২১ জুলাই
অবয়ব
(জুলাই ২১ থেকে পুনর্নির্দেশিত)
<< | জুলাই | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ | |||
২০২৪ |
২১ জুলাই গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২০২তম (অধিবর্ষে ২০৩তম) দিন। বছর শেষ হতে আরো ১৬৩ দিন বাকি রয়েছে।
ঘটনাবলী
[সম্পাদনা]- ১৬৫৮ - মোগল সম্রাট আওরঙ্গজেব দিল্লীর সিংহাসনে আরোহণ করেন।
- ১৭১৩ - রাশিয়ার জার পিটার দ্য গ্রেটের ভবিষ্যত পরিকল্পনা অনুযায়ী পারস্য উপসাগরের পানি সীমা পর্যন্ত নিজেদের সাম্রাজ্য। ক্রমবিস্তারের লক্ষ্যে জর্জিয়াকে ইরান থেকে পৃথক করার প্রথম পদক্ষেপ নিয়েছিল।
- ১৭৯৮ - নেপোলিয়ন বোনাপার্ট মিসরের যুদ্ধে জয়লাভ করেন।
- ১৮৩১ - নেদারল্যান্ডের অন্তর্গত বেলজিয়াম স্বাধীনতা লাভ করে।
- ১৮৬৬ - লন্ডনে কলেরায় শতাধিক লোকের মৃত্যু হয়।
- ১৮৮৩ - ভারতের প্রথম রঙ্গমঞ্চ স্টার থিয়েটারের উদ্বোধন।
- ১৮৮৪ - লর্ডসে প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচ শুরু হয়।
- ১৮৮৮ - ব্রিটিশ নাগরিক জন বয়েড ডানলপ বায়ুচালিত টায়ার আবিষ্কার করেন।
- ১৯৫৪ - জেনেভা সম্মেলন শেষে ভিয়েতনাম এবং ফ্রান্সের মধ্যে যুদ্ধ বিরতি চুক্তি স্বাক্ষরিত হয়।
- ১৯৫৯ - মার্কিন যুক্তরাষ্ট্রে পারমাণবিক শক্তিচালিত প্রথম বাণিজ্যতরী সাগরে ভাসানো হয়।
- ১৯৬৮ - আসামের করিমগঞ্জে দিব্যেন্দু ও জগন্ময় বাংলা ভাষার মর্যাদা রক্ষায় শহীদ হন।
- ১৯৬৯ - চাঁদে মানুষের প্রথম পৌঁছানো।
- ১৯৭৬ - মুক্তিযোদ্ধা কর্নেল আবু তাহেরের ফাঁসি কার্যকর।
জন্ম
[সম্পাদনা]- ১৬২০ - জিন পিকার্ড, ফরাসি জোর্তির্বিদ।
- ১৬৬৪ - ম্যাথু প্রাইয়োর, ইংরেজ কবি ও কূটনীতিক।
- ১৬৯৩ - টমাস পেলহ্যাম-হোলস, নিউকাসল-আপন-টাইনের ১ম ডিউক, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী।
- ১৭১০ - পল মোরিং, জার্মান শল্যচিকিৎসক।
- ১৭৬২ - টিমোথি হাইনম্যান, রাস্তা নির্মাণের পথপ্রদর্শক।
- ১৮১৬ - পল রয়টার, জার্মান বংশোদ্ভূত ইংরেজ উদ্যোগপতি ও রয়টার সংবাদসংস্থার প্রতিষ্ঠাতা। (মৃ.২৫/০২/১৮৯৯)
- ১৮৬৩ - সি. অব্রে স্মিথ, বিখ্যাত ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা। (মৃ. ১৯৪৮)
- ১৮৯৩ - হান্স ফালাডা, জার্মান লেখক।
- ১৮৯৯ - হার্ট ক্রেন, আমেরিকান কবি। (মৃ. ১৯৩২
- ১৮৯৯ - আর্নেস্ট হেমিংওয়ে, মার্কিন উপন্যাসিক, ছোটগল্প রচয়িতা এবং সাংবাদিক। (মৃ.০২/০৭/১৯৬১)
- ১৯০৯ - মনোরঞ্জন ভট্টাচার্য, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে অগ্নিযুগের বিপ্লবী। (মৃ.১৯৩২)
- ১৯১১ - মার্শাল ম্যাকলুহান, কানাডিয়ান লেখক ও তাত্ত্বিক। (মৃ. ১৯৮০)
- ১৯১১ - উমাশঙ্কর যোশী, ভারতীয় বিখ্যাত বিদ্বজ্জন, কবি এবং ঔপন্যাসিক। (মৃ. ১৯৮৮)
- ১৯১৬ - পল রয়টার, জার্মান বংশোদ্ভূত ইংরেজ সাংবাদিক ও রয়টার্সের প্রতিষ্ঠিাতা।
- ১৯২৩ - রুডলফ মার্কাস, কানাডীয় বংশোদ্ভূত আমেরিকান রসায়নবিদ।
- ১৯৩০ - আনন্দ বক্সী, ভারতীয় কবি ও গীতিকার। (মৃ.৩০/০৩/২০০২)
- ১৯৩৪ - চান্দু বোর্দে, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।
- ১৯৪৪ - জন আটা মিলস, ঘানার আইনজীবী, রাজনীতিবিদ, ঘানার ৩য় প্রেসিডেন্ট।
- ১৯৪৫ - জিওফ ডাইমক, সাবেক অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেট তারকা।
