উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২৪ এপ্রিল গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১১৪তম (অধিবর্ষে ১১৫তম) দিন। বছর শেষ হতে আরো ২৫১ দিন বাকি রয়েছে।
১০৬১ - ইংল্যান্ডের আকাশে হ্যালির ধূমকেতু দেখা যায়।
১২৭১ - ভ্যানেশীয় বিখ্যাত পর্যটক ও ব্যবসায়ী মার্কো পোলো তার ঐতিহাসিক এশিয়া সফর শুরু করেন।
১৫৫৮ - ফ্রান্সের যুবরাজ ফ্রাঙ্কোইস মেরি স্টুয়ার্টকে বিয়ে করেন।
১৭৬২ - রাশিয়া ও প্রুশিয়া শান্তিচুক্তি করে।
১৮০০ - লাইব্রেরি অব কংগ্রেস প্রতিষ্ঠা করা হয়।
১৮৯৮ - মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্পেন যুদ্ধ ঘোষণা করে।
১৯১২ - ব্রিটিশ শাসিত আয়ারল্যান্ড স্বাধীনতার দাবীতে এবং সেদেশে ইংরেজদের আধিপত্যবাদের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করে।
১৯১৬ - ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আয়ারল্যান্ডের গণ-অভ্যুত্থান শুরু।
১৯২৬ - যক্ষার ভ্যাকসিন বিসিজি আবিষ্কার হয়।
১৯৪৫ - সাবেক সোভিয়েত সেনাবাহিনী বার্লিনে প্রবেশ করে।
১৯৫৪ - রাজশাহীর কারাগারের খাপড়া ওয়ার্ডে নির্বিচারে গুলি চালিয়ে কম্পরাম সিং , আনোয়ার হোসেন প্রমুখ ৭ জন রাজবন্দীকে হত্যা করা হয়।
১৯৫৫ - প্রথম বান্দুং সম্মেলন সমাপ্ত হয়।
১৯৭০ - গাম্বিয়া প্রজাতান্ত্রিক দেশ হিসেবে ঘোষিত হয়।
২০১৩ - রানা প্লাজা ট্র্যাজিডিতে প্রাণ হারায় ১,১৩৪ জন শ্রমিক এবং আহত হয় আড়াই হাজারেরও বেশি শ্রমিক।এটি ইতিহাসের তৃতীয় বৃহত্তম শিল্প দুর্ঘটনা হিসেবে পরিচিত।
৭০২ - ইমাম জাফর আল-সাদিক , শিয়া ইমাম।
১৮৬৫ - মুরলীধর বন্দ্যোপাধ্যায় , নারীশিক্ষার পথপ্রদর্শক শিক্ষাবিদ। (মৃ. ১৯৩৩ )
১৮৯৭ - বেনজামিন হোর্ফ , মার্কিন ভাষাবিজ্ঞানী । (মৃ. ১৯৪১ )
১৯০৮ - যোসেফ গসলোভস্কি , পোলিশ ভাস্কর। (মৃ. ১৯৬৩ )
১৯২৮ - টমি ডোচার্টি , স্কটিশ ফুটবলার এবং পরিচালক।
১৯৩৪ - শার্লি ম্যাকলেইন , মার্কিন অভিনেত্রী , গায়িকা, নৃত্যশিল্পী , সমাজকর্মী ও লেখক।
১৯৪২ - বারবারা স্ট্রাইস্যান্ড , মার্কিন গায়িকা, গীতিকার,অভিনেত্রী এবং চলচ্চিত্র নির্মাতা।
১৯৪৬ - ভারতের প্রখ্যাত নারীবাদী লেখক, প্রশিক্ষক এবং অধিকারকর্মী কমলা ভাসিন । (মৃ. ২৫/০৯/২০২১ )
১৯৬৪ - জিমোঁ উন্সু , বেনিনীয় অভিনেতা ও মডেল।
১৯৬৮ - এইডান গিলেন , আইরিশ চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা ।
১৯৭৩ - শচীন টেন্ডুলকার , ভারতীয় ক্রিকেটার ।
১৯৮৭ - ইয়ান ভের্তোনেন , বেলজিয়াম ফুটবলার ।
১৯৮৭ - বরুণ ধবন , ভারতীয় চলচ্চিত্র অভিনেতা ।
১৭৩১ - ড্যানিয়েল ডিফো , ইংরেজ ব্যবসায়ী , লেখক , সাংবাদিক , প্যাম্ফলেট রচয়িতা এবং গোয়েন্দা ।
১৯৬৫ - লুইস ড্রেসার , আমেরিকান অভিনেত্রী ।
১৯৭২ - যামিনী রায় , বাঙালি চিত্রশিল্পী। (জ.১৮৮৭ )
১৯৭২ - ভূপেন্দ্রকিশোর রক্ষিত রায় , ভারতের স্বাধীনতা আন্দোলন -এর অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী। (জ.১৯০২ )
২০০৬ - নাসরীন পারভীন হক , বাংলাদেশের অন্যতম মানবাধিকার নেত্রী।
২০১১ - সত্য সাঁই বাবা , (পূর্বাশ্রমের নাম সত্যনারায়ণ রাজু) ভারতীয় হিন্দু ধর্মগুরু, আধ্যাত্মিক ব্যক্তিত্ব ও শিক্ষাবিদ । (জ.২৩/১১/১৯২৬ )
ছুটি ও অন্যান্য [ সম্পাদনা ]