৯৯১ - সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির কার্যক্রম নিষিদ্ধ করে সংসদ প্রস্তাব গৃহীত হয়।
জন্ম[সম্পাদনা]
- ৫৭০ - মুহাম্মাদ, ইসলামের কেন্দ্রীয় ব্যক্তিত্ব এবং ইসলামি বিশ্বাস অনুযায়ী আল্লাহ কর্তৃক প্রেরিত সর্বশেষ নবী।
- ১৬৩২ - জন লক, প্রভাবশালী ইংরেজ দার্শনিক।
- ১৮৬২ - মোরিস মাতরলাঁক, নোবেলজয়ী [১৯১১] কবি ও নাট্যকার।
- ১৯০৪ - ভারনার ফ্রোসমান, নোবেলজয়ী [১৯৫৬] জার্মান চিকিৎসক।
- ১৯০৫ - ধ্যানচাঁদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় হকি খেলোয়াড়।(মৃ.০৩/১২/১৯৭৯)
- ১৯০৮ - ভেরিয়ার এলউইন, ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয় নৃতত্ত্ববিদ, নৃতাত্ত্বিক এবং উপজাতীয় কর্মী।(মৃ.১৯৬৪)
- ১৯১৫ - ইনগ্রিড বার্গম্যান, সুইডিশ চলচ্চিত্রাভিনেত্রী।
- ১৯২৩ - রিচার্ড স্যামুয়েল অ্যাটনবারা,ইংরেজ চলচ্চিত্র অভিনেতা, পরিচালক, প্রযোজক এবং উদ্যোক্তা।(মৃ.২৪/০৮/২০১৪)
- ১৯৫৮ - মাইকেল জ্যাকসন, আমেরিকান গায়ক, গীতিকার এবং ড্যান্সার।(মৃ.২৫/০৬/২০০৯)
মৃত্যু[সম্পাদনা]
- ১৬০৪ - হামিদা বানু বেগম, মোগল সম্রাজ্ঞী। (জঃ ১৫২৭)
- ১৯৬০ - হাজ্জা মাজালি, জর্ডানের প্রধানমন্ত্রী।
- ১৯৬৬ - সাইয়েদ কুতুব, একজন মিশরীয় ইসলামী চিন্তাবিদ এবং বিপ্লবী রাজনৈতিক সংগঠক।
- ১৯৭৬ - (১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) কাজী নজরুল ইসলাম, বাঙালি লেখক, সাহিত্যিক, বিদ্রোহী কবি ও বাংলাদেশের জাতীয় কবি।[১] (জ.২৫ মে ১৮৯৯;১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ)
- ১৯৮২ - ইনগ্রিড বার্গম্যান, সুইডিশ চলচ্চিত্রাভিনেত্রী।
- ১৯৯৪ - তুষারকান্তি ঘোষ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি সাংবাদিক।(জ.১৮৯৮)
- ১৯৯৭ - কংসারী হালদার, পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলার তেভাগা আন্দোলনের খ্যাতনামা নেতা ও এক রাজনৈতিক ব্যক্তিত্ব। (জ.২৬/০৯/১৯১০)
- ১৯৯৯ - মোহনানন্দ ব্রহ্মচারী, ভারতীয় বাঙালি ধর্মগুরু ও যোগী পুরুষ। (জ.১৯০৪)
- ২০২১ - বুদ্ধদেব গুহ, প্রখ্যাত বাঙালি সাহিত্যিক। (জ. ২৯/০৬/১৯৩৬)
ছুটি ও অন্যান্য[সম্পাদনা]
- জাতীয় ক্রীড়া দিবস (ভারত)
- মিশরীয় বর্ষপঞ্জিকা: প্রথম দিন থথ।
- পারমাণবিক পরীক্ষা বিরোধী আন্তর্জাতিক দিবস ৷
- খনি শ্রমিক দিবস (ইউক্রেন)
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ সংসদ বাঙালি চরিতাভিধান, সম্পাদনাঃ সুবোধচন্দ্র সেনগুপ্ত এবং অঞ্জলি বসু, ১ম খণ্ড, সংশোধিত পঞ্চম সংস্করণ, সাহিত্য সংসদ, ২০১০, কলকাতা
বহিঃসংযোগ[সম্পাদনা]

উইকিমিডিয়া কমন্সে ২৯ আগস্ট সংক্রান্ত মিডিয়া রয়েছে।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |