চন্দ্রশেখর আজাদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চন্দ্রশেখর তিওয়ারি
চন্দ্রশেখর আজাদ পার্ক, এলাহাবাদ, ভারতে স্থাপিত আজাদের মূর্তি
জন্ম২৩ জুলাই ১৯০৬
বাদারকা জেলা, উন্নাও, উত্তর প্রদেশ, ভারত[১]
মৃত্যু২৭ ফেব্রুয়ারি ১৯৩১
আলফ্রেড পার্ক (বর্তমান আজাদ পার্ক), এলাহাবাদ, উত্তর প্রদেশ, ভারত
প্রতিষ্ঠানহিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন (পরবর্তীতে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন)
আন্দোলনভারতীয় স্বাধীনতা আন্দোলন

চন্দ্রশেখর তিওয়ারি (২৩ জুলাই ১৯০৬ - ২৭ ফেব্রুয়ারি ১৯৩১; চন্দ্রশেখর আজাদ নামেই পরিচিত) ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন বিপ্লবী ছিলেন। আরেক বিপ্লবী ভগৎ সিংয়ের আদর্শিক গুরু হিসেবে চন্দ্রশেখর আজাদের পরিচয় আছে।

শৈশব[সম্পাদনা]

আজাদ মধ্যপ্রদেশের আলিরাজপুর জেলার ভাওরা গ্রামে ১৯০৬ সালের ২৩ জুলাই জন্মগ্রহণ করেন। তার পূর্বপুরুষরা কানপুরের কাছাকাছি বদারকা গ্রামে বাস করতেন।[২][৩]

বিপ্লবী জীবন[সম্পাদনা]

গান্ধীর দ্বারা পরিচালিত ১৯২২ সালে অসহযোগ আন্দোলন স্থগিত হওয়ার পর, আজাদ বিপ্লবী হয়ে ওঠেন। তিনি তরুণ বিপ্লবী মনমোহননাথ গুপ্তের সাথে সাক্ষাৎ করেন, যিনি তাকে রামপ্রসাদ বিসমিলের সাথে পরিচয় করিয়েছিলেন, যিনি হিন্দুস্তান রিপাবলিকান এ্যসোসিয়েশনের (এইচআরএ) বিপ্লবী সংগঠন গঠন করেছিলেন। এরপর তিনি এইচআরএর সক্রিয় সদস্য হন এবং এইচআরএর জন্য তহবিল সংগ্রহ করতে শুরু করেন। বেশিরভাগ তহবিল সংগ্রহ করা হতো সরকারি সম্পত্তি ডাকাতির মাধ্যমে। কংগ্রেসের সদস্য হওয়া সত্ত্বেও, মতিলাল নেহরু নিয়মিত আজাদকে সমর্থন করতেন ও অর্থ প্রদান করতেন।।[৪]

মৃত্যু[সম্পাদনা]

চন্দ্রশেখর আজাদ ১৯৩১ সালের ২৭ ফেব্রুয়ারি এলাহাবাদে আলফ্রেড পার্কে মারা যান।[৫] একটি অজ্ঞাত পরিদর্শক তাকে বলেছিল, পুলিশ তাকে পার্কে ঘিরে রেখেছিল। তিনি নিজেকে এবং সুখদেব রাজকে রক্ষা করার জন্য আহত হন এবং তিন পুলিশ সদস্যকে হত্যা করেন। তার কর্মকাণ্ডে সুখদেব রাজাকে পালিয়ে যেতে পারে। তিনি নিজের শেষ বুলেট দিয়ে নিজেকে গুলি করে হত্যা করেছিলেন। চন্দ্র শেখর আজাদের কর্ট পিস্তল এলাহাবাদ জাদুঘরে প্রদর্শিত হয়।[৬]

ডাকটিকিট

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. http://unnao.nic.in/Personali.htm ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৭ ডিসেম্বর ২০১২ তারিখে (CHANDRA SHEKHAR AZAD)
  2. The Calcutta review। University of Calcutta. Dept. of English। ১৯৫৮। পৃষ্ঠা 44। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১২ 
  3. Catherine B. Asher, সম্পাদক (জুন ১৯৯৪)। India 2001: reference encyclopedia। South Asia Publications। পৃষ্ঠা 131। আইএসবিএন 978-0-945921-42-4। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১২ 
  4. Mittal, S. K.; Habib, Irfan (জুন ১৯৮২)। "The Congress and the Revolutionaries in the 1920s"। Social Scientist10 (6): 20–37। জেস্টোর 3517065 
  5. Bhattacherje, S. B. (১ মে ২০০৯)। Encyclopaedia of Indian Events & Dates। Sterling Publishers Pvt. Ltd। পৃষ্ঠা B–19। আইএসবিএন 9788120740747। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৪ 
  6. Khatri, Ram Krishna (১৯৮৩)। Shaheedon Ki Chhaya Mein। Nagpur: Vishwabharati Prakashan। পৃষ্ঠা 138–139।