শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় | |
![]() | |
ধরন | সরকারি বিশ্ববিদ্যালয় |
---|---|
স্থাপিত | ২০১৮ |
আচার্য | রাষ্ট্রপতি আব্দুল হামিদ |
উপাচার্য | ড. রফিক উল্লাহ খান |
প্রশাসনিক ব্যক্তিবর্গ | ১০ জন |
শিক্ষার্থী | প্রায় ২১০ |
স্নাতক | চালু আছে |
অবস্থান | , , বাংলাদেশ |
শিক্ষাঙ্গন | ৫০০ একর |
পোশাকের রঙ | সবুজ |
ওয়েবসাইট | shu |
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশ সরকারের অথার্য়নে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। ২০১৭ সালের ৩০ জানুয়ারি নিয়মিত মন্ত্রীসভায় নেত্রকোণা জেলায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় স্থাপনের নীতি পাশ হয়, যেটির সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। প্রথমদিকে এটিকে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে স্থাপনের কথা থাকলেও পরে সাধারণ বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞানের পাশাপাশি মানবিক, বাণিজ্যের বিষয়গুলোও এখানে পড়ানো হবে। বর্তমানে বাংলাদেশে ৩৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। একই দিনে জামালপুরে আরেকটি নতুন পাবলিক বিশ্ববিদ্যালয়ও প্রতিষ্ঠার জন্য অনুমোদন দেয়া হয়। নতুন দুটি বিশ্ববিদ্যালয় নিয়ে এর সংখ্যা হবে ৪০টি।[১][২][৩][৪][৫]
ইতিহাস[সম্পাদনা]
শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার নামে নেত্রকোনায় এটি প্রতিষ্ঠিত হয়। এটি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. রফিক উল্লাহ খান স্বপ্ন দেখেন যে এই বিশ্ববিদ্যালয় একদিন আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হবে। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এগিয়ে নিয়ে যাবে এদেশেকে।[মৌলিক গবেষণা?]
রাজনৈতিক সংগঠন[সম্পাদনা]
অনুষদ ও বিভাগ[সম্পাদনা]
বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে ৩টি অনুষদের অধীনে ৪টি বিভাগ আছে।
কলা অনুষদ[সম্পাদনা]
- বাংলা[তথ্যসূত্র প্রয়োজন]
- ইংরেজি[তথ্যসূত্র প্রয়োজন]
সামাজিক বিজ্ঞান অনুষদ[সম্পাদনা]
- অর্থনীতি
বিজ্ঞান অনুষদ[সম্পাদনা]
- কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ
উপাচার্যবৃন্দ[সম্পাদনা]
প্রফেসর ড. রফিক উল্লাহ খান এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা উপাচার্য। ২০১৮ খ্রিষ্টাব্দের ১ আগস্ট তিনি এই বিশ্ববিদ্যালয়টির দায়িত্ব প্রাপ্ত হন।[৬]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Netrokona, Jamalpur to get public universities"। bdnews24.com। ৩০ জানুয়ারি ২০১৭।
- ↑ "Two more public versities to be set up in jamalpur netrokona"। themorningbellbd.com। ৩০ জানুয়ারি ২০১৭। ৩০ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০১৭।
- ↑ "আসছে আরও দুটি বিশ্ববিদ্যালয়"। prothom-alo.com। ৩০ জানুয়ারি ২০১৭।
- ↑ "Govt to set up 4 more public universities"। Daily Sun। Dhaka। ৩০ জানুয়ারি ২০১৭। ২ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০১৭।
- ↑ "Govt set 2 new universities"। The Daily Star। ৩০ জানুয়ারি ২০১৭।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০১৮।