আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন
আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন | |
---|---|
বাংলাদেশের রেলওয়ে স্টেশন | |
অবস্থান | নওগাঁ জেলা রাজশাহী বিভাগ![]() |
মালিকানাধীন | বাংলাদেশ রেলওয়ে |
পরিচালিত | পশ্চিমাঞ্চল রেলওয়ে |
লাইন | চিলাহাটি–পার্বতীপুর–সান্তাহার–দর্শনা লাইন |
প্ল্যাটফর্ম | ১টি |
রেলপথ | ডুয়েলগেজ (১,৬৭৬ মিমি) এবং (১০০০ মিমি) |
ট্রেন পরিচালক | বাংলাদেশ রেলওয়ে |
নির্মাণ | |
গঠনের ধরন | মানক |
পার্কিং | আছে |
সাইকেলের সুবিধা | আছে |
প্রতিবন্ধী প্রবেশাধিকার | আছে |
অন্য তথ্য | |
অবস্থা | সক্রিয় |
স্টেশন কোড | AHS |
ইতিহাস | |
চালু | ? |
অবস্থান | |
![]() |



আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন বাংলাদেশের রাজশাহী বিভাগের নওগাঁ জেলার, আত্রাই উপজেলার একটি রেলওয়ে স্টেশন।[১]।স্টেশনটি বাংলাদেশ পশ্চিমাঞ্চল রেলওয়ের একটি "C" ক্লাস ক্যাটাগরি রেলওয়ে স্টেশন।স্টেশনটির আপ লাইনের এক কিলোমিটারের মধ্য আত্রাই নামক রেলওয়ে স্টেশন অবস্থিত।আত্রাই উপজেলার বিখ্যাত আহসানগঞ্জ হাটের নিকটবর্তী রেলস্টেশন হবার দরুন স্টেশনটির নাম আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন নামকরণ হয়েছে।স্টেশনের দক্ষিনে আত্রাই নদীর ওপর ব্রিটিশ আমলের রেলসেতু আত্রাই রেলওয়ে সেতুর অবস্থান।
স্টেশনটির অবকাঠামো পাকিস্তান আমলের।
ইতিহাস
[সম্পাদনা]জামিদার মুন্সী আহসান উল্লাহ মোল্লা এম.এল.সি স্টেশনটি প্রতিষ্ঠা করেছিলেন। ব্রিটিশ শাসনকালে স্টেশনটি আত্রাই ঘাট নামে নামকরণ করা হয়, তবে পরে তা পরিবর্তন করে মুন্সী আহসান উল্লাহ মোল্লার নামে রেখে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন নামে নামকরণ করা হয়।[২] পরে মুন্সী আহসানউল্লাহ মোল্লার পুত্র মোল্লা আবুল কালাম আজাদ এমপি স্টেশনটিকে আবার পুনর্নির্মাণ করেন।
অবকাঠামো
[সম্পাদনা]আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনটিতে একটি প্লার্টফর্ম এবং একটি প্রধান লাইন বিদ্যমান। সিঙ্গেল লাইন হবার কারণে সকল ট্রেনের ক্রসিং আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন হতে ১ কিলোমিটার অদূরে আত্রাই রেলওয়ে স্টেশনে হয়ে থাকে।আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের ভাতৃপ্রতিম রেলওয়ে স্টেশন, আত্রাই রেলওয়ে স্টেশন।আত্রাই রেলওয়ে স্টেশনের কোন ট্রেনের যাত্রা বিরতি নেই। শুধুমাত্র ট্রেন ক্রসিং অপারেশন সম্পন্ন করে থাকে। স্থানীয়দের অনেকে আত্রাই রেলওয়ে স্টেশনটিকে পুরাতন রেলওয়ে স্টেশন নামে সম্মোধন করে থাকে।
লাইন সংখ্যা পূর্ব দিক হতে | লাইন ১ |
---|---|
প্লার্টফর্ম | প্লার্টফর্ম নং ১ |
লাইনেই ধরণ | প্রধান লাইন |
গেজ | ডুয়েল গেজ |
পরিষেবা |
|
পরিষেবা
[সম্পাদনা]আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে যেসব ট্রেন যাত্রাবিরতি দেয় নিম্নে তা উল্লেখ করা
ট্রেনের নং | ট্রেনের নাম | আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন সময় | গন্তব্য ডাউন | গন্তব্য আপ | সাপ্তাহিক বন্ধ | পরিষেবা | ট্রেনের ধরন | |
---|---|---|---|---|---|---|---|---|
1 | ৭৩১/৭৩২ | বরেন্দ্র এক্সপ্রেস | আপ ১৬.৪৩
ডাউন ১০.০৭ |
রাজশাহী | চিলাহাটি | রবিবার | চালু | আন্তঃনগর |
2 | ৭৩৩/৭৩৪ | তিতুমীর এক্সপ্রেস | আপ ০৮.১৭
ডাউন ১৮.৩৮ |
রাজশাহী | চিলাহাটি | বুধবার | চালু | আন্তঃনগর |
3 | ৮০৩/৮০৪ | বাংলাবান্ধা এক্সপ্রেস | আপ ২৩.১০
ডাউন ১৫.০৮ |
রাজশাহী | পঞ্চগড় | রাজশাহীগামী শুক্রবার
চিলাহাটিগামী শনিবার |
চালু | আন্তঃনগর |
4 | ৭২৭/৭২৮ | রূপসা এক্সপ্রেস | আপ ১২.৪১
ডাউন ১২.৫৫ |
খুলনা | চিলাহাটি | বৃহষ্পতিবার | চালু | আন্তঃনগর |
5 | ৭৬৫/৭৬৬ | নীলসাগর এক্সপ্রেস | আপ ১১.৪০
ডাউন ২৩.৫২ |
ঢাকা | চিলাহাটি | ঢাকাগামী রবিবার
চিলাহাটিগামী সোমবার |
চালু | আন্তঃনগর |
6 | ৭৫৭/৭৫৮ | দ্রুতযান এক্সপ্রেস | আপ ০০.৫২
ডাউন ০০.৫২ |
ঢাকা | পঞ্চগড় | নেই | চালু | আন্তঃনগর |
7 | ২৩/২৪ | রকেট এক্সপ্রেস | আপ ১৮.০০
ডাউন ১৬.৩২ |
খুলনা | পার্বতীপুর | নেই | চালু | মেইল |
8 | ৩১/৩২ | উত্তরা এক্সপ্রেস | আপ ১৪.৫৭
ডাউন ০৭.৪৭ |
রাজশাহী | পার্বতীপুর | নেই | বন্ধ | মেইল |
যে সকল ট্রেন থ্রু পাস যায়।
- সীমান্ত এক্সপ্রেস
- চিলাহাটি এক্সপ্রেস
- একতা এক্সপ্রেস
- পঞ্চগড় এক্সপ্রেস
- লালমনি এক্সপ্রেস
- রংপুর এক্সপ্রেস
- কুড়িগ্রাম এক্সপ্রেস
- বুড়িমারী এক্সপ্রেস
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "আহসানগঞ্জ স্টেশনের টোকেন মেশিন বিকল, ঝুঁকি নিয়ে চলছে ট্রেন | সারাদেশ"। ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৭।
- ↑ মাযহারুল ইসলাম তরু (২০১২)। "মোল্লা, আহসান উল্লাহ"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।