বিষয়বস্তুতে চলুন

তিতুমীর এক্সপ্রেস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তিতুমীর এক্সপ্রেস
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনআন্তঃনগর ট্রেন
অবস্থাচলমান
স্থান বাংলাদেশ
প্রথম পরিষেবা১৭ মে ২০০১; ২৩ বছর আগে (17 May 2001)
যাত্রাপথ
শুরুরাজশাহী রেলওয়ে স্টেশন
শেষচিলাহাটি রেলওয়ে স্টেশন
যাত্রার গড় সময়৬ ঘন্টা ৪০ মিনিট
যাত্রাপথের সেবা
খাদ্য সুবিধাআছে
মালপত্রের সুবিধাআছে (লাগেজ ভ্যান)
কারিগরি
গাড়িসম্ভারপিটি ইনকা কোচ - ২০০৬ (সাদা)
ট্র্যাক গেজব্রডগেজ

তিতুমীর এক্সপ্রেস (ট্রেন নং-৭৩৩/৭৩৪) বাংলাদেশ রেলওয়ে পরিচালিত একটি আন্তঃনগর ট্রেন। ট্রেনটি বাংলাদেশের রাজশাহী থেকে চিলাহাটি রেলওয়ে স্টেশন এর মাঝে যাতায়াত করে।ট্রেনটি যাত্রাপথে রাজশাহী, নাটোর, নওগাঁ, বগুড়া, জয়পুরহাট, দিনাজপুর এবং নীলফামারী জেলা অতিক্রম করে।

সময়সূচি

[সম্পাদনা]

(বাংলাদেশ রেলওয়ের সময়সূচী পরিবর্তনশীল। বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সর্বশেষ সময়সূচী যাচাই করার জন্য অনুরোধ করা হলো। নিম্নোক্ত সময়সূচীটি বাংলাদেশ রেলওয়ের ৫২তম সময়সূচী অনুযায়ী, যা ২০২০ সালের ১০ই জানুয়ারি হতে কার্যকর।)

ট্রেন

নং

উৎস প্রস্থান গন্তব্য প্রবেশ সাপ্তাহিক

ছুটি

৭৩৩ রাজশাহী ০৬:২০ চিলাহাটি ১৩:০০ বুধবার
৭৩৪ চিলাহাটি ১৫:০০ রাজশাহী ২১:০০

যাত্রাবিরতি

[সম্পাদনা]

(অনেকসময় বাংলাদেশ রেলওয়ে কর্তৃক কোনো ট্রেনের যাত্রাবিরতি পরিবর্তিত হতে পারে। নিম্নোক্ত তালিকাটি ২০২০ সাল অব্দি কার্যকর।)

তথ্যসূত্র

[সম্পাদনা]