২০ জুলাই

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫
১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২
২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯
৩০ ৩১  

২০ জুলাই গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২০১তম (অধিবর্ষে ২০২তম) দিন। বছর শেষ হতে আরো ১৬৪ দিন বাকি রয়েছে।

ঘটনাবলী[সম্পাদনা]

  • ১৮১০ - কলম্বিয়ার স্বাধীনতা ঘোষণা করা হয়।
  • ১৯০৫ - ব্রিটিশ সংসদে বঙ্গভঙ্গ আইন প্রথম অনুমোদন পায়।
  • ১৯৪৬ - প্যারিসে শান্তি সম্মেলন শুরু হয়।
  • ১৯৪৭ - মোহাম্মদ নাসির উদ্দীনের সম্পাদনায় বাংলায় মুসলিম নারীদের সচিত্র সাপ্তাহিক পত্রিকা ‘বেগম’ প্রকাশিত।
  • ১৯৪৯ - সিরিয়া ও ইসরায়েলের মধ্যে চুক্তি স্বাক্ষরের ফলে ১৯ মাসের যুদ্ধের অবসান হয়।
  • ১৯৫১ - জেরুজালেমে শুক্রবার প্রার্থনাকালে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ একজন ফিলিস্তিনির হাতে নিহত হন।
  • ১৯৫৪ - ভিয়েতনাম যুদ্ধর অবসান ঘটাতে জেনেভাতে ফ্রান্সের সঙ্গে অস্ত্র সংবরণ চুক্তি স্বাক্ষরিত হয় এবং ভিয়েতনাম উত্তর ও দক্ষিণ অংশে বিভক্ত হয়।
  • ১৯৬০ - বিশ্বের ইতিহাসে শ্রীলঙ্কার শ্রীমাভো বন্দরনায়েকে প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
  • ১৯৬৮ - স্পেশাল অলিম্পিক প্রতিষ্ঠা পায়।
  • ১৯৬৯ - অ্যাপোলো ১১ অভিযানের নভোচারী নীল আর্মস্ট্রংএডুইন অল্ড্রিন জুনিয়র প্রথম মানুষ হিসাবে চাঁদে পা রাখেন।
  • ১৯৭৪ - তুর্কি ফৌজ উত্তর সাইপ্রাস দখল করে।
  • ১৯৭৪ - তুরস্কের সেনাবাহিনী সাইপ্রাসের তুর্কি জনগোষ্ঠী অধ্যুষিত উত্তরাঞ্চল দখল করে নেয়।
  • ১৯৭৬ - মার্কিন নভোযান ভাইকিং মঙ্গলগ্রহে অবতরণ করে।
  • ১৯৯৬ - ঢাকা নগর জাদুঘর উদ্বোধন করা হয়।
  • ২০০৬ - ইথিওপিয়ার সেনাবাহিনী সোমালিয়ার অভ্যন্তরে প্রবেশ করে।

জন্ম[সম্পাদনা]

মৃত্যু[সম্পাদনা]

ছুটি[সম্পাদনা]

আজ চাঁদে অবতরণ দিবস।

বহিঃসংযোগ[সম্পাদনা]