বিষয়বস্তুতে চলুন

২৫ ফেব্রুয়ারি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯

২৫ ফেব্রুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৫৬তম দিন। বছর শেষ হতে আরো ৩০৯ (অধিবর্ষে ৩১০) দিন বাকি রয়েছে।

ঘটনাবলী

[সম্পাদনা]
  • ১৩৮ - রোমান সম্রাট হাড্রিয়ান আন্তোনিউস পাইউসকে দত্তক নেন।
  • ৬২৮ - দ্বিতীয় খসরু তার পুত্র দ্বিতীয় কাভাদ কর্তৃক ক্ষমতাচ্যুত হন।
  • ১৫৮৬ - সম্রাট আকবরের সভাকবি বীরবল নিহত হন।
  • ১৭৫৩ - বৃটিশ চিকিৎসক রিচার্ড হকিস্টি এস্কোরবেট রোগ নিরাময়ের উপায় আবিষ্কার করেন।
  • ১৭৭৪ - ক্রিকেট খেলার আইন-কানুন সূত্রবদ্ধ হয়।
  • ১৮৩৬ - স্যামুয়েল কোল্ট কোল্ট রিভলবারের প্যাটেন্ট পান।
  • ১৮৪৭ - স্টেট ইউনিভার্সিটি অব আইওয়া প্রতিষ্ঠিত হয়।
  • ১৮৬২ - মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম কাগজের মুদ্রা চালু হয়।
  • ১৯০৮ - হাডসন নদীর নিচ দিয়ে প্রথম টানেল খুলে দেওয়া হয়।
  • ১৯১৬ - প্রথম বিশ্বযুদ্ধ: জার্মানরা ফ্রান্সের ফর দুয়ামোঁ নামক দুর্গ দখল করে নেয়।
  • ১৯২৬ - ফ্রান্সিসকো ফ্রাঙ্কো ফ্রান্সের জেনারেল মনোনীত হন।
  • ১৯৩২ - অ্যাডলফ হিটলার জার্মান নাগরিকত্ব লাভ করেন।
  • ১৯৩৩ - জাপান লীগ অফ নেশনস্ পরিত্যাগ করে।
  • ১৯৩৮ - লর্ড হ্যালিফ্যাঙ্ ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী হন।
  • ১৯৪৫ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ: তুরস্ক জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
  • ১৯৪৫ - মার্কিন বিমান টোকিও আক্রমণ করে।
  • ১৯৫৪ - সিরিয়ায় প্রেসিডেন্ট আদিব আল শিশাকলির স্বৈরাচারি সরকারের বিরুদ্ধে গণ-বিদ্রোহ শুরু হয়।
  • ১৯৫৪ - জামাল আবদেল নাসের মিশরের প্রধানমন্ত্রী হন।
  • ১৯৭২ - প্রথম অনারব মুসলিম দেশ দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় মালয়েশিয়াইন্দোনেশিয়া
  • ১৯৭৭ - কুমিল্লার ময়নামতিতে ১৩শ’ বছর আগের স্বর্ণমুদ্রার সন্ধান পাওয়া যায়।
  • ১৯৮৬ - ফিলিপাইনের স্বৈরাচারি শাসক ও ‘আজীবন প্রেসিডেন্ট’ ফার্ডিনান্ড মার্কোস সপরিবারে দেশ থেকে পালিয়ে যান।
  • ১৯৮৬ - কোরাজন অ্যাকুইনো ফিলিপাইনের রাষ্ট্রপতি নির্বাচিত হন।
  • ১৯৯১ - মার্কিন নেতৃত্বাধীন মিত্র বাহিনীর হাতে ২০ হাজার ইরাকি সেনা বন্দী হয়।
  • ১৯৯১ - ন্যাটো জোটের প্রতিদ্বন্দ্বি ওয়ারশো জোটের দেশগুলো এই সামরিক জোটকে বিলুপ্ত ঘোষণা করেন।
  • ১৯৯১ - উপসাগরীয় যুদ্ধ: ইরাকি স্কাড ক্ষেপণাস্ত্র সৌদি আরবের দাহরানে মার্কিন সামরিক ঘাটিতে আঘাত করে ফলে ২৮জন মার্কিন সেনা নিহত হয়।
  • ১৯৯৪ - হেবরন মসজিদ হত্যাকাণ্ড: পশ্চিম তীরের হেবরন শহরে ইব্রাহিমী মসজিদে গোলাগুলির ঘটনায় ২৯জন ফিলিস্তিনি নিহত ও ১২৫জন আহত হয়।
  • ১৯৯৪ - অধিকৃত ফিলিস্তিনের আলখলিল শহরে হযরত ইব্রাহীম (আঃ)’র মাজারে একজন উগ্র ইহুদিবাদী নামাজরত রোজাদারদের ওপর গুলি চালালে ২৯ জন শহীদ এবং আরো অনেক ফিলিস্তিনী আহত হয়।
  • ২০০৯ - ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহ সংঘটিত হয়।
  • ২০০৪ আবু সাঈদ
  • ১৬৪৩ - উসমানীয় সুলতান দ্বিতীয় আহমেদ (মৃত্যু ১৬৯৫)
  • ১৬৪৪ - টমাস নিউকমেন, ইংরেজ আবিষ্কারক (মৃত্যু ১৭২৯)
  • ১৭৭৮ - হোজে দে সান মার্টিন, আর্জেন্টাইন জেনারেল এবং পেরুর প্রথম রাষ্ট্রপতি। (মৃত্যু ১৮৫০)
  • ১৮৪১ - ফরাসি চিত্রশিল্পী ও ভাস্কর পিয়ের-অগ্যুস্ত রেনোয়া জন্মগ্রহণ করেন।
  • ১৮৪২ - জার্মান লেখক কবি ও নাট্যকার কার্ল মে জন্মগ্রহণ করেন।
  • ১৮৫৫ - অস্ট্রেলীয় ক্রিকেটার জর্জ জন বোনর জন্মগ্রহণ করেন।
  • ১৮৬৬ - ইতালীয় দার্শনিক ও রাজনীতিবিদ বেনেডেটো ক্রকে জন্মগ্রহণ করেন।
  • ১৮৭৩ - ইতালিয়ান আমেরিকান অভিনেতা এনরিকো কারুসো জন্মগ্রহণ করেন।
  • ১৯০৭ - তুর্কি সাংবাদিক, লেখক ও কবি সাবাহাতিন আলী জন্মগ্রহণ করেন।
  • ১৯১৬ - খ্যাতিমান বাঙালি ভাস্কর শঙ্খ চৌধুরী।(মৃ.২০০৬)
  • ১৯১৭ - ইংরেজ লেখক, কবি, নাট্যকার ও সমালোচক অ্যান্থনি বার্জেস জন্মগ্রহণ করেন।
  • ১৯২৪ - হিউ হাক্সলি, ইংরেজ-মার্কিন জীববিজ্ঞানী (মৃত্যু ২০১৩)
  • ১৯৪৩ - জর্জ হ্যারিসন, বিংশ শতাব্দীর অত্যন্ত প্রতিভাবান একজন জনপ্রিয় গায়ক এবং গিটারবাদক।
  • ১৯৪৮ - ইতালিয়ান লেখক আলডো বুসি জন্মগ্রহণ করেন।
  • ১৯৫৩ - স্পেনীয় শিক্ষাবিদ, রাজনীতিবিদ হোসে মারিয়া আযনার জন্মগ্রহণ করেন।
  • ১৯৫৫ - লিয়ান হানলেই, হলিউড অভিনেত্রী।
  • ১৯৭১ - আমেরিকান অভিনেতা, পরিচালক ও প্রযোজক সেয়ান আস্টিন জন্মগ্রহণ করেন।
  • ১৯৭৪ - লরি ফর্টিয়েই, মার্কিন অভিনেত্রী।
  • ১৯৭৪ - দিব্যা ভারতী, একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।
  • ১৯৮১ - পার্ক জি-সুং, একজন দক্ষিণ কোরীয় ফুটবল খেলোয়াড়।
  • ১৯৮১ - শহীদ কাপুর, বলিউড অভিনেতা।
  • ১৯৮৬ - অলিভার ফেলপস, হ্যারি পটার চলচ্চিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত অভিনেতা।
  • ১৯৮৭ - নাটালি ড্রাইফাস, হলিউড অভিনেত্রী।
  • ১৯৯০ - ব্রাজিলিয়ান ফুটবল খেলোয়াড় জেফারসন আল্ভেস অলিভেইরা জন্মগ্রহণ করেন।
  • ১৯৯৩ - সৌম্য সরকার , একজন বাংলাদেশি , ক্রিকেটার
  • ১৯৯৭ - আমেরিকান অভিনেত্রী ইসাবেল ফুহরমান জন্মগ্রহণ করেন।

