বিষয়বস্তুতে চলুন

তুলাই নদী

স্থানাঙ্ক: ২৫°৩১′৩৩″ উত্তর ৮৮°২৭′৫০″ পূর্ব / ২৫.৫২৫৯৬২২° উত্তর ৮৮.৪৬৩৯১৪৯° পূর্ব / 25.5259622; 88.4639149
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(তেতুলিয়া নদী থেকে পুনর্নির্দেশিত)
তুলাই নদী (তুল্লাই নদী)
রাক্ষসিনী-তেঁতুলিয়া নদী
দেশসমূহ বাংলাদেশ, ভারত
রাজ্য পশ্চিমবঙ্গ
অঞ্চল রংপুর বিভাগ
জেলাসমূহ দিনাজপুর জেলা, ঠাকুরগাঁও জেলা
উৎস ইশানিয়া ইউনিয়নের বিলাঞ্চল
 - স্থানাঙ্ক ২৫°৫১′১০″ উত্তর ৮৮°৩০′১৫″ পূর্ব / ২৫.৮৫২৮৯৭৭° উত্তর ৮৮.৫০৪১৭৮৩° পূর্ব / 25.8528977; 88.5041783
মোহনা টাঙ্গন নদী, কুশমন্ডি সমষ্টি উন্নয়ন ব্লক
 - স্থানাঙ্ক ২৫°৩১′৩৩″ উত্তর ৮৮°২৭′৫০″ পূর্ব / ২৫.৫২৫৯৬২২° উত্তর ৮৮.৪৬৩৯১৪৯° পূর্ব / 25.5259622; 88.4639149
দৈর্ঘ্য ৬৭ কিলোমিটার (৪২ মাইল)

তুলাই নদী বা তুল্লাই নদী বা রাক্ষসিনী-তেঁতুলিয়া নদী বাংলাদেশভারতের একটি আন্তঃসীমান্ত নদী[] এটি বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের ঠাকুরগাঁও এবং দিনাজপুর জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ৬৭ কিলোমিটার, প্রস্থ ৪৫ মিটার এবং গভীরতা ৫.৫ মিটার। নদী অববাহিকার আয়তন ৬৩ বর্গকিলোমিটার। নদীর পানিপ্রবাহ মৌসুমি প্রকৃতির। ডিসেম্বর হতে মার্চ মাস অবধি শুকনো মৌসুমে পানিপ্রবাহ থাকে না। বর্ষা মৌসুমে জুলাই মাসে পানিপ্রবাহ বৃদ্ধি পেয়ে ৭৮০ ঘনসেন্টিমিটার/সেকেন্ড হয়। নদীতে জোয়ার-ভাটার প্রভাব নেই। সাধারণত বন্যা হয় না। এই নদীর উপর ফুলবাড়ি ও বুনিয়াতপুরে ৩টি সেতু আছে।[],

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক রাক্ষসিনী নদী এবং এই নদীর একত্রে প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-পশ্চিমাঞ্চলের নদী নং ১০৩।[]

প্রবাহ

[সম্পাদনা]

নদীটি বোচাগঞ্জ উপজেলার ইশানিয়া ইউনিয়ন থেকে উৎপত্তি হয়ে বিরল উপজেলা পেরিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে এবং কুশমন্ডি সমষ্টি উন্নয়ন ব্লকে টাঙ্গন নদীতে পতিত হয়েছে।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "আন্তঃসীমান্ত_নদী"বাংলাপিডিয়া। ১৬ জুন ২০১৪। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৪ 
  2. ড. অশোক বিশ্বাস, বাংলাদেশের নদীকোষ, গতিধারা, ঢাকা, ফেব্রুয়ারি ২০১১, পৃষ্ঠা ২২৫-২২৬।
  3. মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। "উত্তর-পশ্চিমাঞ্চলের নদী"। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি (প্রথম সংস্করণ)। ঢাকা: কথাপ্রকাশ। পৃষ্ঠা ১৫৮-১৫৯। আইএসবিএন 984-70120-0436-4