উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা হাকিম ডিগ্রী কলেজ

স্থানাঙ্ক: ২২°২২′২৪″ উত্তর ৯১°৪৬′১৬″ পূর্ব / ২২.৩৭৩২৪৭° উত্তর ৯১.৭৭১১৪৮° পূর্ব / 22.373247; 91.771148
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা হাকিম ডিগ্রী কলেজ
স্থাপিত১৯৯৪
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি
জাতীয় বিশ্ববিদ্যালয়
চেয়ারম্যানএম. শাহীন আলম
অধ্যক্ষমোহাম্মদ আলগীর
ঠিকানা
সিটি গেট, চট্টগ্রাম
,
২২°২২′২৪″ উত্তর ৯১°৪৬′১৬″ পূর্ব / ২২.৩৭৩২৪৭° উত্তর ৯১.৭৭১১৪৮° পূর্ব / 22.373247; 91.771148
শিক্ষাঙ্গনঊরবান
ভাষাবাংলা, ইংরেজি
ক্রীড়াক্রিকেট, ফুটবল
ওয়েবসাইটwww.ukamhc.edu.bd
মানচিত্র

উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা হাকিম ডিগ্রী কলেজ চট্টগ্রামের সিটি গেইট এলাকায় অবস্থিত। এটি ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়। কলেজটি মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন দ্বারা পরিচালিত হয়।[১]

ইতিহাস[সম্পাদনা]

শিল্পপতি ও শিক্ষানুরাগী দুই ভাই আলহাজ্ব মোহাম্মদ আবু তাহের ও আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলমের প্রত্যক্ষ সহযোগীতায়, পরিশ্রমে ও তাদের পরিবারের একক অর্থানুকূল্যে এবং তাদেরই পিতার স্মৃতি বহনার্থে ১৯৯৪ সালে এই কলেজ প্রতিষ্ঠিত হয়।[২]

অবস্থান[সম্পাদনা]

চট্টগ্রাম জেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের "সিটি গেইট" এলাকায় এর অবস্থান।

শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]

এই কলেজে একাদশ-দ্বাদশ শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে পড়ানো হয়। এছাড়া উচ্চ পর্যায়ে রয়েছে ডিগ্রি লেভেল। সম্প্রতি এই কলেজে অনার্স শাখা চালু হয়েছে। এর জন্য কলেজের নিজস্ব তহবিল থেকে ৭০ লাখ টাকা ব্যয়ে চারতলা ভবন নির্মানের কাজ শুরু হয়েছে।[৩]

বিভাগ[সম্পাদনা]

  • এইচএসসি কোর্স:
  1. বিজ্ঞান
  2. ব্যবসা
  3. মানবিক
  • ডিগ্রি (পাস) কোর্স:
  1. বি.এ বিভাগ (পাস)
  2. বি এস এস বিভাগ (পাস)
  3. বি. বি. এস. বিভাগ (পাস)
  • অনার্স কোর্স:
  1. দর্শন বিভাগ
  2. অর্থনীতি বিভাগ
  3. হিসাবরক্ষণ বিভাগ
  4. পরিচালনা বিভাগ
  • মাস্টার্সের ফাইনাল কোর্স:
  1. হিসাবরক্ষণ বিভাগ
  2. পরিচালনা বিভাগ

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "মোস্তফা হাকিম গ্রুপের অধীনস্থ প্রতিষ্ঠানসমূহ"। ২৯ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৬ 
  2. "মোস্তফা হাকিম কলেজের ইতিহাস"। ১৬ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৬ 
  3. "মোস্তফা হাকিম কলেজে অনার্স ভবন ও অরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন"