গাইবান্ধা রেলওয়ে স্টেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গাইবান্ধা রেলওয়ে স্টেশন
বাংলাদেশের রেলওয়ে স্টেশন
Gaibandha Railway Station 02.jpg
অবস্থানগাইবান্ধা জেলা রংপুর বিভাগ
 বাংলাদেশ
মালিকানাধীনবাংলাদেশ রেলওয়ে
পরিচালিতপশ্চিমাঞ্চল রেলওয়ে
লাইনসান্তাহার-কাউনিয়া লাইন
প্ল্যাটফর্ম
ট্রেন পরিচালকবাংলাদেশ রেলওয়ে
নির্মাণ
গঠনের ধরনমানক
পার্কিংআছে
সাইকেলের সুবিধাআছে
প্রতিবন্ধী প্রবেশাধিকারআছে
অন্য তথ্য
অবস্থাসক্রিয়
ইতিহাস
চালু১৯০৫
পরিষেবা
আছে
অবস্থান
মানচিত্র

গাইবান্ধা রেলওয়ে স্টেশন বাংলাদেশের রংপুর বিভাগের গাইবান্ধা জেলার একটি রেলওয়ে স্টেশন[১]

অবস্থান[সম্পাদনা]

গাইবান্ধা রেলওয়ে স্টেশন গাইবান্ধা জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত।

ইতিহাস[সম্পাদনা]

ব্রহ্মপুত্র-সুলতানপুর রেলওয়ে কোম্পানি ১৮৯৯-১৯০০ সালে সান্তাহার থেকে ফুলছড়ি (তিস্তামুখ) পর্যন্ত ৯৪ কিলোমিটার দীর্ঘ (৫৮ মাইল) মিটারগেজ রেলপথ নির্মাণ করে । বর্তমানে লাইন ফুলছড়ি উপজেলার বালাসি ঘাট পর্যন্ত আছে। ৪৪ কিলোমিটার দীর্ঘ (২৭ মাইল) বোনারপাড়া - কাউনিয়া লাইন ১৯০৫ সালে নির্মাণ করা হয়। এসময় গাইবান্ধা রেলওয়ে স্টেশন তৈরি করা হয়।

পরিষেবা[সম্পাদনা]

গাইবান্ধা রেলওয়ে স্টেশন দিয়ে চলাচলকারী ট্রেনের তালিকা নিম্নে উল্লেখ করা হলো:[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "গাইবান্ধায় বগি রেখেই রওনা দিল ট্রেন..."প্রথম আলো। ২০১৯-১২-২৯। সংগ্রহের তারিখ ২০২০-০২-০২ 
  2. রিপোর্টার, স্টাফ (২০১৯-০৩-১২)। "গাইবান্ধা ট্রেনের সময়সূচি | MorningRinger"। সংগ্রহের তারিখ ২০২০-০২-০২