কিসমত রেলওয়ে স্টেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কিসমত রেলওয়ে স্টেশন
বাংলাদেশের রেলওয়ে স্টেশন
অবস্থানপঞ্চগড়,রংপুর
 বাংলাদেশ
মালিকানাধীনবাংলাদেশ রেলওয়ে
পরিচালিতপশ্চিমাঞ্চল রেলওয়ে
লাইনপার্বতীপুর-পঞ্চগড় রেললাইন
প্ল্যাটফর্ম১টি
ট্রেন পরিচালকবাংলাদেশ রেলওয়ে
নির্মাণ
গঠনের ধরনমানক
পার্কিংআছে
সাইকেলের সুবিধাআছে
প্রতিবন্ধী প্রবেশাধিকারআছে
অন্য তথ্য
অবস্থাসক্রিয়
ইতিহাস
চালু১৯৬৭
অবস্থান
মানচিত্র

কিসমত রেলওয়ে স্টেশন বাংলাদেশের পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার একটি রেলওয়ে স্টেশন। আটোয়ারী উপজেলাবোদা উপজেলার একমাত্র রেলওয়ে স্টেশন হওয়ার কারণে এই দুই উপজেলার মানুষের কাছে খুব জনপ্রিয়।

ইতিহাস[সম্পাদনা]

কিসমত রেলওয়ে স্টেশনটি পার্বতীপুর-পঞ্চগড় রেললাইন এর পঞ্চগড়- রুহিয়া অংশে অবস্থিত।[১] পঞ্চগড় - রুহিয়া রেললাইনটি পাকিস্তান আমলে ১৯৬৭ সালে তৈরি করা হয়। ২০১৪ সালে সরকার ৯৮২ কোটি টাকা ব্যয় করে পার্বতীপুর থেকে পঞ্চগড় পর্যন্ত ডুয়েল গেজ লাইন ও কিছু স্টেশন নতুনভাবে নির্মাণ করে । এসময় কিসমত রেলওয়ে স্টেশনে নতুন ভবন ও পুরুষ ও মহিলাদের জন্য পৃথক পৃথক বিশ্রামাগার নির্মাণ করা হয়।[২]

পরিষেবা[সম্পাদনা]

কিসমত রেলওয়ে স্টেশন যাত্রাবিরতি দেওয়া ট্রেনের নাম নিম্নে দেওয়া হলো:

পঞ্চগড় - ঢাকা রুটে চলাচলকারী পঞ্চগড় এক্সপ্রেস এ স্টেশনে যাত্রাবিরতি দেয় না।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "পঞ্চগড়-ঠাকুরগাঁও রেল বন্ধ ২ দিন"bdnews24.com। ২০২০-০১-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৬ 
  2. "পঞ্চগড়ের কিসমত রেলওয়ে স্টেশনের বহুমূখী সমস্যা"আমাদের কন্ঠ। ২০১৯-০৬-১৬। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

লুয়া ত্রুটি মডিউল:পার্শ্ববর্তী_স্ এর 238 নং লাইনে: অজানা লাইন "পঞ্চগড়-পার্বতীপুর"।