- ১৯৪৫ - ব্যারি রিচার্ডস, সাবেক ও বিখ্যাত দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেট তারকা।
- ১৯৪৭ - চেতন চৌহান, সাবেক ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার।
- ১৯৪৮ - বেপে গ্রিলো, ইতালীয় কৌতুকাভিনেতা, অভিনেতা ও একটিভিস্ট।
- ১৯৫১ - রবিন উইলিয়ামস, আমেরিকান অভিনেতা, গায়ক এবং প্রযোজক। (মৃ. ২০১৪)
- ১৯৫৭ - স্টিফান লোফভেন, সুইডিশ ইউনিয়ন নেতা ও রাজনীতিবিদ ও ৩৩ তম প্রধানমন্ত্রী।
- ১৯৬০ - অমর সিং চমকিলা, ভারতীয় গায়ক এবং গীতিকার। (মৃ. ১৯৮৮)
- ১৯৬৮ - আদিত্য শ্রীবাস্তব , ভারতীয় অভিনেতা যিনি ভারতীয় টিভি সিরিজ সিআইডিতে সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ চরিত্রে অভিনয় করার জন্য বিখ্যাত ।[১]
- ১৯৭১ - শার্লত গ্যাঁসবুর, ব্রিটিশ-ফরাসি অভিনেত্রী ও গায়িকা।
- ১৯৭৫ - রবীন্দ্র পুষ্পকুমারা, শ্রীলঙ্কার ক্রিকেটার।
- ১৯৮৯ - জুনো টেম্পল, ইংরেজ অভিনেত্রী।
- ১৯৯০ - জেসন রয়, ইংলিশ ক্রিকেটার।
- ১৯৯৭ - কে.এম. ইয়ামিনুল হাসান আলিফ, বিশিষ্ট সাংবাদিক নেতা, ব্যবসায়ী ও রাজনীতিবিদ।
মৃত্যু
[সম্পাদনা]- ১০০৫ - ইবনে সাম্হ, স্পেনের বিখ্যাত মুসলিম গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী এবং চিকিৎসক।
- ১৭৯৬ - রবার্ট বার্নস, স্কটিশ কবি ও গীতিকার।
- ১৯০৬ - উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ভারতীয় ব্যারিস্টার এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের সহ-প্রতিষ্ঠাতা এবং প্রথম সভাপতি।(জ.২৯/১২/১৮৪৪)
- ১৯৩৫ - বাঙালি সঙ্গীতজ্ঞ দিনেন্দ্রনাথ ঠাকুর। (জ.১৬/১২/১৮৮২)
- ১৯৪৩ - চার্লস উইলিয়াম প্যাডক, আমেরিকান দৌড়বিদ।
- ১৯৪৪ - ক্লজ ফন স্টফেনবার্গ, জার্মান সামরিক কর্মকর্তা ও ক্যাথলিক অভিজাত সম্প্রদায়ভূক্ত ব্যক্তি। (জ. ১৯০৭)
- ১৯৪৬ - গোয়ালবার্তো ভিলারয়ল, বলিভিয়ার প্রেসিডেন্ট।
- ১৯৫০ - জন সি. উডস, নুরেমবার্গ বিচারের মৃত্যুদন্ড কার্যকরকারী আমেরিকান জল্লাদ।
- ১৯৫১ - মহাকবি কায়কোবাদ নামে সুপরিচিত কাজেম আলী কোরেশি।(জ.২৫/০২/১৮৫৭)
- ১৯৬৭ - আলবার্ট লুটুলি, নোবেল পুরস্কার বিজয়ী দক্ষিণ আফ্রিকান শিক্ষক ও রাজনীতিবিদ।
- ১৯৭২ - জিগমে দর্জি ওয়াংচুক, ভূটানের তৃতীয় ড্রূক গ্যালাপ (রাজা)। (জ. ১৯২৮)
- ১৯৭২ - র্যালফ ক্রেগ, আমেরিকান অ্যাথলেট।
- ১৯৭৬ - আবু তাহের, বীর উত্তম খেতাবপ্রাপ্ত বাংলাদেশী মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার।
- ১৯৯৮ - অ্যালান শেপার্ড, মার্কিন নৌ বৈমানিক ও নাসার নভোচারী। (জ. ১৯২৩)
- ২০০৪ - এডওয়ার্ড বি লুইস, মার্কিন জিনবিজ্ঞানী। (জ. ১৯১৮)
- ২০১২ - ডন উইলসন, ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার। (জ. ১৯৩৭)
- ২০১৫ - ই. এল. ডোক্টোরও, আমেরিকান ঔপন্যাসিক, গল্পকার ও নাট্যকার।
- ২০১৭ - জন হার্ড, আমেরিকান চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা। (জ. ১৯৪৬)
ছুটি ও অন্যান্য
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Aditya Srivastav"। IMDb। সংগ্রহের তারিখ ২০২০-০৯-১৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে ২১ জুলাই সংক্রান্ত মিডিয়া রয়েছে।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |