বিষয়বস্তুতে চলুন

সদরপুর সরকারি কলেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সদরপুর সরকারি কলেজ
Sadarpur Govt. College
ধরনসরকারি কলেজ
স্থাপিত১৩ জুন ১৯৭২ (1972-06-13)
প্রতিষ্ঠাতাজনাব এ্যাডভোকেট মোশাররফ হোসেন
অবস্থান,
২৩°২৮′৩৭″ উত্তর ৯০°০১′৩৭″ পূর্ব / ২৩.৪৭৬৮১০৯° উত্তর ৯০.০২৬৯৫৯৯° পূর্ব / 23.4768109; 90.0269599
শিক্ষাঙ্গনশহুরে
অধিভুক্তিজাতীয় বিশ্ববিদ্যালয়
ক্রীড়াক্রিকেট, ফুটবল
ওয়েবসাইটsadarpurcollege.edu.bd
মানচিত্র

সদরপুর সরকারি কলেজ ফরিদপুর জেলার সদরপুর উপজেলার একটি সরকারি কলেজ।‌ যা তৎকালীন সময় হতে সদরপুর উপজেলার জনগণের শিক্ষার মানোন্নয়নে অগ্রনী ভূমিকা পালন করে আসছে।

সংক্ষিপ্ত ইতিহাস

[সম্পাদনা]

১৯৭২ সালের জুন কলেজটি প্রতিষ্ঠিত হয়। প্রাক্তন সংসদ সদস্য জনাব মরহুম অ্যাডভোকেট মোশাররফ হোসেন কলেজটির প্রতিষ্ঠাতা। এলাকার গণ্যমান্য শিক্ষানুরাগী ব্যক্তিদের সহায়তায় তিনি কলেজটি প্রতিষ্ঠা করেন। ১৯৮৪ সালে মহামান্য রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ কলেজটি জাতীয়করণ করেন। এই কলেজের প্রথম অধ্যক্ষ জনাব প্রবীর কুমার সাহা রায়[]

  • পৃষ্ঠপোষক
    • জনাব ডাঃ কাজী আবু ইউসুফ (প্রাক্তন সংসদ সদস্য)
    • জনাব মোঃ আদেল উদ্দিন হাওলাদার (প্রাক্তন এম.এন.এ.)
    • জনাব আবদুস সালাম মিয়া (প্রাক্তন সংসদ সদস্য)
    • জনাব মোঃ আজাহারুল হক মোল্লা (প্রাক্তন সংসদ সদস্য)
    • জনাব আবদুল লতিফ মিয়া (প্রাক্তন উপজেলা চেয়ারম্যান)
  • দাতা
    • জনাব কাজী আলতাপ হোসেন
    • জনাব মোঃ নুরুদ্দিন সর্দার
    • জনাব আঃ মজিদ সর্দার
  • বর্তমান অধ্যক্ষঃ প্রফেসর শাহ মোঃ ইকবাল হোসেন

বিভাগ সমূহ

[সম্পাদনা]

উচ্চ মাধ্যমিক শ্রেণি দিয়ে যাত্রা শুরু হলেও ২০১১-২০১২ শিক্ষাবর্ষ হতে অত্র কলেজে স্নাতক (সম্মান) শ্রেণির পাঠদান কার্যক্রম চলছে। এছাড়া স্নাতক (পাস) শ্রেণি চালু রয়েছে। ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ হতে বিবিএস (পাস) কোর্স চালু হয়।[]

বিভাগ সমূহের তালিকা

[সম্পাদনা]
  • কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ:
    • বাংলা
    • রাষ্ট্রবিজ্ঞান
    • অর্থনীতি
    • ভূগোল
  • ব্যবসায় শিক্ষা
    • হিসাববিজ্ঞান

চিত্রশালা

[সম্পাদনা]
সদরপুর সরকারি কলেজ

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "সংক্ষিপ্ত ইতিহাস"প্রতিষ্ঠানিক ওয়েবসাইট - সদরপুর সরকারি কলেজ। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-২০ 
  2. "বিভাগ সমূহের তালিকা"প্রতিষ্ঠানিক ওয়েবসাইট - সদরপুর সরকারি কলেজ। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-২০