দাদাভাই নওরোজি
মাননীয় দাদাভাই নওরোজি | |
---|---|
![]() দাদাভাই নওরোজি, ১৮৯২ | |
ফিন্সবারি কেন্দ্রীয় আসনের যুক্তরাজ্য সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ১৮৯২ – ১৮৯৫ | |
পূর্বসূরী | ফ্রেডরিক থমাস পেন্টন |
উত্তরসূরী | উইলিয়াম ফ্রেডরিক বার্টন মেসি-মেইনওয়ারিং |
সংখ্যাগরিষ্ঠ | ৩ |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | বোম্বে, ব্রিটিশ ভারত | ৪ সেপ্টেম্বর ১৮২৫
মৃত্যু | ৩০ জুন ১৯১৭ ভারসভা, ব্রিটিশ ভারত | (বয়স ৯১)
রাজনৈতিক দল | লিবারেল |
অন্যান্য রাজনৈতিক দল | ভারতীয় জাতীয় কংগ্রেস |
দাম্পত্য সঙ্গী | গুলবাই |
জীবিকা | শিক্ষায়তনিক, রাজনৈতিক নেতা, সংসদ সদস্য, তুলা ব্যবসায়ী |
কমিটি | বম্বে আইন পরিষদ |
ধর্ম | জরথুস্ট্রবাদ |
দাদাভাই নওরোজি (সেপ্টেম্বর ৪১৮২৫ - জুন ৩০,১৯১৭) ভারত উপমহাদেশের একজন প্রথম সারির রাজনীতিবিদ। ভারতীয়দের মধ্যে তিনিই প্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য।
জন্ম[সম্পাদনা]
১৮২৩ সালে, বোম্বাই শহরের এক পার্সি পুরোহিত পরিবারে, জন্মগ্রহণ করেন।যদিও তাদের পরিবার সাধারণ ভাবে গুজরাটি ভাষাতেই কথা বলতেন।
কর্মজীবন[সম্পাদনা]
১৮৫৫ সালে তিনি ইংল্যান্ডে যান এবং পরবর্তী বছর ইউনিভার্সিটি কলেজ অব লন্ডনে গুজরাটি ভাষা বিভাগের অধ্যাপক পদে নিযুক্ত হন।
রাজনৈতিক জীবন[সম্পাদনা]
লন্ডনের প্রবাস জীবনেই তিনি রাজনীতির সাথে গভীরভাবে জড়িয়ে পড়েন। ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় ভারতীয়দের অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে তিনি আন্দোলন শুরু করেন এবং ভারতবর্ষের সমস্যাদি ইংরেজদের সামনে তুলে ধরার অভিপ্রায় থেকে অন্যান্যের সহযোগিতায় গড়ে তুলেন লন্ডন ইন্ডিয়ান সোসাইটি। ১৮৬৯ সালে তিনি স্বদেশে ফিরে আসেন। দাদাভাই নওরোজি ১৮৮৫ সালে বোম্বাই শহরে অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের সর্বপ্রথম অধিবেশনে যোগ দেন। পরে তিনি ইংল্যান্ডে যান এবং ১৮৯২ সালের নির্বাচনে মধ্য-ফিন্সবেরি এলাকা থেকে উদারনৈতিক দলের সদস্য হিসেবে পার্লামেন্টে নির্বাচিত হন। ১৯০৬ সালে কংগ্রেসের কলিকাতা অধিবেশনে দাদাভাই দলের সভাপতি নির্বাচিত হন এবং এই অধিবেশনেই তিনি ভারতের স্বায়ত্তশাসনের দাবি প্রথম উত্থাপন করেন।[১]
সাহিত্যকর্ম[সম্পাদনা]
তার রচিত বিখ্যাত গ্রন্থ পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া।
মৃত্যু[সম্পাদনা]
১৯১৭ সালে।
বহিঃসংযোগ[সম্পাদনা]
- "Dr. Dadabhai Naoroji, 'The Grand Old Man of India'", Vohuman.org - Presents a complete chronology of Naoroji's life.
- B. Shantanu, "Drain of Wealth during British Raj", iVarta.com, February 06, 2006 (on line).
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ চৌধুরী, প্রমথ। নানা চর্চা। পৃষ্ঠা ২৫৫।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |