উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২৩ ডিসেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৫৭তম (অধিবর্ষে ৩৫৮তম) দিন। বছর শেষ হতে আরো আট দিন বাকি রয়েছে।
০৯৩০ - পৃথিবীর প্রাচীনতম সংসদ আইনল্যান্ড সংসদ যাত্রা শুরু করে।
১৫৩৬ - জেনেভায় ফ্রান্সের প্রোটেস্টেন্ট ধর্মতত্ত্ব বিশারদ জন কেলভিন সংস্কার আন্দোলন শুরু করেন।
১৭২৪ - রাশিয়া ও তুরস্কের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।
১৭৪৪ - ইংল্যান্ডের প্রধানমন্ত্রী জন কার্টারেট পদত্যাগ করেন।
১৭৫৭ - পলাশীর যুদ্ধে ইংরেজ সেনাপতি রবার্ট কাইভের কাছে সিরাজউদ্দৌলার পরাজয় ঘটলে বাংলায় ইংরেজ শাসনের সূত্রপাত হয়।
১৭৫৭ - ঐতিহাসিক পলাশীর যুদ্ধ শুরু হয়।
১৭৮৩ - অ্যানাপোলিস মেরিল্যান্ড যুক্তরাষ্ট্রের রাজধানী হয়।
১৮৬০ - উমেশচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় সাপ্তাহিক ‘মনোহর’ প্রকাশিত হয়।
১৮৭৩ - ফরাসী সেনারা ভিয়েতনামের রাজধানী হ্যানয় দখল করে নেয়।
১৮৯০ - নেদারল্যান্ড থেকে লুক্সেমবার্গ বিচ্ছিন্ন হয়ে যায়।
১৯১৪ - যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী মেক্সিকো থেকে সরে আসে।
১৯১৬ - প্রথম কার্ল অস্ট্রিয়ার সিংহাসন আরোহণ করেন।
১৯১৮ - বিশ্বভারতীর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর ।
১৯১৯ - দিল্লীতে প্রথম নিখিল ভারত খিলাফত সম্মেলন অনুষ্ঠিত হয়।
১৯২১ - বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ( আনুষ্ঠানিক উদ্বোধন) স্থাপিত হয়।
১৯২২ - রাজদ্রোহের অভিযোগে কবি কাজী নজরুল ইসলাম গ্রেফতার হন এবং সরকার কর্তৃক তার বই নিষিদ্ধ ঘোষণা করা হয়।
১৯২৬ - নাট্যকার শিশিরকুমার ভাদুড়ী নাট্যমন্দির প্রতিষ্ঠা করেন।
১৯৩৪ - সাত সপ্তাহ সীমান্ত যুদ্ধের পর সৌদি আরব ও পরাজিত ইয়েমেনের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৩৬ - লাইফ ম্যাগাজিনের প্রথম সংখ্যা প্রকাশিত হয়।
১৯৩৯ - ফ্রান্স, সিরিয়ার ইসকেনদেরুন বন্দরকে তুরস্কের নিয়ন্ত্রণে ছেড়ে দেওয়া হয়।
১৯৪১ - সোভিয়েত লাল ফৌজ জার্মানির নাৎসি বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ যুদ্ধ শুরু করে।
১৯৪৯ - হার্ভার্ড মেডিক্যাল স্কুল থেকে ১২ নারী গ্র্যাজুয়েশন লাভ করেন।
১৯৪৯ - মওলানা ভাসানীর নেতৃত্বে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়।
১৯৫০ - সুইস পার্লামেন্ট নারীর ভোটাধিকার প্রয়োগের বিরুদ্ধে ভোট দেয়।
১৯৬৪ - ব্রিটেনে সর্বপ্রথম বাণিজ্যিক বেতার কেন্দ্র চালু হয়।
১৯৭৮ - অতীশ দীপঙ্করের দেহভস্ম চীন থেকে ঢাকায় আনা হয়।
১৯৮৫ - টরেন্টো থেকে বোম্বে যাবার পথে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৪৭ আটলান্টিক সাগরে বিধ্বস্ত হয়। এ সময় ৩২৯ যাত্রীর সবাই নিহত হয়।
১৯৮৯ - ১৪ বছর গৃহযুদ্ধের পর আঙ্গোলায় যুদ্ধ বিরতি হয়।
১৯৯৪ - ২০ বছর পর দক্ষিণ আফ্রিকা পুনরায় জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
১৯৯৫ - বসনিয়া শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৯৬ - শেখ হাসিনা প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসে।
১৯৯৮ - পৃথিবীর ১১তম ও বাংলাদেশের সর্ববৃহৎ যমুনা সেতু উদ্বোধন করা হয়।
০০৪৭ - কায়েসারিওন, তিনি ছিলে মিশরের রাজা।
১৫৫৩ - ইতালির চিকিৎসক প্রোসপেরো আলপিনি জন্ম গ্রহণ করেন।
১৬৬৮ - গিয়াম্বাটিস্টা ভিকো, তিনি ছিলেন ইতালীয় আইনজ্ঞ, ঐতিহাসিক ও দার্শনিক।
১৭৬০ - ফ্রাঞ্চইস-নয়েল বাবেউফ, তিনি ছিলেন ফরাসি সাংবাদিক ও সমাজ কর্মী।
১৭৬৩ - জোসেফিন, তিনি ছিলেন ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপোর্টের স্ত্রী।
১৮০৪ - ফ্রাংক্লিন পিয়ের্স, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের চতুর্দশ রাষ্ট্রপতি।
১৮২৪ - কার্ল রেইনেকে, তিনি ছিলেন জার্মান পিয়ানোবাদক ও সুরকার।
১৮৩৭ - ইয়োহানেস ডিডেরিক ফান ডার ভাল্স, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ডাচ পদার্থবিদ ও তাপগতিবিদ্যা বিশারদ।
১৮৪৫ - ভারতীয় রাজনীতিবিদ,আইনজীবী, সমাজকর্মী এবং লোকহিতৈষী রাসবিহারী ঘোষ (মৃ.২৮/০২/১৯২১ )
১৮৬০ - ইয়ালমার ব্রান্তিং, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ সাংবাদিক, রাজনীতিবিদ ও ১৬ তম প্রধানমন্ত্রী।
১৮৮৯ - আনা আখমাতোভা, তিনি ছিলেন ইউক্রেনীয় রাশিয়ান কবি ও লেখক।
১৮৯৪ - অষ্টম এডওয়ার্ড, তিনি ছিলেন যুক্তরাজ্য রাজা।
১৮৯৭ - নীরদচন্দ্র চৌধুরী, তিনি ছিলেন তৎকালীন ব্রিটিশ ভারতের অবিভক্ত বাংলা (বর্তমান বাংলাদেশের) কিশোরগঞ্জ জেলার কটিয়াদী। খ্যাতনামা ও জনপ্রিয় বাঙালি লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
১৯০৭ - রুন রুন শাও, তিনি ছিলেন চীনা বংশোদ্ভূত হংকং ব্যবসায়ী, মানবপ্রেমিক ও শাও ব্রাদার্স স্টুডিও এর প্রতিষ্ঠিাতা।
১৯১২ - অ্যালান টুরিং, ইংরেজ গণিতবিদ, যুক্তিবিদ ও ক্রিপ্টোবিশেষজ্ঞ।
১৯১৬ - লেন হাটন, ইংরেজ ক্রিকেটার।
১৯২০ - সাহেবজাদা ইয়াকুব খান , পূর্ব পাকিস্তানের গভর্নর।
১৯২২ - ম্যানুয়েল ফ্রাগা ইরিবারনে, তিনি ছিলেন স্প্যানিশ রাজনীতিবিদ।
১৯২৫ - সাবেক প্রধানন্ত্রী শাহ আজিজুর রহমান জন্ম গ্রহণ করেন।
১৯২৫ - পিয়ের বেরেগোভোয়া , ফ্রান্সের প্রধানমন্ত্রী ছিলেন।
১৯৩০ - আলতাফ মাহমুদ , বাংলাদেশী সুরকার, সাংস্কৃতিক কর্মী ও স্বাধীনতা যুদ্ধের শহীদ মুক্তিযোদ্ধা।
১৯৩৩ - সম্রাট আকিহিতো , জাপানের সম্রাট ।
১৯৩৫ - ভ্লাদিস্লাভ ভোল্কভ, তিনি ছিলেন রাশিয়ান প্রকৌশলী ও মহাকাশচারী।
১৯৩৬ - সিরাজুল ইসলাম চৌধুরী, বাংলাদেশী লেখক, প্রাবন্ধিক ও শিক্ষক।
১৯৩৭ - মারটি্ আহটিসারি, তিনি নোবেল পুরস্কার বিজয়ী ফিনিশ রাজনীতিবিদ ও ফিনল্যান্ড এর ১০তম প্রেসিডেন্ট।
১৯৪০ - মাইক শ্রিম্পটন, তিনি নিউজিল্যান্ডীয় সাবেক ক্রিকেটার ও কোচ।
১৯৪১ - ফ্রাঙ্কো নিরো, তিনি ইতালিয়ান অভিনেতা ও প্রযোজক।
১৯৪৩ - এলিজাবেথ হার্টম্যান , মার্কিন মঞ্চ ও চলচ্চিত্র অভিনেত্রী। (মৃ. ১৯৮৭ )
১৯৫২ - মুহাম্মদ জাফর ইকবাল , বাংলাদেশী লেখক, পদার্থবিদ ও শিক্ষাবিদ।
১৯৫৫ - লুডোভিকো ইনাউডি, তিনি ইতালিয়ান পিয়ানোবাদক ও সুরকার।
১৯৫৭ - ডেভিড লড হটন, তিনি জিম্বাবুয়ে সাবেক ক্রিকেটার ও কোচ।
১৯৬৪ - জস্ ওহেডন, তিনি আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
১৯৬৬ - ভিনসেন্ট ক্যাসেল, তিনি ফরাসি অভিনেতা ও প্রযোজক।
১৯৭১ - খালেদ আল-মুয়াল্লিদ, তিনি সৌদি আরব ফুটবল।
১৯৭৬ - প্যাট্রিক ভিয়েরা, তিনি ফরাসি ফুটবলার ও ম্যানেজার।
১৯৮০ - ফ্রান্সেসকা সচিয়ানোনে, তিনি ইতালীয় টেনিস খেলোয়াড়।
১৯৮০ - জেসিকা টেলর, তিনি ইংরেজ মডেল ও গায়িকা।
১৯৮৪ - ডুফি, তিনি ওয়েলশ গায়িকা, গীতিকার ও অভিনেত্রী।
১৯৯১ - আহমেদ শেহজাদ, পাকিস্তানি ক্রিকেটার।
০০৭৯ - ভেস্পাসিয়ান, তিনি ছিলেন রোমান সম্রাট।
১৩১৮ - জাপানের গণিতবিদ ইয়োরিইয়ুকি মৃত্যুবরণ করেন।
১৪৫৭ - লাডিস্লাউস পুস্থুমউস, তিনি ছিলেন হাঙ্গেরিয়ান রাজা।
১৫১১ - ৫২ বছর শাসনের পর গুজরাটের শাসক মাহমুদ শাহ্ মৃত্যুবরণ করেন।
১৫৭২ - ব্রনযিনো, তিনি ছিলেন ইতালীয় চিত্রশিল্পী ও কবি।
১৬৮২ - ক্লাউডে লরাইন, তিনি ছিলেন ফরাসি বংশোদ্ভূত ইতালীয় চিত্রশিল্পী ও খোদকার।
১৮০৬ - মাথুরিন জ্যাকে জাকুইয়েস বরিসন, তিনি ছিলেন ফরাসি প্রাণিবিজ্ঞানী ও দার্শনিক।
১৮৩৪ - টমাস ম্যালথাস , ইংরেজ অর্থনীতিবিদ ও জনমিতিবিদ।
১৮৩৬ - জেমস মিল, তিনি ছিলেন স্কটিশ ইতিহাসবেত্তা, অর্থনীতিবিদ, রাজনৈতিক তাত্ত্বিক ও দার্শনিক।
১৮৯১ - উইলহেম এডুয়ার্ড ওয়েবার, তিনি ছিলেন জার্মান পদার্থবিজ্ঞানী ও শিক্ষাবিদ।
১৯৫৯ - বরিস ভিয়ান, তিনি ছিলেন ফরাসি লেখক, কবি ও নাট্যকার।
১৯৭০ - তুন ইউসুফ বিন ইসহাক, সিঙ্গাপুরের সাংবাদিক, রাজনীতিবিদ ও ১ম রাষ্ট্রপতি।
১৯৭৬ - ফ্রান্সের বিখ্যাত লেখক আন্দ্রে মালরো মৃত্যুবরণ করেন।
১৯৯০ - রুয়াল দাল, তিনি ছিলেন ওয়েল্সীয় সাহিত্যিক।
১৯৯৫ - লুই মালে, তিনি ছিলেন ফরাসি বংশোদ্ভূত আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
১৯৯৬ - আন্দ্রিয়াস পাপান্ডরেওউ, তিনি ছিলেন গ্রিক অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও ১৭৪ তম প্রধানমন্ত্রী।
১৯৯৬ - রেমন্ড রাসেল লিন্ডওয়াল, তিনি ছিলেন অস্ট্রেলীয় ক্রিকেটার ও রাগবি খেলোয়াড়।
২০০৪ - পি ভি নরসিমা রাও , ভারতের নবম প্রধানমন্ত্রী।(জ.২৮/০৬/১৯২১ )
২০০৬ - ফিলিপ নইরেট, তিনি ছিলেন ফরাসি অভিনেতা।
২০১০ - ইংরিড পিট, তিনি ছিলেন পোলিশ বংশোদ্ভূত ইংরেজ অভিনেত্রী ও লেখক।
২০১১ - আব্দুর রাজ্জাক (রাজনীতিবিদ) , বাংলাদেশের প্রখ্যাত ছাত্রনেতা, মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী।
২০১৩ - একে-৪৭ -এর উদ্ভাবক মিখাইল কালাশনিকভ ।
২০১৩ - রিচার্ড মাথেসন, তিনি ছিলেন আমেরিকান লেখক ও চিত্রনাট্যকার।
২০১৪ - ডরোথি চেনি, তিনি ছিলেন আমেরিকান টেনিস খেলোয়াড়।
ছুটি ও অন্যান্য [ সম্পাদনা ]
আন্তর্জাতিক দায়মুক্তি অবসান দিবস
আন্তর্জাতিক অলিম্পিক দিবস
জাতিসংঘ জনসেবা দিবস।
জাতীয় কিষাণ দিবস (ভারত)
উইকিমিডিয়া কমন্সে ২৩ ডিসেম্বর সংক্রান্ত মিডিয়া রয়েছে।