জাহানাবাদ এক্সপ্রেস
অবয়ব
সংক্ষিপ্ত বিবরণ | |
---|---|
পরিষেবা ধরন | আন্তঃনগর ট্রেন |
প্রথম পরিষেবা | ২৪ ডিসেম্বর ২০২৪ |
বর্তমান পরিচালক | বাংলাদেশ রেলওয়ে |
যাত্রাপথ | |
শুরু | খুলনা |
বিরতি | |
শেষ | ঢাকা |
ভ্রমণ দূরত্ব | ২১২ কিলোমিটার (১৩২ মাইল) |
যাত্রার গড় সময় | ৩ ঘন্টা ৪৫ মিনিট |
পরিষেবার হার | ২ |
রেল নং | ৮২৫/৮২৬ |
কারিগরি | |
গাড়িসম্ভার | ১২/১৪ |
রেক ভাগকরণ | রূপসী বাংলা এক্সপ্রেস |
জাহানাবাদ এক্সপ্রেস (ট্রেন নং ৮২৫/৮২৬) বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত একটি আন্তঃনগর ট্রেন। ২০২৪ সালের ২৪ ডিসেম্বর থেকে ট্রেনটি যাত্রা শুরু করে।[১][২] ট্রেনটিতে মোট ১২টি কোচ রয়েছে। এর মধ্যে ১১টি যাত্রীবাহী ও ১টি পণ্যবাহী। ১১টি কোচে ৭৬৮টি আসন সংখ্যা রয়েছে। ট্রেনটির সাপ্তাহিক বন্ধ সোমবার। বাকি ছয় দিনে দুইবার খুলনা-ঢাকা এবং ঢাকা-বেনাপোল পথে চলাচল করে।[৩][৪]
সময়সূচী
[সম্পাদনা]ট্রেন
নং |
প্রান্তিক
স্টেশন |
ছাড়ার
সময় |
গন্তব্য
স্টেশন |
পৌছার
সময় |
সাপ্তাহিক
ছুটি |
---|---|---|---|---|---|
৮২৫ | খুলনা | ০৬:০০ | ঢাকা | ০৯:৪৫ | সোমবার |
৮২৬ | ঢাকা | ২০:০০ | খুলনা | ২৩:৪০ |
সময়সূচী পরিবর্তনশীল বিধায় বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সর্বশেষ সময়সূচী জানা যেতে পারে
যাত্রাবিরতি
[সম্পাদনা]অনেক সময় বাংলাদেশ রেলওয়ে কর্তৃক কোনো ট্রেনের যাত্রাবিরতি পরিবর্তিত হতে পারে। নিম্নোক্ত তালিকাটি অনির্দিষ্টকাল পর্যন্ত কার্যকর। এক্ষেত্রে বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সর্বশেষ তথ্যাদি জানা যেতে পারে।
- খুলনা রেলওয়ে স্টেশন
- নওয়াপাড়া রেলওয়ে স্টেশন
- সিঙ্গিয়া রেলওয়ে স্টেশন
- নড়াইল রেলওয়ে স্টেশন
- লোহাগড়া রেলওয়ে স্টেশন
- কাশিয়ানী রেলওয়ে স্টেশন
- ভাঙ্গা রেলওয়ে স্টেশন
- ঢাকা রেলওয়ে স্টেশন
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ঢাকা-খুলনা নতুন রুটে যাত্রীবাহী ট্রেন ছুটবে ২৪ ডিসেম্বর"। দৈনিক ইত্তেফাক। ২০২৪-১২-১৮। সংগ্রহের তারিখ ২০২৪-১২-১৮।
- ↑ "পদ্মাসেতু হয়ে ঢাকা থেকে খুলনা ও বেনাপোলে আরও ২ জোড়া ট্রেন"। ডেইলি স্টার (বাংলা)। ২০২৪-১২-১৮। সংগ্রহের তারিখ ২০২৪-১২-১৮।
- ↑ "খুলনা-ঢাকা রুটে নতুন ট্রেন 'জাহানাবাদ এক্সপ্রেস' চলাচল শুরু"। সমকাল। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০২৪।
- ↑ "খুলনা-ঢাকা রুটে নতুন ট্রেন 'জাহানাবাদ এক্সপ্রেস' চলাচল শুরু"। ঢাকা পোস্ট। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০২৪।