ভাটিয়াপাড়া এক্সপ্রেস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভাটিয়াপাড়া এক্সপ্রেস
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনমেইল ট্রেন
বর্তমান পরিচালকবাংলাদেশ রেলওয়ে
যাত্রাপথ
শুরুরাজবাড়ী রেলওয়ে স্টেশন
শেষভাটিয়াপাড়া ঘাট রেলওয়ে স্টেশন
যাত্রার গড় সময়৩ ঘণ্টা
পরিষেবার হারদৈনিক
যাত্রাপথের সেবা
আসন বিন্যাসআছে
ঘুমানোর ব্যবস্থানাই
অটোরেক ব্যবস্থানাই
খাদ্য সুবিধানাই
পর্যবেক্ষণ সুবিধাআছে
বিনোদন সুবিধাআছে
মালপত্রের সুবিধাআছে
কারিগরি
ট্র্যাক গেজ১,৬৭৬ মিলিমিটার (৫ ফুট ৬ ইঞ্চি)

ভাটিয়াপাড়া এক্সপ্রেস বাংলাদেশ রেলওয়ের অধীনে চলা একটি যাত্রীবাহী ট্রেন। ট্রেনটি রাজবাড়ী এক্সপ্রেস এর সাথে রেক ভাগ করে চলাচল করে। ট্রেনটি কালুখালী-ভাটিয়াপাড়া এক্সপ্রেস নামে পরিচিত।[১][২]

যাত্রাপথ[সম্পাদনা]

ভাটিয়াপাড়া এক্সপ্রেস রাজবাড়ী রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করে কালুখালী জংশন রেলওয়ে স্টেশন হয়ে ভাটিয়াপাড়া ঘাট রেলওয়ে স্টেশন পৌঁছায়[৩] এবং যাত্রাপথে থাকা প্রায় সকল স্টেশনে যাত্রাবিরতি দেয়।

স্টেশন তালিকা[সম্পাদনা]

ভাটিয়াপাড়া এক্সপ্রেস যেসকল রেলওয়ে স্টেশন দিয়ে চলাচল করে নিম্নে তা উল্লেখ করা হলো:

সময়সূচি[সম্পাদনা]

  • ভাটিয়াপাড়া এক্সপ্রেস রাজবাড়ী থেকে ছাড়ে সকাল ১০টা ১৮ মিনিটে, ভাটিয়াপাড়া ঘাট পৌঁছায় দুপুর ১টা ১৫ মিনিটে।
  • ভাটিয়াপাড়া ঘাট ছাড়ে দুপুর ১টা ৪৫ মিনিটে, রাজবাড়ী পৌঁছায় বিকাল ৪টা ৪৫ মিনিটে।

সম্পর্কিত নিবন্ধ[সম্পাদনা]

বাংলাদেশের মেইল ও কমিউটার ট্রেনের তালিকা

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "রাজবাড়ীতে কালুখালী-ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত"কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২০২০-০২-২২ 
  2. "কালুখালী-ভাটিয়াপাড়া রেলপথে যাত্রীদের উপচেপড়া ভিড়"www.dailynabaraj.com। ২০২০-০২-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-২২ 
  3. প্রতিবেদক, নিজস্ব (২০২০-০১-১৩)। "ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনে কেটে নিহত ১, পরিচয় খুজছে পুলিশ"রাজবাড়ী বার্তা। সংগ্রহের তারিখ ২০২০-০২-২২