জেমস অ্যান্ড্রু ব্রাউন-র্যামসে, ডালহৌসির প্রথম মার্কুস
দ্য মার্কুস অব ডালহৌসি | |
---|---|
ভারতের গভর্নর-জেনারেল | |
কাজের মেয়াদ ১৮৪৮ – ১৮৫৬ | |
সার্বভৌম শাসক | ভিক্টোরিয়া |
প্রধানমন্ত্রী | দি আর্ল রাসেল দি আর্ল অব ডার্বি দি আর্ল অব আবেরদিন দ্য ভিসকাউন্ট পালমারস্টোন |
পূর্বসূরী | দ্য ভিসকাউন্ট হার্ডিঞ্জ |
উত্তরসূরী | দ্য ভিসকাউন্ট ক্যানিং |
বাণিজ্য সভার সভাপতি | |
কাজের মেয়াদ ৫ ফেব্রুয়ারি, ১৮৪৫ – ২৭ জুন, ১৮৪৬ | |
সার্বভৌম শাসক | ভিক্টোরিয়া |
প্রধানমন্ত্রী | স্যার রবার্ট পিল |
পূর্বসূরী | উইলিয়াম ইওয়ার্ট গ্ল্যাডস্টোন |
উত্তরসূরী | দি আর্ল অব ক্লারেনডন |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ডালহৌসি ক্যাসল, মিডলোথিয়ান | ২২ এপ্রিল ১৮১২
মৃত্যু | ১৯ ডিসেম্বর ১৮৬০ ডালহৌসি ক্যাসল, মিডলোথিয়ান | (বয়স ৪৮)
নাগরিকত্ব | গ্রেট ব্রিটেন ও আয়ারল্যান্ড যুক্তরাজ্য |
জাতীয়তা | স্কটিশ |
দাম্পত্য সঙ্গী | লেডি সুসান হে (মৃত্যু: ১৮৫৩) |
প্রাক্তন শিক্ষার্থী | ক্রাইস্ট চার্চ, অক্সফোর্ড |
জেমস অ্যান্ড্রু ব্রাউন-র্যামসে, ডালহৌসির প্রথম মার্কুস(জন্ম: ২২ এপ্রিল, ১৮১২ - মৃত্যু: ১৯ ডিসেম্বর, ১৮৬০) মিডলোথিয়ানের ডালহৌসি ক্যাসলে জন্মগ্রহণকারী স্কটিশ রাজকর্মচারী ও ব্রিটিশ ভারতের ঔপনিবেশিক প্রশাসক ছিলেন। ১৮৪৮ থেকে ১৮৫৬ সময়কালে লর্ড ডালহৌসি ভারতের গভর্নর-জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। ১৮৩৮ সাল পর্যন্ত লর্ড র্যামসে এবং ১৮৩৮ থেকে ১৮৪৯ সাল পর্যন্ত দি আর্ল অব ডালহৌসি নামে পরিচিত ছিলেন তিনি।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]ব্রাউন-র্যামসে ওয়েলিংটনের জেনারেল ও পরবর্তীতে কানাডার গভর্নর-জেনারেল ডালহৌসির নবম আর্ল জর্জ র্যামসের তৃতীয় ও কনিষ্ঠ পুত্র ছিলেন।[১] জর্জ র্যামসে ভারতে কমান্ডার-ইন-চিফ ছিলেন। তার মা ক্রিস্টিনা (বিবাহ-পূর্ব ব্রাউন অব কলস্টো, হ্যাডিংটনশায়ার)। তার বড় দুই ভাই কৈশোরেই মৃত্যুবরণ করেন। ছোটখাট গড়নের ব্রাউন-র্যামসের কপাল বেশ বড় ছিল।
শৈশবের অনেকগুলো বছর পিতা-মাতার সাথে কানাডায় অতিবাহিত করেন। স্কটল্যান্ডে ফিরে ১৮২৫ সালে হ্যারো স্কুলে ভর্তি হন। দুই বছর পর তাকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। এরপর রেভ. মি. টেম্পেলের তত্ত্বাবধানে তার সমগ্র শিক্ষাজীবন কাটে।
মূল্যায়ন
[সম্পাদনা]তার সমর্থকদের মতে, তিনি দূরদর্শী গভর্নর-জেনারেল হিসেবে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনকে সুদৃঢ়করণে ভূমিকা রেখেছেন। এরফলে পরবর্তীকালে কোম্পানির প্রশাসনে স্থিরতা এসেছে। তার বলিষ্ঠ নীতি গ্রহণের ফলে পরবর্তী শাসকগণ প্রজাবিদ্রোহ কঠোরভাবে দমন করতে পেরেছেন।
তার সমালোচকগণের অভিমত, তার ধ্বংসাত্মক নীতি গ্রহণের ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর্থিক ও সামরিক অবস্থান হঠকারী নীতিতে পরিণত হয়। এছাড়াও তিনি ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের বীজ লুকিয়ে রেখেছিলেন। ভারতে লাভজনক বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালনায় সিদ্ধহস্তের অধিকারী কোম্পানিকে দেউলিয়া ঔপনিবেশিক প্রশাসনে রূপান্তর করেছেন। ভারতে তার শাসনকালে ভিক্টোরিয়া সরকারকে ভারতীয় প্রশাসনে প্রত্যক্ষভাবে হস্তক্ষেপ করতে হয়েছে। মৃত্যুর প্রাক্কালে ইংল্যান্ড ও ভারতের অনেকের কাছেই ব্যাপকভাবে ধিকৃত হন তিনি। ১৮৫৭ সালে ভারতে সিপাহী বিদ্রোহের পর চুক্তিনামার তাৎপর্য্য উপলদ্ধিতে ব্যর্থ হন। তার অতিমাত্রায় আত্মবিশ্বাসী মনোভাব, কেন্দ্রীভূত কার্যক্রম ও ব্যয়বহুল কার্যকলাপের এ সঙ্কটের জন্য দায়ী।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Lee-Warner, Sir William, The Life of the Marquess of Dalhousie, London, 1904, vol.1: 3