মৃত্যু

[সম্পাদনা]
  • ১৪৯৫ - সুলতান জেম, উসমানীয় রাজনীতিবিদ (জন্ম ১৪৫৯)
  • ১৬৩৪ - অস্ট্রীয় সাধারণ ও রাজনীতিবিদ আলব্রেশট ভন ওয়ালেন্সটেইন মৃত্যুবরণ করেন।
  • ১৭১৩ - প্রুশিয়ার রাজা প্রথম ফ্রেডরিক মৃত্যুবরণ করেন।
  • ১৭২৩ - ইংরেজ স্থপতি ক্রিস্টোফার রেন মৃত্যুবরণ করেন।
  • ১৮৬৪ - মাকির্ন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি উইলিয়াম হেনরী হ্যারিসনের সহধর্মনী ও মার্কিন রাষ্ট্রপতি বেনজামিন হ্যারিসনের নানী অ্যানা হ্যারিসন মৃত্যুবরণ করেন।
  • ১৮৬৬ - ইতালীয় দার্শনিক বেনোদেত্তো ক্রোচে মৃত্যুবরণ করেন।
  • ১৮৭৪ - ভারতীয় বাঙালি বিচারপতি দ্বারকানাথ মিত্র প্রয়াত হন।(জ.১৮৩৩)
  • ১৮৯৯ - রয়টার সংবাদ সংস্থার জনক পল রয়টার মৃত্যুবরণ করেন। (জ.১৮১৬)
  • ১৯৫০ - নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান ডাক্তার জর্জ রিচার্ডস মিনট মৃত্যুবরণ করেন।
  • ১৯৫৩ - সের্গে‌ই উইনোগ্রাডস্কি, ইউক্রেনীয়-রুশ অণুজীববিজ্ঞানী ও বাস্তুতন্ত্রবিদ (জন্ম ১৮৫৬)
  • ১৯৫৬ - ইরানের বিখ্যাত শিক্ষাবিদ ও কবি আলী আকবর দেহখোদা মৃত্যুবরণ করেন।
  • ১৯৫৭ - সুনির্মল বসু বাঙালি শিশুসাহিত্যিক ও কবি।(জ.২০/০৭/১৯০২)
  • ১৯৬৫ - ফিলিপ বেবিংটন, ব্রিটিশ বিমান বাহিনীর অফিসার (জন্ম ১৮৯৪)
  • ১৯৬৬ - জেমস ডি. নরিস, মার্কিন ব্যবসায়ী (জন্ম ১৯০৬)
  • ১৯৭১ - নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ রসায়নবিদ থিওডোর সভেডবার্গ মৃত্যুবরণ করেন।
  • ১৯৭৫ - এলাইজা মুহাম্মদ, মার্কিন ধর্মীয় নেতা (জন্ম ১৮৯৭)
  • ১৯৮৩ - নাট্যকার টেনেসি উইলিয়াম মৃত্যুবরণ করেন।
  • ১৯৯৩ - ইরানের প্রখ্যাত আলেম ও ধর্মতত্ত্ববিদ আয়াতুল্লাহ মির্যা হাশেম আমোলী মৃত্যুবরণ করেন।
  • ১৯৯৭ - ক্যাল আব্রামস, মার্কিন বেসবল খেলোয়াড় (জন্ম ১৯২৪)
  • ১৯৯৯ - নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ গ্লেন থিওডোর সিবোর্গ মৃত্যুবরণ করেন।
  • ২০০৩ - ইতালিয়ান অভিনেতা আলবার্তো সরডি মৃত্যুবরণ করেন।
  • ২০০৯ - আমেরিকান লেখক ফিলিপ হোসে ফার্মের মৃত্যুবরণ করেন।
  • ২০১২ - মার্থা‌ স্টুয়ার্ট‌, মার্কিন অভিনেত্রী (জন্ম ১৯২২)
  • ২০১২ - সুইডিশ অভিনেতা ও পরিচালক এরলান্দ জোসেফসন মৃত্যুবরণ করেন।
  • ২০১৪ - স্প্যানিশ গিটার, গীতিকার ও প্রযোজক পাকো ডে লুসিয়া মৃত্যুবরণ করেন।
  • ২০১৫ - ইউজেন ক্লার্ক, মার্কিন জীববিজ্ঞানী (জন্ম ১৯২২)
  • ২০১৫ - টেরি গিল, ইংরেজ-অস্ট্রেলীয় অভিনেতা (জন্ম ১৯৩৯)
  • ২০১৯ - নিখিল সেন, বাংলাদেশের একজন প্রতিথযশা নাট্যকার ও সংস্কৃতিকর্মী (জন্ম ১৯৩১)

ছুটি ও অন্যান্য

[সম্পাদনা]
  • জাতীয় দিবস (কুয়েত),
  • সোভিয়েত দখল দিবস (জর্জিয়া),
  • বিপ্লব দিবস (সুরিনাম)

বহিঃসংযোগ

[সম্পাদনা]