রহনপুর কমিউটার
অবয়ব
সংক্ষিপ্ত বিবরণ | |
---|---|
পরিষেবা ধরন | কমিউটার ট্রেন |
বর্তমান পরিচালক | বাংলাদেশ রেলওয়ে |
যাত্রাপথ | |
শুরু | |
শেষ | |
পরিষেবার হার | ৬ দিন (মঙ্গলবার বন্ধ) |
রেল নং | ৫৭/৭৭ |
যাত্রাপথের সেবা | |
আসন বিন্যাস | আছে |
ঘুমানোর ব্যবস্থা | নাই |
অটোরেক ব্যবস্থা | নাই |
খাদ্য সুবিধা | নাই |
পর্যবেক্ষণ সুবিধা | আছে |
বিনোদন সুবিধা | আছে |
মালপত্রের সুবিধা | আছে |
কারিগরি | |
ট্র্যাক গেজ | ১,৬৭৬ মিলিমিটার (৫ ফুট ৬ ইঞ্চি) |
রহনপুর কমিউটার (ট্রেন নাম্বার-৫৭/৭৭) বাংলাদেশ রেলওয়ে পরিচালিত একটি কমিউটার ট্রেন। ট্রেনটি যাত্রাপথে পাবনা জেলা, নাটোর জেলা, রাজশাহী জেলা ও চাঁপাইনবাবগঞ্জ জেলাকে সংযুক্ত করেছে। রহনপুর কমিউটার রাজশাহী/ঈশ্বরদী কমিউটার ট্রেনের সাথে রেক বিনিময় করে চলাচল করে।
নামকরণ
৫৭/৫৮/৭৭/৭৮ নং ট্রেন ১০ই জানুয়ারি ২০২০ সালের পূর্বে রাজশাহী কমিউটার নামে চলাচল করতো। এরপর ট্রেনটিকে তিনটি ভিন্ন নাম দেওয়া হয়।
- ৫৮ নং রাজশাহী কমিউটার
- ৭৮ নং ঈশ্বরদী কমিউটার ও
৫৭/৭৭ নং রহনপুর কমিউটার।
স্টেশন তালিকা
রহনপুর কমিউটার যাত্রা পথে যেসকল রেলওয়ে স্টেশন দিয়ে চলাচল করে নিম্নে তা উল্লেখ করা হলো:
- ঈশ্বরদী রেলওয়ে স্টেশন
- আজিমনগর রেলওয়ে স্টেশন
- আব্দুলপুর রেলওয়ে স্টেশন
- লোকমানপুর রেলওয়ে স্টেশন
- আড়ানী রেলওয়ে স্টেশন
- নন্দনগাছি রেলওয়ে স্টেশন
- সরদহ রেলওয়ে স্টেশন
- বেলপুকুর রেলওয়ে স্টেশন
- হরিয়ান রেলওয়ে স্টেশন
- রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশন
- রাজশাহী রেলওয়ে স্টেশন
- রাজশাহী কোর্ট রেলওয়ে স্টেশন
- সিতলাই রেলওয়ে স্টেশন
- চব্বিশনগর রেলওয়ে স্টেশন
- কাকনহাট রেলওয়ে স্টেশন
- ললিতনগর রেলওয়ে স্টেশন
- আমনুরা জংশন রেলওয়ে স্টেশন
- নিজামপুর রেলওয়ে স্টেশন
- নাচোল রেলওয়ে স্টেশন
- গোলাবাড়ী রেলওয়ে স্টেশন
- রহনপুর রেলওয়ে স্টেশন।
সময়সূচি
রহনপুর কমিউটার ট্রেনের সময়সূচি নিম্নে উল্লেখ করা হলো: (বাংলাদেশ রেলওয়ের ৫২তম সময়সূচি অনুযায়ী)
- ৫৭ নং রহনপুর কমিউটার = ঈশ্বরদী থেকে ছাড়ে সকাল ৭টায়, রহনপুর পৌঁছায় সকাল ১১টা ১০ মিনিটে।
- ৭৭ নং রহনপুর কমিউটার = রাজশাহী থেকে ছাড়ে বিকাল ৫টা ২০ মিনিটে, রহনপুর পৌঁছায় বিকাল ৪টা ৩০ মিনিটে।
- ৫৮/৭৮ নং ট্রেন হচ্ছে রাজশাহী/ঈশ্বরদী কমিউটার।[১]
তথ্যসূত্র
- ↑ "রাজশাহী-ট্রেনের-সময়সূচী"। www.railway.gov.bd। সংগ্রহের তারিখ ২০২০-০৩-২৪।