উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
৫ জানুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের পঞ্চম দিন। বছর শেষ হতে আরো ৩৬০ (অধিবর্ষে ৩৬১) দিন বাকি রয়েছে।
- ৬০৩ - ইরান ও রোম সম্রাজ্যের মধ্যে ২৪ বছরব্যাপী যুদ্ধ শুরু হয়।
- ১৫০০ - ডিউক লুদভিক সোফারজ ইতালির দ্বিতীয় বৃহত্তম শহর এবং লাম্বারদিয়া অঞ্চলের রাজধানী ও প্রধান শহর মিলান জয় করেন।
- ১৫৫৪ - নেদারল্যান্ডের আইন্দহোভেনে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত।
- ১৬৬৫ - প্যারিসে পৃথিবীর প্রথম সাময়িক প্রকাশিত হয়।
- ১৬৯১ - ইউরোপে সর্বপ্রথম কাগুজে মুদ্রা ছাপানো হয়
- ১৭৫৯ - আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন মার্থা কসটিসকে বিবাহ করেন।
- ১৭৮১ - আমেরিকার স্বাধীনতা যুদ্ধ: ক্যাপ্টেন বেনেডিক্ট আরনল্ডের নেতৃত্বে ভার্জিনিয়ার রিচমন্ড বন্দর জ্বালিয়ে দেয় ব্রিটিশ নৌ-বাহিনী।
- ১৭৮২ - আমেরিকার গৃহযুদ্ধ: ফ্রান্সের সেনাবাহিনী কর্তৃক ব্রিটিশ সেনানিবাস ব্রিমস্টনের সেন্ট কিটস অবরোধ।
- ১৮০৯ - ওসমানীয় ও ব্রিটিশ সরকারের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়।
- ১৮৫৪ - সান ফ্রান্সিসকোতে স্টিমার বিস্ফোরণে ৩০০ মানুষ নিহত।
- ১৮৬৭ - জোড়াসাঁকো ঠাকুরবাড়ীতে জোড়াসাঁকো থিয়েটার এর উদ্বোধন করা হয়।
- ১৮৯৬ - অস্ট্রিয়ান সংবাদপত্র উইলিয়াম রনজেনের আবিষ্কৃত নতুন ধরনের রশ্মি নিয়ে সংবাদ প্রকাশ করে, যা পরে এক্স-রে হিসাবে পরিচিত হয়।
- ১৯০০ - আইরিশ নেতা জন রেডমন্ড ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেন।
- ১৯০২ - গওহর জানের কণ্ঠের গান দিয়ে ভারতের কলকাতায় প্রথম গ্রামোফোন কোম্পানি রেকর্ড করে।
- ১৯০৯ - কলম্বিয়া পানামাকে স্বাধীন ঘোষণা করে।
- ১৯১৫ - প্রথম বিশ্ব যুদ্ধে তুর্কি বাহিনী ককেশাসে পরাজয় বরণ করে।
- ১৯১৮ - জার্মান ওয়ার্কার পিস গঠিত হয় যা পরে নাৎসি পার্টি হিসাবে পরিচিত হয়।
- ১৯১৯ - জার্মানিতে ন্যাশনাল সোশালিস্ট পার্টি গঠিত হয়।
- ১৯২২ -কাজী নজরুল ইসলামএর বিখ্যাত বিদ্রোহী কবিতা প্রকাশিত হয়।
- ১৯২৯ - দক্ষিণ স্লাভিয়াতে রাজা আলেকজান্ডারের অভ্যুত্থান।
- ১৯৩৩ - গোল্ডেন গেট ব্রিজের কাজ শুরু হয়।
- ১৯৩৪ - কলকাতার ইডেন গার্ডেনে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট ক্রিকেট শুরু হয়।
- ১৯৩৪ - কলকাতায় ভয়াবহ হিন্দু-মুসলমান দাঙ্গা বাঁধে।
- ১৯৪২ - ৫৫টি জার্মান ট্যাংক উত্তর আফ্রিকায় পৌঁছায়।
- ১৯৫০ - ইলা মিত্রের নেতৃত্বে নাচোলে কৃষক বিদ্রোহের সূচনা হয়।
- ১৯৬৯ - পাকিস্তানে আইয়ুব-বিরোধী আন্দোলনের উদ্দেশ্যে ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করা হয়।
- ১৯৭১ - প্রথম ওয়ানডে ক্রিকেট ম্যাচ মেলবোর্নে অনুষ্ঠিত। এতে অংশ গ্রহণ করে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।
- ১৯৯৬ - ফিলিস্তিনি স্বাধীনতা আন্দোলনের যোদ্ধা হামাস কর্মী ইয়াহিয়া আয়াস ইসরায়েলি বোমা হামলায় নিহত হন।
- ১৯৯৬ - জাপানের প্রধানমন্ত্রী তোমিচ মুরায়ামার পদত্যাগ করেন।
- ২০০০ – শ্রীলংকায় গৃহযুদ্ধ বাঁধে। কলম্বোয় তামিল টাইগার নেতা কুমার পুনামবালাম পুলিশের গুলিতে নিহত হন।
- ২০১৪ - বাংলাদেশের ১০ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
- ১২২৯ - রোমান সম্রাট রিচার্ড।
- ১৫৯২ - শাহজাহান, মুঘল সম্রাট।
- ১৮৪৬ - রুডলফ অইকেন, নোবেলজয়ী জার্মান সাহিত্যিক।
- ১৮৫৫ - কিং জিলেট, সেফটি ব্লেডের আবিষ্কারক।
- ১৮৮০ - বারীন্দ্রকুমার ঘোষ ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিযুগের বিপ্লবী। (মৃ.১৮/০৪/১৯৫৯)
- ১৮৮৫ - হামবার্ট উলফ, ইতালিয় বংশোদ্ভূত ইংরেজ কবি।
- ১৮৯৮ - কবি ও লোকশিল্পী আব্দুল মজিদ তালুকদার।
- ১৯০০ - বিশিষ্ট শিক্ষাবিদ, ক্রীড়াবিদ, সাহিত্যিক ও সমাজসেবী মাখনলাল রায়চৌধুরী। (মৃ.২৮/০৬/১৯৬২)
- ১৯২৮ - জুলফিকার আলী ভুট্টো, পাকিস্তানি প্রধানমন্ত্রী।
- ১৯৩১ - রবার্ট ডুভল - মার্কিন অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা।
- ১৯৩৭ - আবদুল মোনেম, বাংলাদেশি শিল্পপতি ও ব্যবসায়ী। (মৃ. ২০২০)
- ১৯৩৮ - সুকুমার বড়ুয়া, বাংলাদেশি ছড়াকার।
- ১৯৪০ - ফখরুজ্জামান চৌধুরী, লেখক ও অনুবাদক।
- ১৯৪৬ - ডায়ান কিটন - মার্কিন অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক।
- ১৯৫৫ - মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী।
- ১৯৬৯ - মারিলিন ম্যানসন, মার্কিন গায়ক।
ছুটি ও অন্যান্য[সম্পাদনা]
- গণতন্ত্র বিজয় দিবস (বাংলাদেশ আওয়ামী লীগ),
- গণতন্ত্র হত্যা দিবস (বাংলাদেশ জাতীয়তাবাদী দল),
- জাতীয় পাখি দিবস (যুক্তরাষ্ট্র),
- সন্তানকে কাজে নিয়ে যাওয়ার দিবস (অস্ট্রেলিয়া),
- তুসিন্দা (সাইবেরিয়া, মন্টিনেগ্রো)