বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন
বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন পঞ্চগড় রেলওয়ে স্টেশন | |
---|---|
![]() | |
অবস্থান | পঞ্চগড়, রংপুর![]() |
মালিকানাধীন | বাংলাদেশ রেলওয়ে |
পরিচালিত | বাংলাদেশ রেলওয়ে |
লাইন | পঞ্চগড়-পার্বতীপুর লাইন |
প্ল্যাটফর্ম | ১টি |
ট্রেন পরিচালক | বাংলাদেশ রেলওয়ে |
নির্মাণ | |
পার্কিং | আছে |
সাইকেলের সুবিধা | আছে |
প্রতিবন্ধী প্রবেশাধিকার | আছে |
ইতিহাস | |
চালু | ১৯৬৭ |
অবস্থান | |
![]() |
পঞ্চগড় রেলওয়ে স্টেশন হচ্ছে বাংলাদেশের রংপুর বিভাগের পঞ্চগড় জেলার একটি স্টেশন। এটি জেলা শহরের কাছেই অবস্থিত এবং উত্তরবঙ্গের সর্বশেষ রেলওয়ে স্টেশন। ২০১৯ সালে স্টেশনটির নাম পরিবর্তন করে নতুন করে “বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন” রাখা হয়।[১]
ইতিহাস[সম্পাদনা]
ব্রিটিশ সময়কালে পার্বতীপুর-রুহিয়া এবং পাকিস্তান সময়কালে ১৯৬৭ সালে রুহিয়া-পঞ্চগড় রেললাইনটি তৈরি করা হয়[২]। এরপর থেকে আর সংস্কার না করায় রেলগাড়ি চলাচল বন্ধের উপক্রম হয়। ২০১৩ সালে পঞ্চগড় চিনিকল মাঠে এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চগড় থেকে পার্বতীপুর পর্যন্ত আধুনিক রেল যোগাযোগের উদ্ভোধন করেন। সরকারের উন্নয়নের অংশ হিসেবে ৯৮২ কোটি টাকা ব্যয়ে পঞ্চগড় - ঠাকুরগাঁও - দিনাজপুর - পার্বতীপুর পর্যন্ত ১৫০ কিলোমিটার রেললাইনকে ডুয়েলগেজে রুপান্তর করা হয়। বাংলাদেশ রেলওয়ে পশ্চিম অঞ্চলের আওতায় ২০১৬ সালে উন্নয়ন কাজ শেষ করা হয়।
বর্তমানে পঞ্চগড় রেলওয়ে স্টেশন থেকে বাংলাবান্ধা পর্যন্ত রেললাইন সম্প্রসারণের কাজ চলমান।
পরিষেবা[সম্পাদনা]
পঞ্চগড় রেলওয়ে স্টেশন (বী.মু.সি.ই.) থেকে বর্তমানে ৭ টি ট্রেন চলাচল (আসা-যাওয়া) করে।
আন্ত:নগর ট্রেন[সম্পাদনা]
- দ্রুতযান এক্সপ্রেস। পঞ্চগড় ছাড়ে সকাল ৮:১০ মিনিটে। পঞ্চগড়-ঢাকা-পঞ্চগড়।
- পঞ্চগড় এক্সপ্রেস। পঞ্চগড় ছাড়ে দুপুর ১২:৩০ মিনিটে। পঞ্চগড়-ঢাকা-পঞ্চগড়।
- একতা এক্সপ্রেস। পঞ্চগড় ছাড়ে রাত ৯:১০ মিনিটে। পঞ্চগড়-ঢাকা-পঞ্চগড়।
- বাংলাবান্ধা এক্সপ্রেস। পঞ্চগড় ছাড়ে রাত ৮:৩০ মিনিটে। পঞ্চগড়-রাজশাহী-পঞ্চগড়।
মেইল ট্রেন[সম্পাদনা]
- উত্তরবঙ্গ মেইল। পঞ্চগড়-সান্তাহার
- কাঞ্চন কমিউটার। পঞ্চগড়-পার্বতীপুর
- পঞ্চগড় কমিউটার (ডেমু)। পঞ্চগড়-পার্বতীপুর
চিত্রশালা[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "'পঞ্চগড় এক্সপ্রেস' উদ্বোধন, স্টেশনের নতুন নামকরণ"। banglanews24.com। ২৫ মে ২০১৯।
- ↑ "রেলওয়ে - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২১-০২-০৭।
বহিঃসংযোগ[সম্পাদনা]
![]() |
উইকিমিডিয়া কমন্সে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
পূর্ববর্তী স্টেশন | বাংলাদেশ রেলওয়ে | পরবর্তী স্টেশন | ||
---|---|---|---|---|
নয়নিবুরুজ সামনে পার্বতীপুর
|
পার্বতীপুর-পঞ্চগড় লাইন | সমাপ্তি |