বিষয়বস্তুতে চলুন

৩০ জানুয়ারি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১০ ১১
১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮
১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫
২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১  

৩০ জানুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩০তম দিন। বছর শেষ হতে আরো ৩৩৫ (অধিবর্ষে ৩৩৬) দিন বাকি রয়েছে।

ঘটনাবলী

[সম্পাদনা]
  • ১৬৪১ - মালাবির মালাক্কা ছেড়ে দিতে ডাচদের কাছে পর্তুগিজরা আত্মসমর্পণ করে।
  • ১৬৪৮ - মুয়েন্সতারে স্পেন ও নেদারল্যান্ডসের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
  • ১৬৪৯ - কমনওলেথ অব ইংল্যান্ড প্রতিষ্ঠিত হয়।
  • ১৬৪৯ - ইংল্যান্ডের রাজা প্রথম চার্লসের শিরোচ্ছেদ করা হয়।
  • ১৮৪০ - চীনের সম্রাট ব্রিটেনের সাথে সব ধরনের বাণিজ্য নিষিদ্ধ ঘোষণা করেন।
  • ১৮৮২ - করেছিলেন ফ্রাংক্‌লিন ডেলানো রুজ্‌ভেল্ট, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৩২তম রাষ্ট্রপতি।
  • ১৮৮৯ - ভিয়েনার যুবরাজ রুডলফ ও তার ১৮ বছরের প্রেয়সী আত্মহত্যা করে।
  • ১৮৯৯ - করেছিলেন ম্যাক্স টেইলের, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী দক্ষিণ আফ্রিকান ভাইরাসবিদ।
  • ১৯০২ - চীন ও কোরিয়ার স্বাধীনতার জন্য জাপানের সাথে ব্রিটেনের চুক্তি স্বাক্ষরিত হয়।
  • ১৯০৩ - আজকের দিনে লর্ড কার্জনের প্রচেষ্টায় মেটকাফ হলে ক্যালকাটা পাবলিক লাইব্রেরি ও ইম্পিরিয়াল লাইব্রেরিকে সংযুক্ত করে জনসাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়। সংযুক্ত লাইব্রেরিটি ইম্পিরিয়াল লাইব্রেরি নামেই পরিচিত হয়।এটিই বর্তমানের জাতীয় গ্রন্থাগার।
  • ১৯৩৩ - জার্মানীর চ্যান্সেলর হিসেবে এডলফ হিটলারের আরোহণ।
  • ১৯৪৮ - ভারতের জাতীর জনক মোহনদাস করমচাঁদ গান্ধী প্রার্থনাসভায় যাবার সময় এক আততায়ী নাথুরাম গডসের গুলিতে মৃত্যুবরণ করেন।
  • ১৯৬৪ - র‌্যাঞ্জার প্রোগ্রামের অংশ হিসেবে র‌্যাঞ্জার ৬ উৎক্ষেপণ।
  • ১৯৬৪ - দ: ভিয়েতনামের জেনারেল নগুয়েন খানের সাইগনে সেনা অভ্যুনত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন।
  • ১৯৭২ - সাহিত্যিক ও চলচ্চিত্রকার জহির রায়হান নিরুদ্দেশ হন।
  • ১৯৭২ - কমনওয়েলথ থেকে পাকিস্তানের নাম প্রত্যাহার।
  • ১৯৭২ - ন্যাপ, কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের সম্মিলিত গেরিলা বাহিনীর অস্ত্র সমর্পণ করে।
  • ১৯৮২ - ৪০০ লাইন দীর্ঘ ১ম কম্পিউটার ভাইরাস কোড এল্ক ক্লোনার লিখেন রিচার্ড স্ক্রেন্টা। এটি এ্যাপল কম্পিউটারের বুট প্রোগ্রাম ধ্বংস করে দেয়।
  • ১৯৮৯ - আফগানিস্তানের কাবুলে আমেরিকার দূতাবাস বন্ধের ঘোষণা।
  • ১৯৯০ - চেকোশ্লোভাকিয়ার পার্লামেন্টে ৪ দশক পর কমিউনিস্ট পার্টি তাদের সংখ্যাগরিষ্ঠতা হারায়।
  • ১৯৯৪ - পিটার লেকো সর্বকনিষ্ঠ গ্রাণ্ডমাস্টারের মর্যাদা পান।
  • ২০০০ -

মৃত্যু

[সম্পাদনা]
  • ১৭৮৮ - রোমে ব্রিটিশ রাজত্বের তরুণ উত্তরাধিকারী চার্লস এডওয়ার্ড স্টুয়ার্ন।
  • ১৯২৮ - নোবেল পুরস্কার বিজয়ী ডেনিশ চিকিৎসক জোহানেস ফিবিগের।
  • ১৯৪৮ - মহাত্মা গান্ধী, ভারতীয় স্বাধীনতা আন্দোলনের গুরূত্বপূর্ণ নেতা, গুলি। (জ.০২/১০/১৮৬৯)
  • ১৯৬০ - উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় বাঙালি সাহিত্যিক ও সম্পাদক।(জ.১২/১০/১৮৮১)
  • ১৯৬৩ - ফরাসি সুরকার ফ্রান্সিস পউলেঞ্চ।
  • ১৯৬৮ - প্রখ্যাত ভারতীয় কবি প্রাবন্ধিক ও নাট্যকার পণ্ডিত মাখনলাল চতুর্বেদী। (জন্ম ০৪/০৪/১৮৮৯)
  • ১৯৬৯ - নোবেল পুরস্কার বিজয়ী বেলজিয়ান ভিক্ষু ডমিনিক পিরে।
  • ১৯৭২ - জহির রায়হান, প্রখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক, এবং গল্পকার।
  • ১৯৭৫ - শিশু সাহিত্যিক মোহাম্মদ নাসির আলী।
  • ১৯৯১ - নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ জন বারডিন।
  • ২০০৫ - সুসান ব্র্যাডশ, ব্রিটিশ পিয়ানোবাদক (জ. ১৯৩১)
  • ২০০৬ - সত্য বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের রঙ্গমঞ্চ ও চলচ্চিত্র জগতের বিশিষ্ট অভিনেতা। (জ.১৯৩৩)
  • ২০১৩ - বেলজিয়ান চিত্রশিল্পী রজার রাভীল।
  • ২০১৪ - কানাডিয়ান অভিনেতা ক্যাম্পবেল লেন।

ছুটি ও অন্যান্য

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]