বিষয়বস্তুতে চলুন

সাগরখালী আদর্শ ডিগ্রি কলেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাগরখালী আদর্শ ডিগ্রি কলেজ
ধরনএমপিওভুক্ত কলেজ
স্থাপিত১৯৯৯; ২৫ বছর আগে (1999)[১]
অধিভুক্তিজাতীয় বিশ্ববিদ্যালয়
অধ্যক্ষআলহাজ্ব রবিউল ইসলাম[২]
ঠিকানা,
২৩°৫৭′০৩″ উত্তর ৮৮°৫৭′১৮″ পূর্ব / ২৩.৯৫০৭৪৭১° উত্তর ৮৮.৯৫৪৯০৪১° পূর্ব / 23.9507471; 88.9549041
মানচিত্র

সাগরখালী আদর্শ ডিগ্রি কলেজ কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার একটি কলেজ। কলেজটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়। শিক্ষা প্রতিষ্ঠানটি শিক্ষা সপ্তাহ ২০২৪-এ কুষ্টিয়া জেলার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের মর্যাদা পেয়েছে।[২][১]

অবস্থান[সম্পাদনা]

কলেজটি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের সদর দপ্তর সাগরখালী গ্রামে অবস্থিত। মিরপুর উপজেলা সদর থেকে কলেজটির দুরত্ব প্রায় ৬.৪ কিলোমিটার।

বিভাগসমূহ[সম্পাদনা]

কলেজটিতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে যশোর বোর্ডের অধীনে ৩টি বিভাগ রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ০২ ধরনের ডিগ্রি কোর্স ও অনার্সে ০২ টি বিষয় রয়েছে।[৩]

ডিগ্রি নং বিষয়
এইচএসসি ০১ বিজ্ঞান
০২ মানবিক
০৩ বানিজ্য
ডিগ্রি (পাস) ০৪ বি.এ.
০৫ বি.এস.এস.
অনার্স ০৬ সমাজবিজ্ঞান
০৭ ব্যবস্থাপনা

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. উপজেলা প্রতিনিধি, মিরপুর (২০২৩-১১-২৬)। "মিরপুর উপজেলার সেরা প্রতিষ্ঠান সাগরখালী আদর্শ ডিগ্রি কলেজ"শিক্ষা বার্তা। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-০৭ 
  2. প্রতিনিধি, কুষ্টিয়া (২০২৪-০৫-০৯)। "কুষ্টিয়ার মিরপুরের সাগরখালী আদর্শ ডিগ্রী কলেজ আবারও জেলার মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত"দৈনিক বাংলার নবকন্ঠ। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-০৭ 
  3. "Sagorkhali Adarsha Degree College"জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-০৭