বিষয়বস্তুতে চলুন

১৯ জুন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫
১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২
২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯
৩০  

১৯ জুন গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৭০তম (অধিবর্ষে ১৭১তম) দিন। বছর শেষ হতে আরো ১৯৫ দিন বাকি রয়েছে।

ঘটনাবলী

[সম্পাদনা]
  • ১৪৬৪ - ফ্রান্সের রাজা একাদশ লুই ডাক ব্যবস্থা চালু করেন।
  • ১৬২১ - তুরস্কের সেনাবাহিনীর কাছে পরাজিত হয় গ্রিস।
  • ১৮২৯ - বৃটেনে আইন পাশের মাধ্যমে মেট্রোপলিটান পুলিশ প্রতিষ্ঠা করা হয়েছিল।
  • ১৮৬১ - অ্যানহেইম পোস্ট অফিস প্রতিষ্ঠিত হয়।
  • ১৮৬২ - যুক্তরাষ্ট্রে দাস প্রথা বিলুপ্ত হয়।
  • ১৮৬৭ - অস্ট্রিয়ার যুবরাজ ম্যাক্সিমিলানকে ফাঁসী দেয়া হয়।
  • ১৮৭৭ - ভূমি থেকে আকাশে উলম্বভাবে উড্ডয়নের ও আকাশ থেকে ভূমিতে অবতরণের এবং আকাশে স্থির থাকার যান তথা আদি যুগের হেলিকপ্টার পরীক্ষা করা হয়।
  • ১৯১১ - পর্তুগালকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়।
  • ১৯২১ - ব্রিটেনে আদশুমারি হয়।
  • ১৯৪৩ - টেক্সাসে জাতিগত দাঙ্গা হয়।
  • ১৯৪৪ - ফিলিপিন সাগরে যুদ্ধ শুরু হয়।
  • ১৯৫১ - নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশান বা ন্যাটো নামক সামরিক জোট গঠন করা হয়।
  • ১৯৫৩ - গুপ্তচর বৃত্তির অভিযোগে আমেরিকার বিপ্লবী দম্পতি জুলিয়াস রোজেনবার্গ ও এথেল রোজেনবার্গের মৃত্যুদণ্ড।
  • ১৯৬১ - কুয়েত স্বাধীনতা লাভ করে।
  • ১৯৬৮ - পাকিস্তানের ইতিহাসের বহুল আলোচিত আগরতলা ষড়যন্ত্র মামলার (রাষ্ট্র বনাম শেখ মুজিব ও অন্যান্য) শুনানি শুরু।
  • ১৯৮৯ - পোলান্ডের সাধারণ নির্বাচনে লেস ওয়ালেসার নেতৃত্বাধীন সলিডারিটি নিরঙ্কুশ বিজয় অর্জন করে।
  • ১৯৯২ - ইসলামী সম্মেলন সংস্থা বা ও.আই. সি জানায় সার্বদের মাধ্যমে অবরুদ্ধ ও মুসলমান অধ্যুষিত বসনিয়ার রাজধানী সারাজেভোর মানুষ জীবন বাচাতে ঘাস লতা-পাতা খাচ্ছে। একই দিনে ও.আই. সি বসনিয়ায় সামরিক হস্তক্ষেপ করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানায়।
  • ১৯৯৩ - জাপানে মিয়াজাওয়া সরকারের পতনের পর এক মাসের মধ্যে সংসদ নির্বাচন হবে বলে ঘোষণা করা হয়।

মৃত্যু

[সম্পাদনা]

ছুটি ও অন্যান্য

[সম্পাদনা]
  • বিশ্ব সিকেল সেল দিবস ৷

বহিঃসংযোগ

[সম্পাদনা]