চার্লস ক্যানিং
দ্যা আর্ল ক্যানিং | |
---|---|
![]() ১৮৫৬ সালে রিচার্ড ব্রেয়াডের তোলা ক্যানিং এর ছবি | |
ভারতের গভর্ণর-জেনারেল | |
কাজের মেয়াদ ২৮ ফেব্রুয়ারি ১৮৫৬ – ২১ মার্চ ১৮৬২ | |
সার্বভৌম শাসক | Queen Victoria |
প্রধানমন্ত্রী | The Viscount Palmerston The Earl of Derby |
পূর্বসূরী | The Marquess of Dalhousie |
উত্তরসূরী | The Earl of Elgin |
Postmaster General | |
কাজের মেয়াদ 5 January 1853 – 30 January 1855 | |
সার্বভৌম শাসক | Queen Victoria |
প্রধানমন্ত্রী | The Earl of Aberdeen |
পূর্বসূরী | The Earl of Hardwicke |
উত্তরসূরী | The Duke of Argyll |
First Commissioner of Woods and Forests | |
কাজের মেয়াদ 2 March 1846 – 30 June 1846 | |
সার্বভৌম শাসক | Queen Victoria |
প্রধানমন্ত্রী | Sir Robert Peel, Bt |
পূর্বসূরী | The Earl of Lincoln |
উত্তরসূরী | Viscount Morpeth |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৪ ডিসেম্বর ১৮১২ Brompton, London |
মৃত্যু | ১৭ জুন ১৮৬২ Grosvenor Square, London | (বয়স ৪৯)
জাতীয়তা | British |
রাজনৈতিক দল | Conservative Peelite |
দাম্পত্য সঙ্গী | Hon. Charlotte Stuart (1817–1861) |
প্রাক্তন শিক্ষার্থী | Christ Church, Oxford |
চর্লস জন ক্যানিং, ১ম আর্ল ক্যানিং KG জিসিবি KSI পিসি (১৪ ডিসেম্বর ১৮১২ থেকে ১৭ জুন ১৮৬২), দ্যা ভিসি কাউন্ট ক্যানিং নামেও পরিচিত। ১৮৩৭ থেকে ১৮৫৯ সাল পর্যন্ত সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্ণর-জেনারেল ছিলেন।
শিক্ষা
[সম্পাদনা]লন্ডনের নিকট ব্রম্পটনে ক্যানিং এর জন্ম।[১] তিনি পিতা জর্জ ক্যানিং এবং মাতা জোয়ান ক্যানিং এর কনিষ্ঠ সন্তান ছিলেন। তিনি অক্সফোর্ডের ক্রাইস্ট চার্চে পড়াশুনা করেন। ১৮৩৩ সালে ক্ল্যাসিকসে ১ম শ্রেনী এবং গণিতে ২য় শ্রেনীতে স্নাতক ডিগ্রী লাভ করেন।
কর্ম জীবন ও মৃত্যু
[সম্পাদনা]চার্লস ক্যানিং ১৮৩৬ সালে ব্রিটিশ পার্লামেন্টের হাউজ অব কমন্সের সদস্য নির্বাচিত হন। ১৮৩৭ সালে তার মাতার মৃত্যুর পর তিনি হাউজ অব লর্ডসের সদস্য হন। তিনি ব্রিটিশ সরকারের পররাষ্ট্র বিষয়ক অধীন সচিবের দায়িত্ব পালন করেন। ১৮৪৭-৪৯ সালে চার্লস ক্যানিং ব্রিটিশ রাজকীয় জাদুঘরের কমিশনে কাজ করেন।[২] তিনি গ্রেট ব্রিটেনের পোষ্ট মাষ্টার জেনারেল হিসাবে কাজ করেন এবং তার প্রশাসনিক দক্ষতার পরিচয় দেন। ১৮৫৬ সালের ফ্রেব্রুয়ারিতে তিনি ভারতের গভর্নর-জেনারেল হিসাবে নিয়োজিত হন। ১৮৫৭ সালে ভারতে সিপাহী বিদ্রোহের সূচনা হয়। বিদ্রোহের আগে ক্যানিং এবং তার স্ত্রী ভারতের অধিবাসীদের উপর একটি চিত্র জরিপ করেন। শুরুতে এর উদ্দেশ্য ছিল ভারত সম্পর্কে তাদের নিজেদের জ্ঞানকে সমৃদ্ধ করা। পরবর্তীতে ১৮৬৮ এবং ১৮৫৭ সালে পিপল অব ইন্ডিয়া নামে আটটি খন্ডের পুস্তক আকারে প্রকাশিত হয়।[৩] সিপাহী বিদ্রোহের সময় তার সাহসী ভূমিকার জন্য তিনি প্রশংসিত হন এবং ১৮৫৮ সালে ভারতের প্রথম ব্রিটিশ ভারতের ভাইসরয় হিসাবে নিয়োজিত হন। ১৮৫৯ সালের এপ্রিল মাসে ব্রিটিশ পার্লামেন্টের উভয় কক্ষ থেকে সিপাহী বিদ্রোহের সময় তার অসামান্য অবদানের জন্য ধন্যবাদ দেয়া হয়। একই সাথে তাকে অর্ডার অব বাথ উপাধী প্রদান করা হয়। একই বছর মে মাসে তাকে আর্ল উপাধি প্রদান করা হয়। এরপর তিনি আর্ল ক্যানিং নামে পরিচিত হন। অতিরিক্ত পরিশ্রমের জন্য তিনি অসুস্থ হয়ে পড়েন। ইতোমধ্যে তার স্ত্রী মারা যান। ১৮৬২ সালের এপ্রিল মাসে তিনি ইংল্যান্ডে ফিরে আসেন। ১৭ জুন তিনি লন্ডনের মারা যান। মৃত্যুর এক মাস আগে তাকে নাইট অব গার্টার উপাধিতে ভূষিত করা হয়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Charles John Canning, Earl Canning"। Community Trees। ১৫ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১২।
- ↑ The Life of Sir Anthony Panizzi, Volume 1, by Louis Alexander Fagan, p257
- ↑ Metcalf, Thomas R. (১৯৯৭)। Ideologies of the Raj। Cambridge: Cambridge University Press। পৃষ্ঠা 117। আইএসবিএন 978-0-521-58937-6। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১১।
- ভারতের গভর্নর জেনারেল
- ১৮১২-এ জন্ম
- ১৮৬২-এ মৃত্যু
- যুক্তরাজ্যের অভিজাত সম্প্রদায়ের আর্ল
- ভারতের ভাইসরয়
- ক্রাইস্ট চার্চ, অক্সফোর্ডের প্রাক্তন শিক্ষার্থী
- ভারতীয় বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠাতা
- ইংল্যান্ডের নির্বাচনী এলাকা থেকে যুক্তরাজ্যের সংসদ সদস্য
- যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সন্তান
- যুক্তরাজ্যের প্রিভি কাউন্সিলের সদস্য
- যুক্তরাজ্যের সংসদ সদস্য ১৮৩৫-১৮৩৭
- যুক্তরাজ্যের সংসদ সদস্য যারা উত্তরাধিকারসূত্রে পিয়ারেজ
- ক্যানিং পরিবার (রাজনৈতিক)
- ওয়েস্টমিনস্টার অ্যাবিতে সমাধিস্থ
- যুক্তরাজ্যের সংসদ সদস্য যারা পিয়ারেজ প্রাপ্ত হয়েছেন
- যুক্তরাজ্যের পোস্টমাস্টার জেনারেল