০৭৪৪ - দ্বিতীয় আল ওয়ালিদ, তিনি ছিলেন উমাইয়া খলিফা।
১০৮০ - তৃতীয় হেরাল্ড, তিনি ছিলেন ডেনমার্কের রাজা।
১৭৯০ - বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, তিনি ছিলেন আমেরিকার প্রতিষ্ঠাতা জনকদের মধ্যে একজন ও একাধারে লেখক, চিত্রশিল্পী, রাজনীতিবিদ, রাজনীতিক, বিজ্ঞানী, সঙ্গীতজ্ঞ, উদ্ভাবক, রাষ্ট্রপ্রধান, কৌতুকবিদ, গণআন্দোলনকারী এবং কূটনীতিক।(জ.১৭০৬)
১৮৯২ - আলেকজান্ডার ম্যাকেঞ্জি, তিনি ছিলেন স্কটিশ বংশোদ্ভূত কানাডিয়ান সাংবাদিক ও রাজনীতিবিদ ও ২য় প্রধানমন্ত্রী।
১৯৪২ - জঁ-বাতিস্ত পেরাঁ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি বংশোদ্ভূত মার্কিন পদার্থবিজ্ঞানী ও রসায়নবিদ।
১৯৬১ - বিমলচন্দ্র সিংহ, সংস্কৃত সাহিত্য দর্শনশাস্ত্রে ও ফরাসি ভাষার সুপণ্ডিত ও চিন্তাশীল লেখক।(জ .০১/১২/১৯১৭)
১৯৭৫ - ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ, আদর্শ শিক্ষক দার্শনিক ও ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি। (জ.০৫/০৯/১৮৮৮)
১৯৭৬ - হেনরিক ডাম, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ডেনিশ প্রাণরসায়নী ও শারীরবিজ্ঞানী।
১৯৮৩ - প্রবোধকুমার সান্যাল, প্রখ্যাত বাঙালি সাহিত্যিক সাংবাদিক ও পরিব্রাজক।(মৃ.০৭/০৭/১৯০৫)
১৯৯৪ - রজার ওয়ালকট স্পেরি, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান স্নায়ুমনোবিজ্ঞানী।
২০০৪ - ইসরাইলের হেলিকপ্টার গানশিপ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ফিলিস্তিনের অন্যতম শীর্ষ সংগ্রামী ব্যক্তিত্ব ও ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা আব্দুল আযিয রানতিসি মর্মান্তিকভাবে শহীদ হন।