আজিমনগর রেলওয়ে স্টেশন
অবয়ব
আজিমনগর রেলওয়ে স্টেশন | |
---|---|
বাংলাদেশের রেলওয়ে স্টেশন | |
![]() | |
অবস্থান | নাটোর জেলা রাজশাহী বিভাগ![]() |
মালিকানাধীন | বাংলাদেশ রেলওয়ে |
পরিচালিত | পশ্চিমাঞ্চল রেলওয়ে |
লাইন | চিলাহাটি–পার্বতীপুর–সান্তাহার–দর্শনা লাইন |
প্ল্যাটফর্ম | ২ |
রেলপথ | ৩ |
ট্রেন পরিচালক | বাংলাদেশ রেলওয়ে |
নির্মাণ | |
গঠনের ধরন | মানক |
পার্কিং | আছে |
সাইকেলের সুবিধা | আছে |
প্রতিবন্ধী প্রবেশাধিকার | আছে |
অন্য তথ্য | |
অবস্থা | সক্রিয় |
ইতিহাস | |
চালু | ? |
অবস্থান | |
![]() |
আজিমনগর রেলওয়ে স্টেশন বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটোর জেলার লালপুর উপজেলার গোপালপুরে অবস্থিত একটি রেলওয়ে স্টেশন।রেলওয়ে স্টেশনটি বাংলাদেশের পশ্চিমাচল রেলওয়ের অন্তর্ভুক্ত। যার দক্ষিণে ঈশ্বরদী এবং উত্তরে আব্দুলপুর রেলওয়ে জংশন অবস্থিত।
ইতিহাস
[সম্পাদনা]১৮৭৮ সালে কলকাতা থেকে শিলিগুড়ি রেলপথ স্থাপনের সময় আজিমনগর রেলওয়ে স্টেশনটি স্থাপিত হয়। শিলিগুড়ি - কলকাতা ট্রেনসমূহ এইপথেই যাতায়াত করত একসময়। ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধের অজুহাতে কলকাতা -শিলিগুড়ি ট্রেন চলাচল বন্ধ করে দেয় পাক-সরকার । এই রুটে ট্রেন চলাচল হ্রাস পেলেও যমুনা বহুমুখী সেতু চালুর পর পুনরায় এই রেলরুট ব্যস্ততম রেলরুটে পরিণত হয়। আজিমনগর রেলওয়ে স্টেশনটির পূর্ব নাম ছিল গোপালপুর রেলওয়ে স্টেশন।
অবকাঠামো
[সম্পাদনা]লাইন সংখ্যা পূর্ব দিক হতে | লাইন ১ | লাইন ২ | লাইন ৩ |
---|---|---|---|
প্লার্টফর্ম | প্লাটফর্ম ১ | প্রপ্লাটফর্ম ২ | প্লাটফর্ম অনুপস্থিত |
লাইনেই ধরণ | প্রধান লাইন | প্রধান লাইন | লুপ লাইন |
গেজ | ডুয়েল গেজ | ডুয়েল গেজ | ডুয়েল গেজ |
পরিষেবা |
|
|
|
পরিসেবা
[সম্পাদনা]আজিমনগর রেলওয়ে স্টেশন দিয়ে যেসব ট্রেন যাত্রাবিরতি করে নিম্নে তা উল্লেখ করা হলো:
ট্রেনের নং | নের নাম | আজিমনগর রেলওয়ে স্টেশন সময় | গন্তব্য ডাউন | গন্তব্য আপ | সাপ্তাহিক বন্ধ | ট্রেনের ধরন | পরিষেবা | রেক | |
---|---|---|---|---|---|---|---|---|---|
1 | ৭৫১/৭৫২ | লালমনি এক্সপ্রেস | ঢাকা | লালমনিরহাট | শুক্রবার | আন্তঃনগর | চালু | লাল-সবুজ পিটি ইনকা কোচ২০১৯ | |
2 | ৭১৫/৭১৬ | কপোতাক্ষ এক্সপ্রেস | খুলনা | রাজশাহী | মঙ্গলবার | আন্তঃনগর | চালু | লাল-সবুজ পিটি ইনকা কোচ২০১৬ | |
3 | ৭৬১/৭৬২ | সাগরদাঁড়ি এক্সপ্রেস | খুলনা | রাজশাহী | সোমবার | আন্তঃনগর | চালু | এল এইচ বি ২০১৬ | |
4 | ৭৭৯/৭৮০ | ঢালারচর এক্সপ্রেস | ঢালারচর(পাবনা) | রাজশাহী | ৭৭৯ বৃহস্পতিবার
৭৮০ বুধবার |
আন্তঃনগর | চালু | ভ্যাকুয়াম রেক | |
5 | ৫/৬ | রাজশাহী এক্সপ্রেস | ঢাকা | চাঁপাইনবাবগঞ্জ | নেই | কমিউটার | চালু | ভ্যাকুয়াম রেক | |
6 | ১৫/১৬ | মহানন্দা এক্সপ্রেস | খুলনা | চাঁপাইনবাবগঞ্জ | নেই | মেইল | চালু | ভ্যাকুয়াম রেক | |
7 | ২৩/২৪ | রকেট এক্সপ্রেস | খুলনা | পার্বতীপুর | নেই | মেইল | চালু | ভ্যাকুয়াম রেক | |
8 | ৫৭ | রাজশাহী কমিউটার | ঈশ্বরদী | রহনপুর | বুধবার | কমিউটার | চালু | ভ্যাকুয়াম রেক | |
9 | ৫৮ | ঈশ্বরদী কমিউটার | ঈশ্বরদী | রহনপুর | বুধবার | কমিউটার | চালু | ভ্যাকুয়াম রেক | |
10 | ৭৭/৭৮ | রহনপুর কমিউটার | ঈশ্বরদী | রহনপুর | বুধবার | কমিউটার | চালু | ভ্যাকুয়াম রেক |