রূপসা এক্সপ্রেস
রূপসা এক্সপ্রেস | |
---|---|
সংক্ষিপ্ত বিবরণ | |
পরিষেবা ধরন | আন্তঃনগর ট্রেন |
অবস্থা | পরিচালিত হচ্ছে |
প্রথম পরিষেবা | ৫ মে ১৯৮৬ |
বর্তমান পরিচালক | পশ্চিমাঞ্চল রেলওয়ে |
যাত্রাপথ | |
শুরু | খুলনা রেলওয়ে স্টেশন |
শেষ | চিলাহাটি রেলওয়ে স্টেশন |
ভ্রমণ দূরত্ব | ৪৪৬ কিলোমিটার (২৭৭ মাইল) |
যাত্রার গড় সময় | ১০ ঘন্টা |
পরিষেবার হার | সপ্তাহে ৬ দিন (বৃহস্পতিবার বন্ধ) |
রেল নং | ৭২৭/৭২৮ |
যাত্রাপথের সেবা | |
শ্রেণী | শোভন চেয়ার, তাপানুকূল চেয়ার, কেবিন ইত্যাদি |
আসন বিন্যাস | আছে |
ঘুমানোর ব্যবস্থা | আছে |
খাদ্য সুবিধা | আছে |
বিনোদন সুবিধা | আছে |
কারিগরি | |
গাড়িসম্ভার | লাল-সবুজ পিটি ইনকা কোচ (লোড ১৩/২৬) |
ট্র্যাক গেজ | ব্রডগেজ |
রক্ষণাবেক্ষণ | খুলনা/চিলাহাটি বেজ |
রেক ভাগকরণ | সীমান্ত এক্সপ্রেস |
রূপসা এক্সপ্রেস(ট্রেন নম্বর- ৭২৭/৭২৮) বাংলাদেশ রেলওয়ের অধীনে পরিচালিত খুলনা থেকে চিলাহাটি পর্যন্ত চলাচলকারী একটি আন্তঃনগর ট্রেন। এটি একটি জনপ্রিয় ও বিলাসবহুল আন্তঃনগর ট্রেন। যা বাংলাদেশ রেলওয়ে একটি অন্যতম দীর্ঘ রুট। রূপসা এক্সপ্রেস ছাড়াও খুলনা-চিলাহাটি রুটে সীমান্ত এক্সপ্রেস চলাচল করে।
ইতিহাস
[সম্পাদনা]বাংলাদেশে যে কয়েকটি দীর্ঘ রেল রুট রয়েছে তার মধ্যে খুলনা চিলাহাটি অন্যতম। ব্রডগেজে চলাচলকারী রূপসা এক্সপ্রেস উদ্বোধন হয় ৫ই মে ১৯৮৬ খ্রিস্টাব্দে।
সময়সূচী
[সম্পাদনা](বাংলাদেশ রেলওয়ের সময়সূচী পরিবর্তনশীল। বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সর্বশেষ সময়সূচী যাচাই করার জন্য অনুরোধ করা হলো। নিম্নোক্ত সময়সূচীটি বাংলাদেশ রেলওয়ের ৫২তম সময়সূচী অনুযায়ী, যা ২০২০ সালের ১০ই জানুয়ারি হতে কার্যকর।)
ট্রেন
নং |
উৎস | প্রস্থান | গন্তব্য | প্রবেশ | সাপ্তাহিক
ছুটি |
---|---|---|---|---|---|
৭২৭ | খুলনা | ০৭:১০ | চিলাহাটি | ১৬:৪০ | বৃহষ্পতিবার |
৭২৮ | চিলাহাটি | ০৮:৩০ | খুলনা | ১৮:৩০ |
যাত্রাবিরতি
[সম্পাদনা](অনেকসময় বাংলাদেশ রেলওয়ে কর্তৃক কোনো ট্রেনের যাত্রাবিরতি পরিবর্তিত হতে পারে। নিম্নোক্ত তালিকাটি ২০২০ সাল অব্দি কার্যকর।)
- নওয়াপাড়া
- যশোর জংশন
- মোবারকগঞ্জ
- কোটচাঁদপুর
- দর্শনা হল্ট
- চুয়াডাঙ্গা
- আলমডাঙ্গা
- পোড়াদহ জংশন
- ভেড়ামারা
- পাকশী
- ঈশ্বরদী জংশন
- নাটোর
- আহসানগঞ্জ
- সান্তাহার জংশন
- আক্কেলপুর
- জয়পুরহাট
- বিরামপুর
- ফুলবাড়ী
- পার্বতীপুর জংশন
- সৈয়দপুর
- নীলফামারী
- ডোমার