পানামা
পানামা প্রজাতন্ত্র República de Panamá | |
---|---|
জাতীয় সঙ্গীত: Himno Istmeño | |
![]() | |
রাজধানী ও বৃহত্তম নগরী বা বসতি | পানামা সিটি |
সরকারি ভাষা | স্পেনীয় |
জাতীয়তাসূচক বিশেষণ | পানামানীয় |
সরকার | সাংবিধানিক গণতন্ত্র |
লরেন্তিনো কর্টিজো | |
স্বাধীনতা | |
• স্পেন থেকে | নভেম্বর ২৮, ১৮২১ |
• কলম্বিয়া থেকে | নভেম্বর ৩, ১৯০৩ |
আয়তন | |
• মোট | ৭৫,৪১৭ কিমি২ (২৯,১১৯ মা২)[১] (৭৫,৪১৭ বর্গ কিলোমিটার। ১১৬ তম) |
• পানি/জল (%) | ২.৯ |
জনসংখ্যা | |
• ২০১৬ আনুমানিক | ৪,০৩৪,১১৮ |
• 2010 আদমশুমারি | ৩,৪০৫,৮১৩[২] |
• ঘনত্ব | ৪৫.৯ /কিমি২ (১১৮.৯ /বর্গমাইল) |
জিডিপি (পিপিপি) | 2018 আনুমানিক |
• মোট | $107.037 billion[৩] |
• মাথাপিছু | $25,737[৩] |
জিডিপি (মনোনীত) | 2018 আনুমানিক |
• মোট | $63.683 billion[৩] (78) |
• মাথাপিছু | $15,313[৩] (52) |
জিনি (2015) | ![]() উচ্চ |
মানব উন্নয়ন সূচক (2015) | ![]() উচ্চ · 60th |
মুদ্রা | বালবোয়া, মার্কিন ডলার (পিএবি, ইউএসডি) |
সময় অঞ্চল | ইউটিসি-৫ |
• গ্রীষ্মকালীন (ডিএসটি) | ইউটিসি-৫ |
কলিং কোড | ৫০৭ |
ইন্টারনেট টিএলডি | .পিএ |
পানামা উত্তর আমেরিকা মহাদেশের দক্ষিণাংশের একটি রাষ্ট্র। উত্তর ও দক্ষিণ আমেরিকার সংযোগস্থলে অবস্থিত এই দেশটি পূর্বে কলম্বিয়ার অধীন ছিল। পানামার রাজধানীর নাম পানামা সিটি। পানামাতে আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর এর সংযোগকারী পানামা খাল অবস্থিত।
রাজনীতি[সম্পাদনা]
১৮২১ সালে স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভের সময় থেকেই পানামাতে গণতান্ত্রিক ঐতিহ্য বিদ্যমান। পানামাতে ১৯০৩, ১৯৪৬ এবং ১৯৭২ সালে তিনবার সংবিধান রচনা করা হয়েছে। ১৯৮৩ সালে সংবিধানে বড় ধরনের সংশোধন আনা হয়। ১৮ বছর বা তদুর্ধ্ব বয়সের সব নাগরিকের নির্বাচনে ভোট দেওয়া বাধ্যতামূলক।
পানামার গণতান্ত্রিক ঐতিহ্যের বিপরীতে ১৯৩০-এর দশক থেকেই দেশটির সেনাবাহিনী দেশের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করে আসছে। সামরিক বাহিনী ১৯৬৮ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত সরকারের নিয়ন্ত্রণে ছিল। পানামার সরকারীভাবে কোন সেনাবাহিনী নেই। ১৯০৩ সাল থেকে মার্কিন সেনাবাহিনী দেশটির প্রতিরক্ষার দায়িত্বে নিয়োজিত। তবে ইতিহাসের বিভিন্ন সময়ে দেশের অভ্যন্তরে একটি সামরিক পুলিশ বাহিনী সবসময়ই বিদ্যমান ছিল। এটি বিভিন্ন সময়ে জাতীয় পুলিশ (১৯০৩-১৯৫৩), জাতীয় গার্ড (১৯৫৩-১৯৮৩), পানামা প্রতিরক্ষা বাহিনী (১৯৮৩-১৯৮৯), এবং গণবাহিনী (১৯৯০-) নামে পরিচিত।
১৯৪০-এর দশকের শেষ নাগাদ পুলিশ কমান্ডার হোসে আন্তোনিও রেমন রাষ্ট্রপতি বাছাই ও অপসারণের ক্ষমতা নিয়ে নেন। ১৯৫২ সালে তিনি নিজেই দেশের রাষ্ট্রপতি হয়ে যান। ১৯৫৫ সালে তাকে হত্যা করা হলে পুলিশ সরকারে সক্রিয় ভূমিকা থেকে বিরত হয়। কিন্তু ১৯৬৮ সালে দুইজন কর্নেল একটি সামরিক কু-এর মাধ্যমে রাষ্ট্রপতিকে উৎখাত করেন এবং পানামাতে ২২ বছর দীর্ঘ স্বৈরশাসনের সূচনা হয়। এসময় ওমার তোররিহোস এররেরা (১৯৬৯-১৯৮১), এবং মানুয়েল নোরিয়েগা (১৯৮৪-১৯৮৯) ছিলেন প্রধান রাষ্ট্রনায়ক। ১৯৮৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্র পানামা আক্রমণ করে নোরিয়েগাকে অপসারণ করে, সেনাবাহিনী ভেঙে দেয় এবং দেশটিতে বেসামরিক সরকার পুনঃপ্রতিষ্ঠিত করে।
প্রশাসনিক অঞ্চলসমূহ[সম্পাদনা]
ভূগোল[সম্পাদনা]
অর্থনীতি[সম্পাদনা]
দেশটি মধ্য আমেরিকার অন্যান্য দেশগুলোর তুলনায় অথনৈতিক দিক দিয়ে অত্যন্ত উচ্চ।দেশটি পৃথিবীর ধনী দেশগুলোর মধ্যে অন্যতম একটি রাষ্ট্র।
জনসংখ্যা[সম্পাদনা]
সংস্কৃতি[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Demographic Yearbook – Table 3: Population by sex, rate of population increase, surface area and density" (PDF)। United Nations Statistics Division। ২০১২। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ৪, ২০১৭। http://unstats.un.org/unsd/demographic/products/dyb/dyb2012.htm
- ↑ Distribución territorial y migración interna en Panamá: Censo 2010 (পিডিএফ) (প্রতিবেদন) (স্পেনীয় ভাষায়)। INEC। ২০১৪। পৃষ্ঠা 2। সংগ্রহের তারিখ ডিসেম্বর ২২, ২০১৫।
- ↑ ক খ গ ঘ "World Economic Outlook Database: Panama"। International Monetary Fund। ১ অক্টোবর ২০১৭। সংগ্রহের তারিখ মার্চ ২০, ২০১৮।
- ↑ "Gini Index"। World Bank। সংগ্রহের তারিখ নভেম্বর ২, ২০১৭।
- ↑ "2015 Human Development Report" (পিডিএফ)। United Nations Development Programme। ২০১৫। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১৫, ২০১৫।
আরও দেখুন[সম্পাদনা]
বহিঃসংযোগ[সম্পাদনা]
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |