পাকিস্তানের জাতীয় প্রতীক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পাকিস্তানের জাতীয় প্রতীক
State emblem of Pakistan.svg
আর্মিজারইসলামী প্রজাতন্ত্রী পাকিস্তান
গৃহীত১৯৫৪
Crestসবুজ তারকা এবং বাঁকানো চন্দ্র
প্রতীকচিহ্নের বিবরণকেন্দ্রে চার ভাগে বিভক্ত ঢাল তুলা, গম, চা ও পাট দেখায়
সহায়তাকারীগুলিফুলের মালা
Compartmentঢালের নিচে স্ক্রলে মুহাম্মদ আলী জিন্নাহর নীতিবাক্য উর্দুতে লেখা রয়েছে
নীতিবাক্য ایمان، اتحاد، نظم
"বিশ্বাস, ঐক্য, শৃঙ্খলা"
পূর্ববর্তী সংস্করণEmblem of Pakistan (1947-1955).svg
ব্যবহার১৯৪৭-১৯৫৫

পাকিস্তানের জাতীয় প্রতীক ইসলামী প্রজাতন্ত্রী পাকিস্তানের আদর্শিক ও অর্থনৈতিক ভিত্তি, সাংস্কৃতিক ঐতিহ্য এবং তার পথনির্দেশক নীতি প্রদর্শন করে। এটি ১৯৫৪ সালে গৃহীত হয়। [১] প্রতীকটিতে চারটি উপাদান রয়েছে। এগুলো হলো উপরে তারা ও বাঁকানো চাঁদ, মাঝে ঢাল যা একটি জয়মাল্য দ্বারা বেস্টিত এবং এবং নিচে একটি স্ক্রল।[১]

ক্রেস্ট ও প্রতীকের সবুজ রঙ ইসলামের সনাতন চিহ্ন। কেন্দ্রে চারভাগে বিভক্ত ঢালে দেখানো হয়েছে তুলা,গম,চা এবং পাট যা স্বাধীনতার সময় পাকিস্তানের প্রধান ফসল ছিলো; এটি কৃষিভিত্তিক অর্থনীতিকে ফুটিয়ে তোলে।[১] ঢালের পার্শ্ববর্তী পুস্পশোভিত জয়মাল্য প্রথাগত মুঘল শিল্পে ব্যবহৃত পুষ্পশোভিত নকশার প্রতিনিধিত্ব করে এবং পাকিস্তানের সাংস্কৃতিক ঐতিহ্য উপর জোর দেয়।[১] পুস্পশোভিত জয়মাল্যটি হলো Jasminum officinale যা পাকিস্তানের জাতীয় ফুল। ঢালের নিচের স্ক্রলে রয়েছে পাকিস্তান রাষ্ট্রের জনক মুহাম্মদ আলী জিন্নাহর একটি উর্দু নীতিবাক্য। (ایمان، اتحاد، نظم) "Īmān, Ittiḥād, Naẓm" অর্থ হলো "বিশ্বাস, ঐক্য, শৃঙ্খলা"। এটিকে পাকিস্তান রাষ্ট্রের পথনির্দেশক নীতি হিসেবে তুলে ধরা হয়েছে।[২]

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "The State Emblem"। Ministry of Information and Broadcasting, Government of Pakistan। ২০০৭-০৭-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-১১-২৯ 
  2. "Basic Facts"। Ministry of Information and Broadcasting, Government of Pakistan। ২০১২-০৩-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-১১-২৯