বিষয়বস্তুতে চলুন

২৫ ডিসেম্বর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১০ ১১ ১২ ১৩ ১৪
১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১
২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮
২৯ ৩০ ৩১  

২৫ ডিসেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৫৯তম (অধিবর্ষে ৩৬০তম) দিন। বছর শেষ হতে আরো ছয় দিন বাকি রয়েছে।

ঘটনাবলী

[সম্পাদনা]
  • ১০০০ - ইস্তফান হাঙ্গেরির রাজা হিসেবে অভিষিক্ত হন।
  • ১০৬৬ - উইলিয়াম ইংল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন।
  • ১৬৯১ - রাঁচির জগন্নাথ মন্দির নির্মিত হয়।
  • ১৭৫৮ - হ্যালির ধূমকেতু প্রথম দেখা যায়।
  • ১৭৭১ - দ্বিতীয় শাহ আলম মোগল সম্রাট হিসেবে দিল্লির সিংহাসনে বসেন।
  • ১৮৪৮ - নিউ হ্যাভেন রেলপথ চালু হয়।
  • ১৯২৫ - কাজী নজরুল ইসলামের সম্পাদনায় লাঙল পত্রিকা প্রথম প্রকাশিত হয়।
  • ১৯২৬ - সম্রাট হিরোহিতো জাপানের সিংহাসনে আরোহণ করেন।
  • ১৯২৭ - ভিয়েতনাম ন্যাশনালিস্ট পার্টি গঠিত হয়।
  • ১৯৪৫ - ভারতীয় কমিউনিস্ট পার্টির মুখপাত্র দৈনিক ‘স্বাধীনতা’ প্রথম প্রকাশিত হয়।
  • ১৯৬৪ - ঢাকা থেকে প্রথম টেলিভিশন অনুষ্ঠান সম্প্রচার।
  • ১৯৬৮ - ভারতের তামিলনাড়ুর বেনমনি গ্রামে ৪৪ জন ক্ষেতমজুরকে পুড়িয়ে মারা হয়।
  • ১৯৮৯ - রোমানিয়ার ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতি নিকোলাই চসেস্কু সস্ত্রীক নিহত হন।
  • ১৯৯১ - মিখাইল গর্বাচেভ সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন।
  • ১৯৯১ - মস্কোর ক্রেমলিন শীর্ষে ৭৪ বছর ধরে উড্ডীয়মান কাস্তে-হাতুড়ি চিহ্নিত লাল পতাকা নামিয়ে ফেলা হয়। তার স’লাভিষিক্ত হয় তিন রঙা রুশ পতাকা।
  • ১৯৯৮ - রাশিয়ার প্রেসিডেন্ট বোরিস ইয়েলটসিন বিয়েলো রাশিয়ার প্রেসিডেন্ট লুকাশেনকোর সঙ্গে দুপক্ষের ইউনিয়নভুক্ত দেশ প্রতিষ্ঠার ঘোষণা স্বাক্ষর করেন।

মৃত্যু

[সম্পাদনা]

ছুটি ও অন্যান্য

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Pop superstar George Michael dies aged 53"the Guardian (ইংরেজি ভাষায়)। ২০১৬-১২-২৬। সংগ্রহের তারিখ ২০২২-১২-২৫ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]