এভা গ্রিন
এভা গ্রিন | |
---|---|
![]() ২০০৭ সালের ফেব্রুয়ারিতে বাফটা পুরস্কারের গ্রহণের জন্য লন্ডনে এভা গ্রিন | |
জন্ম | এভা গেলা গ্রিন |
জাতীয়তা | ফরাসি ও ইংরেজ |
পেশা | অভিনেত্রী, মডেল |
কর্মজীবন | ২০০৩–বর্তমান |
এভা গ্রিন (ফরাসি: Eva Gaëlle Green) (জন্ম: ৫ই জুলাই, ১৯৮০) একজন ফরাসি চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল। তার জন্ম ও বেড়ে ওঠা প্যারিসে, বর্তমানে কখনও কখনও লন্ডনেও থাকেন। ভগ ম্যাগাজিন তাকে "killer looks, intelligence and modesty"-এর জন্য প্রশংসা করেছে আর দি ইন্ডিপেন্ডিন্ট ম্যাগাজিন তাকে "gothic, quirky, and sexy" হিসেবে বর্ণনা করেছে। তিনি অভিনেত্রী Marlène Jobert এর কন্যা।
গ্রিনের প্রথম সিনেমা দ্য ড্রিমার্স। ছবিটিতে প্রচুর নগ্ন দৃশ্য থাকার কারণে তিনি বিতর্কিত হয়ে পড়েন। পরে ২০০৬ সালে কিংডম অফ হ্যাভেন-এ অভিনয় করে প্রশংসা কুড়ান। ২০০৬ সালের জেমস বন্ড সিনেমা ক্যাসিনো রয়্যাল-এ বন্ড গার্ল ছিলেন গ্রিন। এই চরিত্রের জন্য তিনি বাফটা পুরস্কার অর্জন করেন। পরবর্তীতে অনেক ইন্ডিপেন্ডেন্ট ছবিতেও কাজ করেছেন তিনি।
চলচ্চিত্র তালিকা
[সম্পাদনা]বছর | চলচ্চিত্র | চরিত্র | টীকা ও পুরস্কার |
---|---|---|---|
২০০৩ | দ্য ড্রিমার্স | ইসাবেল | মনোনীত – ইউরোপিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডস – সেরা অভিনেত্রী |
২০০৪ | অর্সিন লুপিন | ক্লারিসা দ্য দ্যুরে-সুবিসে | |
২০০৫ | কিংডম অফ হ্যাভেন | সিবিলা | |
২০০৬ | ক্যাসিনো রয়্যাল | ভেসপার লিন্ড | বিজয়ী - বাফটা রেইজিং স্টার অ্যাওয়ার্ড বিজয়ী - এম্পায়ার অ্যাওয়ার্ড – বেস্ট ফিমেল নিউকামার মনোনীত - স্যাটার্ন পুরস্কার – সেরা পার্শ্ব অভিনেত্রী |
২০০৭ | দ্য গোল্ডেন কম্পাস | সেরাফিনা পেকালা | |
২০০৯ | ফ্র্যাংকলিন | এমিলিয়া/স্যালি | |
ক্র্যাক্স | মিস জি | ||
২০১০ | ওম্ব | রেবেকা | কাজ চলছে |
দ্য লাস্ট ওয়ার্ড | কাজ চলছে |
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]প্রচুর নগ্ন দৃশ্য ও যৌনতা পূর্ণ চরিত্রে অভিনয় করেন কেন, এ প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে এভা নিজেকে বাস্তব জীবনে খুবই লাজুক একজন মানুষ বলে পরিচয় দিয়ে বলেন, "আমি যে ঠিক কেন এই কাজ করি জানি না। আমার থেরাপি নেওয়া দরকার!"[১] কোন চরিত্রের জন্য নগ্ন হওয়া আসলেই প্রয়োজন সেই সিদ্ধান্ত তিনি কীভাবে নেন জানতে চাইলে এভা আরো বলেন, "অবশ্যই এমন কখনো হয় না যে কোন একটা চলচ্চিত্র করার আগে আমি আগে থেকেই মনস্থির করে রাখি, 'এই তো, এইবার নিজের স্তন দুটি দেখাবই আমি!' এসব দৃশ্য করার সময় নিজেকে খুবই নাজুক মনে হয় আমার। আমার মনে আছে, আমার প্রথম চলচ্চিত্রের সময়ও সবাই আমার নগ্নতা নিয়েই কথা বলেছিল।"[২] এই প্রসঙ্গে আরেকটি সাক্ষাৎকারে এভা আরো বলেন, "নগ্নতা নিয়ে আমেরিকায় এত হট্টগোল কেন হয় আমি বুঝি না। আপনি চলচ্চিত্রে সহিংসতা ও আগ্নেয়াস্ত্র এত খোলামেলাভাবে দেখাতে পারছেন, অথচ স্তন দেখানো নিয়ে এত অভিযোগ? স্তন দিয়ে কি কখনো কাউকে খুন করা সম্ভব?" [৩]
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে Eva Green (ইংরেজি)
- ↑ W Magazine (২০১৬-০৬-২৭)। "Eva Green Talks Nudity, Her Twin Sister, and Her Crush on Jack Nicholson | W Magazine"।
- ↑ Ehrbar, Ned (২০১৪-০৩-০৩)। "Interview: New '300' star Eva Green doesn't always want to show her boobs – Metro US"। www.metro.us (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৫-০২-০৭।
- ↑ Waugh, Heather (২০১৪-০৮-০৬)। "Eva Green swamps her figure in dark layers after Jimmy Kimmel show"। Mail Online। সংগ্রহের তারিখ ২০২৫-০২-০৭।