আরও পড়ুন
[সম্পাদনা]- "Ramsay, James Andrew Broun"। অক্সফোর্ড ডিকশনারি অব ন্যাশনাল বায়োগ্রাফি (অনলাইন সংস্করণ)। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রেস। ডিওআই:10.1093/ref:odnb/23088। (সাবস্ক্রিপশন বা যুক্তরাজ্যের গণগ্রন্থাগারের সদস্যপদ প্রয়োজন।)
- Arnold, Sir Edwin (১৮৬৫)। The Marquis of Dalhousie's Administration of British India: Annexation of Pegu, Nagpor, and Oudh, and a General Review of Lord Dalhousie's Rule। Saunders, Otley, and Company।
- Campbell, George Douglas (Duke of Argyll) (১৮৬৫)। India under Dalhousie and Canning। Longman, Green, Longman, Roberts, & Green।
- Hunter, Sir William Wilson (১৮৯৪)। The Marquess of Dalhousie and the Final Development of the Company's Rule। Rulers of India series। Clarendon Press।
- Lee-Warner, Sir William (১৯০৪)। The life of the Marquis of Dalhousie, K. T.। Macmillan and Co.।
- Trotter, Lionel James (১০ জানুয়ারি ২০১২)। Life of the Marquis of Dalhousie। Hard Press। আইএসবিএন 978-1-4077-4948-8।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- হ্যান্সকার্ড ১৮০৩-২০০৫: জেমস অ্যান্ড্রু ব্রাউন-র্যামসে দ্বারা সংসদে অবদান (ইংরেজি)
যুক্তরাজ্যের সংসদ (১৮০১–বর্তমান) | ||
---|---|---|
পূর্বসূরী রবার্ট ফার্গুসন |
হ্যাডিংটনশায়ারের এমপি ১৮৩৭ – ১৮৩৮ |
উত্তরসূরী স্যার টমাস বুকান-হেপবার্ন, বিটি |
রাজনৈতিক দপ্তর | ||
পূর্বসূরী উইলিয়াম ইউয়ার্ট গ্ল্যাডস্টোন |
বাণিজ্য সভার সহ-সভাপতি ১৮৪৩-১৮৪৫ |
উত্তরসূরী স্যার জর্জ ক্লার্ক, বিটি |
পূর্বসূরী উইলিয়াম ইউয়ার্ট গ্ল্যাডস্টোন |
বাণিজ্য সভার সভাপতি ১৮৪৫-১৮৪৬ |
উত্তরসূরী দি আর্ল অব ক্ল্যারেন্ডন |
সরকারি দফতর | ||
পূর্বসূরী দ্য ভিসকাউন্ট হার্ডিঞ্জ |
ভারতের গভর্নর জেনারেল ১৮৪৮-১৮৫৬ |
উত্তরসূরী দ্য ভিসকাউন্ট ক্যানিং |
সম্মানজনক পদবীসমূহ | ||
পূর্বসূরী দ্য ডিউক অব ওয়েলিংটন |
লর্ড ওয়ার্ডেন অব দ্য সিঙ্ক পোর্ট ১৮৫৩-১৮৬০ |
উত্তরসূরী দ্য ভিসকাউন্ট পালমারস্টোন |
Masonic offices | ||
পূর্বসূরী ভিসকাউন্ট ফিনক্যাসল |
গ্রান্ড মাস্টার অব দ্য গ্রান্ড লজ অব স্কটল্যান্ড ১৮৩৬-১৮৩৮ |
উত্তরসূরী জেমস ফরেস্ট |
যুক্তরাজ্যের অভিজাত সম্প্রদায় | ||
নতুন সৃষ্টি | মার্কু অব ডালহৌসি ১৮৪৯-১৮৬০ |
বিলুপ্ত |
Peerage of Scotland | ||
পূর্বসূরী জর্জ র্যামসে |
আর্ল অব ডালহৌসি ১৮৩৮-১৮৬০ |
উত্তরসূরী ফক্স মোল-র্যামসে |
- ভারতের গভর্নর জেনারেল
- ১৮১২-এ জন্ম
- ১৮৬০-এ মৃত্যু
- ক্ল্যান র্যামসে
- আর্ল অব ডালহৌসি
- ক্রাইস্ট চার্চ, অক্সফোর্ডের প্রাক্তন শিক্ষার্থী
- হ্যারো স্কুলে শিক্ষিত ব্যক্তি
- যুক্তরাজ্যের প্রিভি কাউন্সিলের সদস্য
- স্কটল্যান্ডের নির্বাচনী এলাকা থেকে যুক্তরাজ্যের সংসদ সদস্য
- যুক্তরাজ্যের সংসদ সদস্য যারা উত্তরাধিকারসূত্রে পিয়ারেজ
- যুক্তরাজ্যের সংসদ সদস্য ১৮৩৭-১৮৪১
- যুক্তরাজ্যের সংসদ সদস্য যারা পিয়ারেজ প্রাপ্ত হয়েছেন
- বাণিজ্য বোর্ডের সভাপতি