ই. কে. আবুবকর মুসলিয়ার
অবয়ব
ই. কে. আবুবকর মুসলিয়ার একজন শাফেঈ আলিম ও কেরালা, ভারতের একজন সামাজিক নেতা ছিলেন। তার অনুসারীরা তাকে শামসুল উলামা বা আলিমদের মাঝে সূর্য ডাকতেন। [১] তিনি ১৯৫৭-১৯৯৬ সালে অল কেরালা জমিয়তুল উলামা-এর সাধারণ সেক্রেটারি হিসেবে নিযুক্ত ছিলেন।
তিনি ১৯১৪ সালে কোযিকোডে, পারামবিলকাডাভুতে জন্মগ্রহণ করেন। [২] কেরালার আলিমদের কাছ থেকে প্রাথমিক শিক্ষার পর তিনি 'আল বাকিয়াতুস সালিহিন কলেজে' উচ্চ শিক্ষায় ভর্তি হন।
পরবর্তীতে তিনি জামিয়া নুরিয়া আরবি কলেজে অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হন। [২]
১৯৯৬ সালের ১৯ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। [২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Miller, Roland E. (২০১৫)। Mappila Muslim Culture। SUNY Press। পৃষ্ঠা 101–103। আইএসবিএন 978-1-4384-5601-0।
- ↑ ক খ গ Vazhakkad, Salih (২৩ ফেব্রুয়ারি ২০১৭)। "Kanniyath Ahmad Musliyar and Shamsul Ulama E. K. Aboobacker Musliyar"। Suprabhaatham। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২১।