বগুড়া কমিউটার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বগুড়া কমিউটার
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনকমিউটার ট্রেন
বর্তমান পরিচালকবাংলাদেশ রেলওয়ে
যাত্রাপথ
শুরুসান্তাহার জংশন রেলওয়ে স্টেশন
বিরতি২৯টি
শেষলালমনিরহাট রেলওয়ে স্টেশন
ভ্রমণ দূরত্ব১৭৫ কিঃমিঃ
পরিষেবার হারদৈনিক
রেল নং১৯/২০
যাত্রাপথের সেবা
শ্রেণীশোভন
আসন বিন্যাসআছে
ঘুমানোর ব্যবস্থানাই
অটোরেক ব্যবস্থানাই
খাদ্য সুবিধানাই
পর্যবেক্ষণ সুবিধাআছে
বিনোদন সুবিধাআছে
মালপত্রের সুবিধাআছে
কারিগরি
গাড়িসম্ভারমিটারগেজ ট্রেন কোচ
ট্র্যাক গেজমিটারগেজ ১,০০০ মিলিমিটার (৩ ফুট   ইঞ্চি)

বগুড়া কমিউটার [১] বাংলাদেশ রেলওয়ের একটি কমিউটার ট্রেন। ট্রেনটি সান্তাহার থেকে লালমনিরহাট যাওয়ার পথে বগুড়া, গাইবান্ধা,রংপুরলালমনিরহাট জেলাকে সংযুক্ত করে। এছাড়াও একই রুটে পদ্মরাগ কমিউটার নামে আরেকটি ট্রেন চলে।

যাত্রাপথ[সম্পাদনা]

বগুড়া কমিউটার সান্তাহার থেকে লালমনিরহাট অভিমুখে মিটারগেজ রেলপথে চলাচল করে এবং যাত্রাপথে থাকা প্রায় সকল স্টেশনে যাত্রাবিরতি দেয়।

সময়সূচি[সম্পাদনা]

বগুড়া কমিউটার ট্রেনের সময়সূচি নিচে উল্লেখ করা হয়েছে -

নং উৎস প্রস্থান গন্তব্য প্রবেশ
২০ লালমনিরহাট সকাল ০৬:১০ সান্তাহার দুপুর ১২:৪৫
১৯ সান্তাহার দুপুর ০১:৫০ লালমনিরহাট রাত ০৮:৪০

স্টেশন তালিকা[সম্পাদনা]

বগুড়া কমিউটার যেসকল স্টেশন দিয়ে চলাচল করে নিম্নে তা উল্লেখ করা হলো:

সম্পর্কিত নিবন্ধ[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "লালমনিরহাটে স্টেশনে বগুড়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন"ক্রাইম পেট্রোল বাংলাদেশ। ২০১৭-১২-০৫। সংগ্রহের তারিখ ২০২০-০২-০৪ 
  2. রিপোর্টার, স্টাফ (২০১৯-০৩-১০)। "বগুড়া ট্রেনের সময়সূচি, কখন, কোথায়, কোন ট্রেন যাবে | MorningRinger"। সংগ্রহের তারিখ ২০২০-০২-০৪