মাগুরা রেলওয়ে স্টেশন
অবয়ব
মাগুরা রেলওয়ে স্টেশন | |
---|---|
বাংলাদেশের রেলওয়ে স্টেশন | |
অবস্থান | মাগুরা সদর উপজেলা মাগুরা জেলা, খুলনা বিভাগ বাংলাদেশ |
মালিকানাধীন | বাংলাদেশ রেলওয়ে |
পরিচালিত | পশ্চিমাঞ্চল রেলওয়ে |
লাইন | মধুখালী-মাগুরা লাইন |
প্ল্যাটফর্ম | ১ |
ট্রেন পরিচালক | পশ্চিমাঞ্চল রেলওয়ে |
নির্মাণ | |
গঠনের ধরন | নির্মানাধীন |
পার্কিং | আছে |
সাইকেলের সুবিধা | আছে |
প্রতিবন্ধী প্রবেশাধিকার | আছে |
মাগুরা রেলওয়ে স্টেশন বাংলাদেশের খুলনা বিভাগের মাগুরা জেলার মাগুরা সদর উপজেলায় নির্মানাধীন মাগুরা জেলার একমাত্র রেলওয়ে স্টেশন।[১][২][৩]
ইতিহাস
[সম্পাদনা]২০১৮ সালের ২৫ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত রেলপথ নির্মাণ প্রকল্প অনুমোদন হয়। দুটি প্যাকেজে ১৯ দশমিক ৯ কিলোমিটার মূল রেলপথ, কামারখালী ও মাগুরা স্টেশনে চার দশমিক ৯ কিলোমিটার লুপ লাইন, কামারখালী ও মাগুরা রেলওয়ে স্টেশন ভবন নির্মাণ, ২৭টি ছোট সেতু ও কালভার্ট নির্মাণ, ইলেকট্রিক ও সিগন্যালিং ব্যবস্থা তৈরি করা হবে।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "মাগুরায় রেলওয়ে স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন - দৈনিক শ্যামল বাংলা"। www.dailyshamolbangla.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২২।
- ↑ সংবাদদাতা, নিজস্ব; ফরিদপুর (২০২২-০৮-০২)। "মধুখালী-মাগুরা রেলপথ প্রকল্পের সময় বাড়ছে, ব্যয় নয়: রেলমন্ত্রী"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২২।
- ↑ zahid (২০২২-০৮-০২)। "মাগুরার ঠাকুরবাড়িতে রেলস্টেশন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন"। মাগুরা প্রতিদিন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২২।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "রেল নেটওয়ার্কে আসছে মাগুরা"। আমাদের সময় (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২২।