দক্ষিণ এশিয়ায় মুসলিম জাতীয়তাবাদ
ভারতে ইসলাম |
---|
একটি ধারাবাহিকের অংশ |
প্রশাসন |
স্থাপত্য |
মসজিদ |
দক্ষিণ এশিয়ায় মুসলিম জাতীয়তাবাদ হলো জাতীয়তাবাদের একটি রাজনৈতিক এবং সাংস্কৃতিক প্রকাশ, যেটি ইসলাম ধর্মীয় দৃষ্টিকোণ এবং পরিচয়ের উপর ভিত্তি করে দক্ষিণ এশিয়ার মুসলমানদের মধ্যে গড়ে ওঠে।
ঐতিহাসিক সংস্থান
[সম্পাদনা]দিল্লীর সালতানাতের যুগে মুসলিম সাম্রাজ্যগুলো ভারতের শক্তিশালী সামরিক দলগুলোর মধ্যে অন্যতম ছিল এবং একটা মুসলিম সমাজ যেটি মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়া এবং আধুনিক আফগানিস্তানের সন্নিকটবর্তী অঞ্চল থেকে ভারতবর্ষে বিস্তার লাভ করেছিল।
দক্ষিণ এশিয়ার মুসলমান নেতৃত্ব
[সম্পাদনা]- সংস্কারক
সৈয়দ আহমদ খান, মাওলানা মুহাম্মদ আলি, মাওলানা শওকত আলি, ভোপালের নবাব।
- স্বাধীনতা সংগ্রামী (ব্রিটিশদের বিরোধী আন্দোলন)
বদরুদ্দীন তৈয়বজী, মুখতার আহমেদ আনসারী, আবুল কালাম আজাদ, সাইফুদ্দীন কিসলু, হাকিম আজমল খান, আব্বাস তৈয়বজী, রাফি আহমেদ খিদওয়াই, মাহমুদুল হাসান, খান আবদুল গাফফার খান।
- পাকিস্তান আন্দোলন
মুহাম্মদ আলী জিন্নাহ, আল্লামা ইকবাল, লিয়াকত আলি খান, হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী, আবুল কাশেম ফজলুল হক, জাহানারা শাহনেওয়াজ, সৈয়দ আহমদ খান।
- ধর্মীয়
কাজী সৈয়দ রাফি মোহাম্মদ, সাইয়েদ আবুল আ'লা মওদুদী, আহমদ রেজা খান বেরলভী, মোহাম্মদ আবদুল গফুর হাজারভী।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]দক্ষিণ এশিয়ায় জাতীয়তাবাদ | |
---|---|
চিন্তাধারাসমূহ | |
সংগঠন এবং ঘটনাবলী |