বিষয়বস্তুতে চলুন

২০ জানুয়ারি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

২০ জানুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২০তম দিন। বছর শেষ হতে আরো ৩৪৫ (অধিবর্ষে ৩৪৬) দিন বাকি রয়েছে।

ঘটনাবলী

[সম্পাদনা]
  • ২২৫ - রোমান সম্রাট তৃতীয় গরডিয়ান জন্মগ্রহণ করেন।
  • ১০২৯ - সেলজুক সাম্রাজ্যের দ্বিতীয় সুলতান ও সেলজুক এর প্রপৌত্র আল্প আরসালান (আসল নাম মুহাম্মদ বিন দাউদ চাঘরাই) জন্মগ্রহণ করেন।
  • ১৫৭৩ - জার্মান জ্যোতির্বিজ্ঞানী ও অধ্যাপক সাইমন মারিউস জন্মগ্রহণ করেন।
  • ১৮৭৩ - ইয়োহানেস ভিলহেল্ম ইয়েনসেন, ডেনীয় ঔপন্যাসিক, কবি এবং প্রাবন্ধিক
  • ১৯০২ - বিপ্লবী তুর্কী কবি নাজিম হিকমত জন্মগ্রহণ করেন।
  • ১৯২০ - ইতালীর প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ফেডেরিকো ফেনিনি জন্মগ্রহণ করেন।
  • ১৯২১ -
    • স্বনামধন্য বাঙালি চিন্তাবিদ, শিক্ষাবিদ, দার্শনিক, এবং সাহিত্য সমালোচক শিবনারায়ণ রায়। (মৃ.২০০৮)
    • স্প্যানিশ ফুটবলার টেলমো জারা জন্মগ্রহণ করেন।
  • ১৯২৭ - লেখক আবদুস সাত্তার জন্মগ্রহণ করেন।
  • ১৯৩১ - নোবেল বিজয়ী আমেরিকান পদার্থবিদ ডেভিড মরিস লী জন্মগ্রহণ করেন।

মৃত্যু

[সম্পাদনা]
  • ৮২০ - শাফেঈ মাযহাবের প্রতিষ্ঠাতা হযরত ইমাম শাফেঈ (রহ.) মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন ফিলিস্তিনি পণ্ডিত ও আইনজ্ঞ।
  • ০৮৪২ - বাইজেন্টাইন সম্রাট থিওফিলাস মৃত্যুবরণ করেন।
  • ১৯০০ - ব্রিটেনের বিখ্যাত লেখক, কবি, সাহিত্য সমালোচক ও শিল্পী জন রাসকিন মৃত্যুবরণ করেন।
  • ১৯০১ - বেলজিয়ামের বিশিষ্ট আবিষ্কারক ও পদার্থবিজ্ঞানী জেনোবে গ্রাম ৭৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
  • ১৯০৪ - সূর্যকুমার সর্বাধিকারী, প্রখ্যাত চিকিৎসক ও ফ্যাকাল্টি অব মেডিসিনের প্রথম ভারতীয় ডিন ও মানবতাবাদী ব্যক্তিত্ব ।
  • ১৯৫৪ - ইংরেজ ক্রিকেটার ফ্রেড রুট মৃত্যুবরণ করেন।
  • ১৯৬৯ - আমানুল্লাহ আসাদুজ্জামান, তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান: বাংলাদেশ) একজন শহীদ ছাত্রনেতা।
  • ১৯৭৯ - ডেনিশ গায়ক ও গীতিকার গুস্টাভ ওয়িনক্লের মৃত্যুবরণ করেন।
  • ১৯৮৪ - বিশ্বের সেরা সাঁতারু ও টারজান চরিত্রাভিনেতা জনি ওয়েসমুলার মৃত্যুবরণ করেন।
  • ১৯৮৮ -
    • পশতুন বংশোদ্ভূত ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রবাদপুরুষ সীমান্ত গান্ধী (আব্দুল গাফফার খান) মৃত্যুবরণ করেন।(জ.১৮৯০)
    • গ্রিক লেখক ডরা স্ট্রাটউ মৃত্যুবরণ করেন।
  • ১৯৮৯ - ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী অনুশীলন সমিতির সভ্য, 'অনুশীলন সমিতির ইতিহাস' রচয়িতা জীবনতারা হালদার প্রয়াত হন।(জ.১৮/০৭/১৮৯৩)
  • ১৯৯৩ - অড্রে হেপবার্ন, খ্যাতিমান মার্কিন অভিনেত্রী।(জ.০৪/০৫/১৯২৯)
  • ১৯৯৪ - স্যার আলেক্সান্ডার ম্যাথিউ বাজবি, একজন স্কটিশ ফুটবল খেলোয়াড় ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ম্যানেজার।

২০১২ - কাজল কুমার গুপ্ত, বিশিষ্ট সমাজসেবী, সরকারি কর্মচারী।

  • ২০১৩ - জাপানি কবি টয় শিবাটা মৃত্যুবরণ করেন।
  • ২০২১ - বাংলাদেশের প্রথম নারী প্রকৌশলী খালেদা শাহারিয়ার কবির।

বহিঃসংযোগ

[সম্পাদনা]